এই শহরের ঝুম বৃষ্টির দিনে
ডায়েরিতে লিখে রাখি
“এখানে আজ খুব বৃষ্টি হচ্ছে”
এর মানে, তোমায় খুব মনে পড়ছে।
ইদানিং যেদিকে চাই গাছ কিংবা পথ
কেবলই সবুজ, লাল আর হলুদ
তাই আজ লিখলাম, “প্রকৃতি এখানে অন্যরূপে সেজেছে”
এর মানেও কিন্তু, তোমাকে খুব মনে পড়ছে।
সেন্ট্রাল পার্কের হলুদের মাঝে তোমাকে খুঁজেছি খুব
লাল কৃষ্ণচূড়ায় ছেয়ে থাকা প্রিয় মিশন রোড
আমার কৈশোরের চড়ুইভাতি’র মেঘনার চর
খুঁজেছি হন্যে হয়ে, প্রিয় হাজী মহসিন রোড
ভালোবাসা তোমায়, খুঁজে ফেরা প্রিয় চাঁদপুর শহর।
সেন্ট্রাল পার্ক, নিউইয়র্ক
৮ নভেম্বর ২০১৫ ইং
২৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
প্রিয় কিছুকে মনে পড়বেই,
যেখানেই থাকুন
যেভাবেই থাকুন
বেহুদা কোথায়? বেহুদা হলে এমন কবিতা হত নাকি?
কবিতায়ও সেই মায়া।
রিমি রুম্মান
যখন যেখানে, তখন সেখানে মানিয়ে নেওয়াই উত্তম। সেই ভাবনা থেকেই বলা… বেহুদা শব্দটি। যদিও আমরা মানিয়ে নিতে পারিনা। ভাল থাকুন। শুভকামনা। -{@
তানজির খান
বেঁচে থাকা মানেই স্মৃতি ঘেরা পথ।তারপরও কিছু মানুষ ভুলে যায়, কিছু মানুষ ভিন্নরকম হয়। কবিতা খুব ভাল লেগেছে। শুভ কামনা রইল।
রিমি রুম্মান
শুভকামনা আপনাকেও। ভাল থাকুন, নিরাপদ থাকুন।
আবু খায়ের আনিছ
আমার এক প্রবাসী বন্ধু বলে, দেশে ছেড়ে না গেলে নাকি দেশের মর্ম বুঝা যায় না, আবার আরেক প্রবাসী বন্ধু বলে, জীবনে এই কাজ কখনো করিও না নিজের দেশ ছেড়ে অন্য দেশে কখনো যাবে না।
তবে নিরবে শুধু শুনি তাদের কথা, আর মনকে বলি, আমি আমার গ্রামকে ছেড়ে এসেছে এটাই আমার মন মানতে চায় না আর দেশ।
শুভেচ্ছা নিবেন। -{@ -{@ -{@
রিমি রুম্মান
এই প্রবাসে আসার পরও প্রথম যে রুমটিতে জীবন শুরু করি, পরবর্তীতে বড় বাড়িতে উঠার পরও মন পড়ে থাকে সেই ছোট্ট রুমটির মাঝে। আর দেশ, জন্মস্থান, বেড়ে উঠার জায়গাগুলো ___ এসব ছেড়ে আসা’র মত বড় ত্যাগ আর কি হতে পারে ? জীবনের প্রয়জনে, বাস্তবতার প্রয়োজনের এই বিচ্ছেদ বড় বেশি নির্মম। ভাল থাকবেন। শুভকামনা। -{@
আবু খায়ের আনিছ
ত্যাগ সবই বড়, কোনটা ছোট নয়। যার যার অবস্থান থেকে।
মরুভূমির জলদস্যু
-{@ ইদানিং যেদিকে চাই গাছ কিংবা পথ
কেবলই সবুজ, লাল আর হলুদ -{@
প্রকৃতির এই রূপ আমরা দেখতে পাইনা।
রিমি রুম্মান
প্রকৃতির অদ্ভুত সুন্দর সব রূপ আমরা দেখি এই শহরে সব ঋতুতেই। যেমন শীতের সময় গাছগুলো দাঁড়িয়ে থাকে কঙ্কালসার হয়ে। সেই সময় তুষারপাত হলে সাদা তুলা তুলা তুষারে গাছগুলো ছেয়ে থাকে। বসন্তের শুরুতে শুধুই ফুলে ফুলে ছেয়ে থাকে প্রকৃতি। গ্রীষ্মে ফুল সব ঝরে গিয়ে গাছগুলো পাতায় পাতায় ভরে থাকে। প্রকৃতি তখন কেবলই সবুজ আর সবুজ। শীতের আগে সেই সব সবুজেরা হলুদ, লাল, বাদামি রূপ ধারন করে অদ্ভুত এক রঙিন প্রকৃতিতে রুপান্তরিত হয়। এখন অবশ্য সেইসব ঝরে গিয়ে চারিদিকে শুধুই ঝরাপাতা আর ঝরাপাতা…
ছাইরাছ হেলাল
বাহ্, এ যাত্রায় নস্টালজিক উপস্থাপনা।
প্রিয় কিছু বা প্রিয়দের ই আমরা ই আমার খুঁজি।
ছবি তো দেখছি উড়ুক্কু কাউকে,
ধন্যবাদ।
রিমি রুম্মান
মানুষ হয়ে জন্মেছি আমি…
তবে, পাখীর মত মন… 🙂
লীলাবতী
প্রিয় শহর,স্মৃতির শহরকে মনে পড়বেই পড়বে,যেখানেই থাকি না কেন।সুন্দর উপস্থাপনা।আপনার ফটোতে আপনার খুশী দেখা যাচ্ছে আপু -{@
রিমি রুম্মান
প্রকৃতির রঙিন রূপে মুগ্ধতায় উড়ছি… ভাসছি… 🙂 -{@
ব্লগার সজীব
স্মৃতিতে সুন্দর সময় গুলো এসে দাঁড়াবেই আপু।বিভিন্ন ঘটনা আপনার মত এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন,এমন টা দেখিনি আমি। -{@
রিমি রুম্মান
আমার শহরের মিশন রোডে রাস্তার দু’ধারে কৃষ্ণচূড়া ছিল। লাল পাপড়িতে পিচধালা কালো পথকে মনে হত যেন লাল কার্পেট মোড়ানো। সেন্ট্রাল পার্কের রূপ আমায় সেই পুরানো দিনে ফিরিয়ে নিলো যেন ।
ভাল থাকুন। নিরাপদ থাকুন। শুভকামনা। -{@
নীতেশ বড়ুয়া
বর্তমানে থেকেও কি করে স্মৃতির সাথে সুন্দর অবস্থান দেখানো যায় তা সব সময়েই আপনার পোস্টে ফুটে উঠে।
আপনার লিখা মানেই স্মৃতির একটা জগৎ। 😀 -{@
রিমি রুম্মান
ফেলে আসা স্মৃতিগুলো মনে পড়ে যায়… (গান গাই 🙂 )
বনলতা সেন
লেখার সাথে ছবি? দুজনে দুজনার।
রিমি রুম্মান
শুভকামনা নিরন্তর। -{@
অরুনি মায়া
ভালবাসা এমন ই হয় আপু | হারিয়ে যাওয়া প্রিয় মানুষ টিকে আমরা এভাবেই খুঁজে মরি প্রতিটি পদে পদে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ,,,
এ খোঁজার শেষ নেই,,,
রিমি রুম্মান
হারিয়ে যাওয়া মানুষ, হারিয়ে যাওয়া সময়, হারিয়ে যাওয়া শহর… শৈশব __ খুঁজে ফিরি ইট পাথরের এই শহরের আনাচে কানাচে, সেন্ট্রাল পার্কে…
-{@
নীলাঞ্জনা নীলা
রিমি আপু মন বিষণ্ণ হয়ে গেলো। টান পড়ে আমারও ওখানে ওই শমশেরনগরে।
বৃষ্টি এলেই মন ছুটে যায় মামনি-বাপির কাছে। ভালোবাসাটা এখানেই শুদ্ধতা ছড়ায়।
বেড়িয়ে যাও আমার কাছে। ভালো লাগবেই এটুকু জানি। -{@ (3
লেখা তোমার সবসময়ই (y)
রিমি রুম্মান
অনেক শুভকামনা নীলা’দি।
ভাল থাকো সবসময়। (3 -{@