ভালোবাসি বলে

প্রলয় সাহা ৯ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার, ০৫:২৮:১৯পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

one_night_in_jungle_man_girl_male_woman_boy_high_contrast_hd-wallpaper-1111333_Fotor

তোমার ভালোবাসায় এতোই আসক্ত যে-
আমি ভুলে যাই ঘুম কাকে বলে!
রাত কেটে যায় ভাবনার শুদ্ধ আদরে।
বিছানাটাকে মৃত্তিকা ভেবে-
শুয়ে থাকি অদৃশ্য কবরে।
বিধাতার আহ্বানের ধ্বনি যখন-
প্রতিধবনি হতে থাকে কর্ণপাতে,
প্রকৃতি বদলাতে থাকে আপন মনে।
বৃক্ষরাজী জেগে ওঠে পক্ষীর মুক্ত মিছিলে,
ধীরে ধীরে ব্যস্ত হয়ে ওঠে যান্ত্রিক নগরী।
ঠিক তখনি মুঠোফোনটা তুলে নিই হাতে,
আত্মা কতৃক মৃদু কণ্ঠে বলি তোমায়-
প্রিয়তমা, সকাল হয়ে গেলো যে!
সুপ্রভাত বলে; এবার আমায় দাও ছুটি।

১৫৮১জন ১৫৭৯জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ