ভালোবাসা ভাল না

ছাইরাছ হেলাল ২৪ জুলাই ২০১৬, রবিবার, ০৮:১৩:৪৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫৮ মন্তব্য

বলছিনা ভালোবাসতে হবে, বলছিনা কাছে আসতে হবে,
বলছিনা অনেক নৌকায় পা রাখা যাবে না!
কাজলচোখের আয়নাজলে স্মৃতি হাতড়ে হাসতে হবে;

কথা হবে না, দেখা হবে না
বুকে জড়িয়ে চুমুও না, হৃদয়ে হৃদয়ও জড়াবো না,
চোরা স্নানে একান্তে একাত্ম হবো না;

তবুও
প্রজাপতি হয়ে ফুল ফুটবে ফুলেরা গন্ধ বিলাবে,
কোকিল ডাকা বসন্তে নীলাকাশ হাসবে;

শিশির ভেজা গোলাপ যেমন আছে তেমন থাকুক
পাহাড়ের কোলে চাঁদের জ্যোৎস্না যেমন আছে তেমনই থাকুক;
আহ্লাদি ভালোবাসা নদীর বাঁকে বাঁকে ঝরে পড়ুক,
মন্বন্তরেও ভালোবাসা ভালোবেসেই বাঁচুক।

মেধায় স্বভাবে ভূমিকম্পের মত কেঁপে কেঁপে ওঠা ভালোবাসা
শুধুই লোভায়, প্রাকৃতিক সারল্যের জটিল যন্ত্রণায়;

৬৫৯জন ৬৫৯জন
0 Shares

৫৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ