
ভাবলেশহীন নিস্পলক চোখে স্মৃতির পাতা উল্টাই
হিসেবের নিকেশ ছাড়াই, স্বপ্নের সীমা ছাড়িয়ে,
আনন্দ শয়ানে –না,
অধীর হয়ে ফেলে আসা দিন পঞ্জির;
রঙ্গিন পাতা জুড়ে কলম-রেখায় আঁকা হয়ে আছে কত কী!
আনন্দ বেদনার বাঁকে বাঁকে বৃষ্টি ধারার মত
ভালোবাসা-বাসির নকশী কাঁথায়;
নীলাকাশ ছুঁয়ে জ্যোৎস্না-প্লাবিত কাশবন
বয়ে যাওয়া ধানসিড়ির স্তব্ধ নিস্তব্ধতায়
কত গল্প কত স্মৃতি, বৃষ্টি ধোয়া সবুজের মৃদু সুবাস;
ধূসর জৌলুশ-হীন ঝাপসা দৃষ্টি মেলে
চড়াই ওৎরাই এর সিঁড়ি ভেঙ্গে অলস সময় স্রোতে
সবুজে ছাওয়া সঞ্চয় স্বর্গের স্বপ্ন দেখি, ঝাঁক বাঁধা মানব হৃদয়ে;
ছলনার রমণ-গাঁথা সে আমার চাওয়া-না।
ছবি নেটের।
২৮টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“রঙ্গিন পাতা জুড়ে কলম-রেখায়
আঁকা হয়ে আছে কত কী!
আনন্দ বেদনার বাঁকে বাঁকে বৃষ্টি ধারার মত
ভালোবাসা-বাসির নকশী কাঁথায়;”
সঞ্চয়ের স্বপ্ন স্বর্গে রচিত নতুন উপ্যাখ্যান
জীবনের রঙিন পাতায়।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
বাহ্ এমন মন্তব্য শুরুতে পেলে বাঁধন হারা আনন্দ ঘিরে রাখে।
অনেক অনেক ধন্যবাদ।
বন্যা লিপি
এমন লেখা পড়লে, বার বার মনে হতেই থাকে……..কি হবে আর এসব লিখে টিখে?
ফেলে আসা আর বর্তমানের সিঁড়িতে সঞ্চয়ের স্বপ্ন ধূসর জৌলুস-হীন চোখের ঝাপসা দৃষ্টি আলোয় ভরে থাক।
ছাইরাছ হেলাল
এইডা কুন কথা হইলো!!
আপনি তো অনেক ভাল লেখেন।
আলোঝলমল উজ্জ্বলতা আমাদের একান্ত কাম্য।
ভাল থাকবেন।
তৌহিদ
সুখস্মৃতি রোমন্থন সবসময়েই আনন্দের। তবে সুক্ষ্ম কাঁটার খোঁচা কোথায় যেন খচ করে বিধে ওঠে।
ভালো থাকুন ভাইয়া।
ছাইরাছ হেলাল
আনন্দ ও বেদনা নিয়েই আমাদের জীবন স্মৃতি। এটি আমাদের মেনে নিতেই হয়।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
ধানসিঁড়ি আর গাঁথা বানান ঠিক নাই ভাইয়া। এই সময়ে সুখস্মৃতি রোমন্থন করাটাই যেন বেঁচে থাকার মনের খোরাক হচ্ছে। ছলনা সে আমার ও কস্মিনকালেও পছন্দ ছিল না। ভালো থাকবেন শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
গাঁথা ভুল ছিল এখন ঠিক করে দিয়েছি।
কিন্তু জীবনানন্দ তাঁর লেখায় ধানসিড়ি লিখেছেন, আমি সেটি মনে রেখে অমন লিখেছি।
তবে সিঁড়ি তো চন্দ্রবিন্দু দিয়েই হয়।
স্মৃতির জাবর কেটেই জীবন পার, জীবন তো এমন ই।
ভাল থাকবেন।
রেজওয়ানা কবির
ভালো লাগল। শুভকামন।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
সৌবর্ণ বাঁধন
ভালো লাগল উপমার রেশ।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ দিলাম।
নিতাই বাবু
সিনেমা যখন চোখে জ্বালা ধরায়
গরম কফির মজা জুড়িয়ে যায়
কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি
মনে হয় বাবা যদি বলত আমায়
আয় খুকু আয়
আয় খুকু আয় খুকু আয়!
আপনার কবিতাগুলো যখন পড়ি, তখন এসব গানগুলো মনে পড়ে যায়!
আশা করি গানটা শুনবেন!
ছাইরাছ হেলাল
এটি আমার খুব প্রিয় গান, অবশ্য ই শুনেছি, শুনব।
ভাল থাকবেন।
আরজু মুক্তা
আজকাল স্মৃতি ভালোই পাখা মেলছে
ছাইরাছ হেলাল
কী করুম!!
সম্বল তো কম্বল খানি!!
ভাল থাকবেন।
তৌহিদ
এটি আপনার ৬০০ তম পোস্ট ভাইজান! অভিনন্দন আপনাকে।
ছাইরাছ হেলাল
আহা, কত খেয়াল রাখেরে!! ভাই আমার।
অনেক ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
চমৎকার ভাবনা কবি দা
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন আপনি।
ইঞ্জা
ছয়শতাধিক পোস্টের জন্য অভিনন্দন ভাইজান, যদিও লেখা গুলো বারে বারে মাথার উপর দিয়ে যাই, যাওয়ারই কথা, আমার মতো আদার ব্যাপারি কিভাবে বুঝি কুবিরাজের মায়া? 😊
শুভকামনা ভাইজান।
ছাইরাছ হেলাল
ধুর কী না কী কন!!
আপনারা আছেন বলেই তো লিখি, লিখে যাচ্ছি। ভাই।
সাবিনা ইয়াসমিন
আপনার তাহলে কি চাই?
স্মৃতি আউড়ে আপনার অবস্থা দেখি স্মৃতির মাঝে ঘুরপাক খাচ্ছে। কবে বের হবেন এগুলো থেকে?
ঝিম ধরা লেখা আর ভালো লাগছে না কিন্তু মহারাজ, 🙄🙄
ছাইরাছ হেলাল
চাওয়া পাওয়ার হিসেব লেখায় লেখা থাকে না।
পাঠকের মতামত (ভাল-মন্দ)দেয়ার ক্ষমতা অবাধ/অগাধ।
ইদ মিলনানন্দ, স্মৃতিরা জেগে থাকে সরু চোখে, সঞ্চয়ের স্বপ্ন-স্বর্গ
আসলে আমার ৬০০ পোস্টকে উপলক্ষ্য করে এই তিনটি স্মৃতি চারণ। পেছেন ফিরে তো তাকাতেই হয় ,তাকাই ও।
কত পেয়েছি কত হারিয়েছি তা তো মুছে ফেলার নয়।
স্মৃতি কথা শেষ, আপাতত।
সব লেখায় কী আর ফালাফালি থাকে! নাকি হয়!!
ভাল থাকুন।
জিসান শা ইকরাম
স্মৃতিরা থাকবে লেপটে সাথে সাথেই।
ছয় সেঞ্চুরী পোস্টের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।
ছাইরাছ হেলাল
স্মৃতি/অতীত একমাত্র কঠিন সত্য, যা এড়ানোর কোন সুযোগ নেই।
লেখা চালু রেখেছে বিধাতা।
ধন্যবাদ।
উর্বশী
প্রথমে জানাই অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।বিশাল মাইল ফলক সৃষ্টি করেছেন ছয়শতাধিক পোস্টের অধিকারী হিসাবে।
দ্বিতীয়ত স্মৃতি নিয়ে আপনার দারুন কারুকাজ বলার অপেক্ষা রাখেনা।
তৃতীয়ত যে লেখার মাঝে অন্য যে কেউ মিশে যেতে পারে সেটাই তো সঠিক,বড় মাপের লেখা।
নীলাকাশ ছুঁয়ে জ্যোৎস্না প্লাবিত কাশবন
বয়ে যাওয়া ধানসিঁড়ির স্তব্দ নিস্তব্ধতার
কত গল্প কত স্মৃতি, বৃষ্টি ধোয়া সবুজের মৃদু বাতাস।
এই তিন লাইন সোনালী, , রুপালী স্মৃতির ফুলঝুরি ।
সম্পূর্ণ লেখাটি অতুলনীয়। আপনার লেখা তো এমনিতেই দারুন বিশ্লেষণধর্মী। ভাল থাকুন,অফুরান শুভ কামনা সব সময়।
ছাইরাছ হেলাল
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে বিশ্লষনের জন্য।
সবার সহযোগিতার আজ এখানে পৌঁছুতে পেরেছি, কৃতিত্ব আপনাদের-ই ।
অনেক অনেক ভাল থাকবেন।