খুঁজছি একটি সুবেশী আততায়ী
নিঃশব্দ মৌনতার কাছে বর্ষামাদলে,
জানলা দিয়ে হামলে পড়বে শিলাবৃষ্টির বেশে
বয়ে যাবে কেয়ামত তাজা রক্তের স্রোত শেষে;
ধোয়া ওঠা হিম হিম বরফে খুন হতে হতে
ভালোবাসার মেঘজল বর্ষা হয়ে ছুঁয়ে যাবে
সকাল, বিকেল ও রাতে,
বন্ধক প্রাণে খুনের তালিম নিয়েছে কে কবে কোত্থেকে?
ভোর যে এসে গেল আততায়ীর ভুতুড়ে বিষণ্ণ চিৎকারে
সোনারোদ হেসে হেসে হানা দেয় নূতনের মায়াভোরে,
৩২টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভোরকে শিকার করা এত সহজ না,
শিকারী শিকার হয়ে যাবে 🙂
ছাইরাছ হেলাল
হোকনা কিছু একটা, শিকার বা শিকারী।
শামীম আনোয়ার আল- বেপারী
ভোর যে এসে গেল আততায়ীর ভুতুড়ে বিষণ্ণ চিৎকারে
সোনারোদ হেসে হেসে হানা দেয় নূতনের মায়াভোরে,,,,,,,,,,,,,,,
দারুন। .. (3
ছাইরাছ হেলাল
ধন্যবাদ,
শুন্য শুন্যালয়
বাহ্ চমৎকার লেখা ভাউ। আততায়ী শিলাবৃষ্টির বেশে জানালা দিয়ে হামলে পড়বে? ভালোবাসতে বাসতে মেরে ফেলা কি একেই বলে?
বন্ধক প্রাণে খুনের তালিম!! মানে প্রাণ আগেই বাঁধাছাঁদা পড়েছে কোথাও? এখন এই প্রাণ খুন করেই বা কি হবে!! সত্যি বলছি মাইরালাইছেন এই লেখা দিয়ে। আমি আইজই পেস্ট করুম আমার ইয়ের কাছে, লেখকের নাম উহ্য রেখেই।
ছাইরাছ হেলাল
অবশ্যই চমৎকার, দেখতে হবেনা কে প্রশংসা করেছে।
দেখুন এত্ত ভালুবাসা আপনি বোঝবেন না, আর সেখানে খুন হওয়া খুন করা কুন ব্যাপার না।
বন্ধকের মায়াবী যন্ত্রনা এড়ানোর ঊপায় নেই, খুন হলেও।
আমার এই মূল্য লেখা হরণ করে আমাকে বৈরাগী বানাবেন্না প্লিজ,
কপিরাইটের মামালা থেকে কেউ বাচতারবে না,
ইয়ে সবার থাকে না , হয় ও না, তা কিন্তু জানি ভাউ।
শুন্য শুন্যালয়
ইয়ে নাই, ইয়ে নাই বলে আমার ইয়েরে সামনে আনতে চাচ্ছেন, সে কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছি। এতোটা সহজ না, ভোর সবসময়ই রহস্যময়।
একটা লেখার এতো টান? এইজন্যেই প্রিয়তে নেইনা, কবে এসে হামলা করেন আমার জিনিস আমারে ফিরায় দেন বলে ঠিক নাই। হ ভাউ, আপনার ভালুবাসা আমি বুঝতারিনা, আম নেব না ছালা নেব টাইপ অবস্থা, আল্লাহ্ আপনারে রক্ষা করুক।
ছাইরাছ হেলাল
আপনার দুয়া অবশ্যই কাম কাইজে লাগবে, লাগুক।
আচ্ছা, ইয়ে রহস্যের আচলে বেধে রাখুন, তবে আচল তলে যেন না হয় আবার। ইয়েরাও নিঃশ্বাস
নিয়েই বাঁচতে চায়।
বলেন কী! টান ! মানে ভীষণ টানাটানি, কালে ভাদ্রে এ বস্তু মিলায়! অবশ্য ভাউ চাইলে না দেয়ার সাধ্য
ভূ-ভারতে কারো নেই।
মৌনতা রিতু
মুই কইয়া দিমু। কমু শূন্য ননদিনি নকল করছে,,, :D) দেও দেও ঘুষ দাও।
ছাইরাছ হেলাল
ইস, এখন ঘুষের আদান প্রদানও শুরু হয়ে গেল!
শুন্য শুন্যালয়
রিতু আপু, কে কারটা নকল করছে কোন প্রমাণ আছে? দিনক্ষন আর এখন কোন মজবুত প্রমাণ না 🙂 আর ভাবী তো সারাক্ষন ননদিনির পেছনে লাগে, তাই কেউ আপনারে বিশ্বাস করবেনা 😀
বেশি ঘুষ ঘুষ করলে কদুর তেল মাখিয়ে ঘুম পাড়িয়ে রাখবো 🙂
মৌনতা রিতু
তথ্যপ্রমান সহ দিবনে। জান না আমি তোমার ভাবি।।। তুমি এক সের, আমি শোয়া সের। 😀
মৌনতা রিতু
শিলাবৃষ্টির মতো হয়নি তো কখনো এ মৌন মেঘ। নিরবে ঝরেছে টিপ টিপ বৃষ্টি হয়ে। টিপ টিপ বরষনেই হিম হিম কুয়াশায় এঁকেছি জানালার কাচে এ মৌনতার দূশ্যপট।
গোপন যে আততায়ী সে তামিল নিয়েছিল কোনো এক অজানা সময়ে, খুন করে গেলো এ দৃশ্যপট।
বাহ! দারুন তো, কবিতাটা !
ছাইরাছ হেলাল
আপনি দেখছি আততায়ী কে চেনেন,
খুনির হাত থেকে মুক্তির উপায় এবার খুঁজতেই হবে দেখছি।
আবু খায়ের আনিছ
ধোয়া ওঠা হিম হিম বরফে খুন হতে হতে
ভালোবাসার মেঘজল বর্ষা হয়ে ছুঁয়ে যাবে
সকাল, বিকেল ও রাতে,
লাইন গুলো আটকে থাকবে, অনেকদিন পর্যন্ত মনে।
ছাইরাছ হেলাল
শুধু মনে রাখলে হবে না,
সার্থক প্রয়োগ করে ফলাফল পেতে হবে।
অনিকেত নন্দিনী
খাইসেরে! আততায়ী শিলাবৃষ্টির বেশে জানালা দিয়ে হামলে পড়বে? এইরাম কিছু হইলে আততায়ী আমারে খুন করবে কী, আমিই বরং শিলা কুড়াইয়া কটরমটর কইরা চাবাইয়া খাইইয়্যালামু। 😀
“ধোঁয়া ওঠা হিম হিম বরফে খুন হতে হতে
ভালোবাসার মেঘজল বর্ষা হয়ে ছুঁয়ে যাবে
সকাল, বিকেল ও রাতে,” – ভাউ, কয়বার খুন হওয়া যায়? এই খুন কোন খুন? ;?
ছাইরাছ হেলাল
আততায়ীরও প্রাণের মায়া আছে, ওরা সব ডাকে সাড়া দেয় না।
দ্বিতীয় খুন খুন না, ভালুবাসার বর্ষা ধারা, এ খুন মহানন্দের।
যাক, শত ব্যস্ততায়ও এহেন লেখা পড়ছেন দেখে আনন্দিত।
অনিকেত নন্দিনী
এয়া কী কইলেন? 😮
আমার ডাকে সাড়া না দেওনের কী আছে? আর আততায়ীর প্রাণের মায়া আছে মানে?
আমি কি এতুই খারাফ? ;(
ছাইরাছ হেলাল
আপনি খারাপ হতেই পারেন্না!!
বড় প্রাণ বিশাল প্রাণ, ভয়ডর সবার ই থাকে!!
লীলাবতী
সোনারোদ তাহলে নতুনের কাছে যায় -:- কবে যে কবিতা লেখবো? 🙁
ছাইরাছ হেলাল
যায়, সোনা রোদ সোনাদের কাছেই যায়।
কবিতাটি বাদ থাকুক!!
ইঞ্জা
মুগ্ধ করা কথামালাতে দুর্দান্ত লিখণী, ভক্ত হয়ে গেলাম আজ আপনার, আমার শুভেচ্ছা নিন।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ। সুন্দর গল্প কিন্তু লিখতে পার না।
ইঞ্জা
কে বলে, এমন ভাব যেন “ভারার ঘরে কেরে, আমি কলা খাইনা”। :p
ছাইরাছ হেলাল
ধুর, এভাবে বলতে হয় না,
নীলাঞ্জনা নীলা
মাথা চুলকাচ্ছে। ^:^
ডরও লাগে। খুণ শব্দটা শুনেই তো আর ভাষা খুঁজে পাচ্ছিনা।
কবিতারে আজ ছুটি দিলাম। বুঝে নিতে পারলে আবার আসবো। ;?
ছাইরাছ হেলাল
আচ্ছা, তথাস্তু,
তবে এ খুন সে খুন না।
নীলাঞ্জনা নীলা
বুঝলাম এ খুণ তাহলে মার্ডার না। 😀
ছাইরাছ হেলাল
আপনি বুজুর্গ সে তো জানি ই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ভোরকে জয় করা আপনার পক্ষেই সম্ভব।আসুক ভোর দুর হউক সব রাতের অন্ধকার। -{@
ছাইরাছ হেলাল
ভোরকে অবশ্যই আমন্ত্রণ,
সময় দিয়ে একটু নিয়মিত হবেন তা চাই।