প্রথম রাতের কুঁড়ি ফুল মাড়িয়ে গেলো সম্পর্ক
মেয়ে তুমি মানতে পারোনি ?
এ তোমার ব্যার্থতা।
সম্পর্কের বুনোটে ছিল অবিশ্বাসের মায়াজাল
মেয়ে তুমি বুঝতে পারোনি?
এ তোমার ব্যার্থতা।
শরীরের বন্ধনে দিবারাত্রি মিশে ছিল ঘুন পোকা
মেয়ে তুমি স্পর্শ পাওনি?
এ তোমার ব্যার্থতা।
গলার রগ ফুলিয়ে কেউ তোমার অস্তিত্বকে গালি দেয়…
এইতো ঠিক এখানেই, সেই আদিম সম্পর্কটা দাঁড়িয়ে ঠাই।
মুখে তার আজন্ম কুলুপ আঁটা
বুলি গুলো সে জঠরে ফেলে এসেছে জন্মলগ্নে…
সন্মুখে তার বিবস্ত্র ভালোবাসা
বিচার মেলে না।
মেয়ে তুমি প্রতিবাদী, এ তোমার গুন নয়…
নত হও, মেনে নিয়ে সকল ব্যার্থতা সফল হও।
কিন্তু না…
মেনে নিয়ে সকল দায়, মেয়েটি আজো প্রতিবাদী।
নিজের পুরো অস্তিত্ব বুকে জড়িয়ে সে আকাশ দেখে
খোলা আকাশ ।
কোল জুড়ে তার আজ নিজের রংধনু।
২৮টি মন্তব্য
ওয়ালিনা চৌধুরী অভি
নেটের স্পীড এত কম যে পেইজ লোড হতে অনেক সময় লাগছে। ভোরে সবার পোষ্ট পড়া হবে। শুভ রাত্রি।
সাইদ মিলটন
কিছু কমুনা, কইলেই তো তাল্গাছ দেখায় দিবেন :/
ওয়ালিনা চৌধুরী অভি
সোনেলাও তালগাছ ময় হয়ে গিয়েছে।
ছাইরাছ হেলাল
রংধনু কোলে নিয়ে পৌছে যাব সোনালী স্বপ্নদ্বারে,প্রতিবাদ করেই, নত না হয়ে।
নিয়মিত লেখা পাচ্ছি আপনার ভাবতেই ভালো লাগছে।
ওয়ালিনা চৌধুরী অভি
চেষ্টা করেও নিয়মিত হতে পারলাম কোথায়? মাঝে মাঝে মাঝে নিয়মিত বলা যায় 🙂
বন্য
বেশ চেনা চেনা মনে হচ্ছে কবিতার চরণগুলো, কোথায় যেন একবার চোখ পড়েছিলো। যদি ভুল না হয় ফেবুতে হতে পারে যাইহোক এমন একটি বোধের কবিতায় মুগ্ধ হলাম। জীবনের অসহায়ত্ব, অযাচিত ত্যাগ আর কালো মেঘের ঘর্ষণের পর ব্যর্থতার ভারে নুয়ে পরা কায়ার কোলে তার রংধনু প্রতিবাদী হতে শেখায়। প্রথম তিনটি স্তবকের শ্লেষ অসাধারণ। বিশেষ করে
প্রথম রাতের কুঁড়ি ফুল মাড়িয়ে গেলো সম্পর্ক
শরীরের বন্ধনে দিবারাত্রি মিশে ছিল ঘুন পোকা
মেয়ে তুমি স্পর্শ পাওনি?
উপরের শ্লেষমাখানো চরণগুলো অনেক ভালো লেগেছে কবি। অভিনন্দন আপনাকে, এমন কবিতার আরো চাই।
ওয়ালিনা চৌধুরী অভি
আমার ফেইসবুকে দেখেছেন হয়ত। ধন্যবাদ আপনাকে।
মেহেরী তাজ
কিন্তু না…
মেনে নিয়ে সকল দায়,
মেয়েটি আজো প্রতিবাদী।
নিজের পুরো অস্তিত্ব
বুকে জড়িয়ে সে আকাশ দেখে
খোলা আকাশ ।
কোল জুড়ে তার আজ নিজের রংধনু।
খুব ভালো লেগেছে খুব। বিশেষ করে এই স্টেপ টা। 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
নিজকে এভাবেই গড়ুন মেহেরী তাজ। নইলে পেয়ে বসবে আপনাকে সবাই।
মোঃ মজিবর রহমান
কিন্তু না…
মেনে নিয়ে সকল দায়, মেয়েটি আজো প্রতিবাদী।
নিজের পুরো অস্তিত্ব বুকে জড়িয়ে সে আকাশ দেখে
খোলা আকাশ ।
কোল জুড়ে তার আজ নিজের রংধনু।
ভাল লাগলো।
ওয়ালিনা চৌধুরী অভি
পড়েছেন বুঝতে পেরেছি।
মরুভূমির জলদস্যু
চিরায়ত বাংলার নারী
ওয়ালিনা চৌধুরী অভি
বাংলারই।
জিসান শা ইকরাম
এভাবেই প্রতিবাদী মেয়ে হয়ে থাকুন
খোলা আকাশ দেখুক সে, যা তাঁর নিজের আকাশ।
আপনি ভালো লেখেন বরাবরই ।
ওয়ালিনা চৌধুরী অভি
প্রতিবাদ ম্যালা দামী।
এখানে অনেকেই এর থেকেও ভাল লেখে।
শুন্য শুন্যালয়
মুগ্ধ হয়ে গেলাম আপু। শেষের লাইনটা সত্যিই কথা থামিয়ে দেয়ার মতো। এমনি করে নিজের আকাশ দেখুন। গুনী, সফল মেয়েদের মতো নিজেকে নিজে ঘৃনা করার চেয়ে অসফলতাই ভালো।
ওয়ালিনা চৌধুরী অভি
রংধনু দেখতে ভালই লাগে।এখানে কিছু রং আছে যা বাইরে থেকে দেখা যায় না।
আপনিও ভাল লেখেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কোল জুড়ে তার আজ নিজের রংধনু।
কি সুন্দর আনকমন বাক্য।
ওয়ালিনা চৌধুরী অভি
এ এমন বেশি আনকমন না।
ব্লগার সজীব
অদ্ভুত সুন্দর লেখা একেই বলে। আপনাকে শুভেচ্ছা আপু।
ওয়ালিনা চৌধুরী অভি
হা হা । আপনাকেও শুভেচ্ছা।
লীলাবতী
কিন্তু না…
মেনে নিয়ে সকল দায়, মেয়েটি আজো প্রতিবাদী।
নিজের পুরো অস্তিত্ব বুকে জড়িয়ে সে আকাশ দেখে
খোলা আকাশ ।
কোল জুড়ে তার আজ নিজের রংধনু।……… আপু শ্রদ্ধা আপনার প্রতি।
ওয়ালিনা চৌধুরী অভি
আচ্ছা শ্রদ্ধা নিচ্ছি। মজার লেখা পড়তে চাই।
নুসরাত মৌরিন
কবিতাটা পড়ে চুপ করে ছিলাম কিছুক্ষন।একটা মেয়ের অনেকটা এই কবিতা জুড়ে…।শেষ পর্যন্ত যারা প্রতিবাদী হতে পারে আকাশটা তাদেরই কোল ভরে দেয় সাত রঙা রংধনু।
খুব ভাল লাগলো আপু।
ওয়ালিনা চৌধুরী অভি
রংধনুর অনেক দায় ,অনেক।
অরণ্য
ভালো লাগলো। আপনার লেখায় ধার আছে বেশ।
ওয়ালিনা চৌধুরী অভি
আছেতো।
নওশিন মিশু
“কোল জুড়ে তার আজ নিজের রংধনু”
হুম… নিজের একটা রংধনু থাকা খুব বেশি দরকার।