
প্রাণের চেয়ে বেশী আমি-
তোমায় ভালোবাসী,
নিঃসন্দেহে পড়তে পারব-
তোমার জন্য ফাঁসি।
এপাশ ওপাশ করি রাতে-
ঘুম নাহি আসে,
চোখ বুজিলেই স্বপ্নে দেখি-
তুমি আমার পাশে।
এত ভালোবাসি তোমায়-
তবু কর হেলা,
তোমার কথা ভাবতে ভাবতেই-
কেটে যায় বেলা।
এই দেহের শিরায় শিরায়-
মিশে আছ তুমি,
মনটা দিয়ে অনুভব করনা-
কত ভালবাসি আমি।
ভালবাস আমায় ঠিকই-
বলতে কেন ভয়,
তোমায় নিয়ে স্বপ্ন বুনি-
অন্য কেউতো নয়।
নিজের ভাল বেশী বুঝ-
আমার ভাল অল্প,
তোমায় নিয়ে তবুও সাজাই-
ভালোবাসার গল্প।
৮টি মন্তব্য
শামীনুল হক হীরা
ইতিমধ্যে আমার ভালবাসার চারটি কবিতাই প্রকাশিত হয়েছে,আজকেরটি ছিল শেষ।পাঁচটি কবিতাই পরপর একসাথে প্রকাশ করব ভেবেছিলাম কিন্তু যে কোন কারণেই সেটা হয়নি।যাক যা হবার তা হয়েছে।নিম্নে পাঁচটি কবিতার সিরিয়াল দেওয়া হলঃ-
১💚ভালবাসার আভাস🌹।
২💛ভালবাসার পাল🌹।
৩💜ভালবাসার বৃষ্টি🌹।
৪❤️ভালবাসার সুর🌹।
৫💟ভালবাসার গল্প🌹।
ছাইরাছ হেলাল
নিখাদ ভালোবাসার গল্প।
পর পর না হলেও আমরা পড়তে পারছি এটাই আনন্দের।
শামীনুল হক হীরা
ধন্যবাদ প্রিয়
পপি তালুকদার
ভালোবাসায় ডুবে গেছে কবি!
ভালোবাসার জন্য ব্যকুল হৃদয়ের কতো কথন।
ভালো লাগলো কবিতা।
শামীনুল হক হীরা
অনেক ধন্যবাদ।ভালবাসা থাকলে তো ডুববো।
আরজু মুক্তা
সব পড়েছি। সব গুলোই ভালো লেগেছে।
অন্যদের লেখা পড়ুন এবং কমেন্ট করুন। শুভ কামনা ভাই
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসা নিয়ে কবিতা, গল্প পড়তে কার না ভালো লাগে!! সবগুলোই পড়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সতত
হালিমা আক্তার
ভালোবাসার গল্পে মশগুল কবি | সুন্দর |
শুভ কামনা |