
শুনেছি চোখের পদ্মা, মেঘনা , যমুনায় যুগপৎভাবে স্বর্গ-নরক ভেসে উঠে ডুবুরীর বেশে-
গভীর অতল থেকে সুখ-দুঃখ, কান্না-হাসি মুঠোয় ভরি।
বেনামী সম্পর্কগুলো স্রোতের পেন্ডুলামে অজানা ঘাটে নোঙর করে;
আবেগের চিরস্থায়ী বন্দোবস্ত হয় হৃদয়ের গহীন অরণ্যে।
আধেক রাতে স্মৃতির পসরা নিরবতা ভেঙ্গে হাঁকডাক ছাড়ে-
পড়ে থাকা সময়কে প্রকম্পিত করে তুলে নিদ্রাহীন চোখের ঝাউবন ছুঁয়ে থাকা সীমান্তে;
অন্তিম পথের সিঁড়ি বেয়ে স্বর্গে পাড়ি জমায়- তবুও নরকবাসী।
নিরাকার জলধারা স্বর্গের আকার ধারণ করে মেয়াদোত্তীর্ণ জলপাত্রে-
ব্যর্থতার ধূলো জমেছে চাওয়া-পাওয়ার আবাসনে;
পৃথিবী আজ কলঙ্কিত স্বর্গ-নরকের দাবার বাক্সে-
তবুও তোমার ঠোঁটের আঙ্গিনায় স্বর্গ খুঁজে পায় বেনামী প্রেমিকা।
ছবি-গুগল
রচনাকাল- ১১ই জানুয়ারী ২০২১
৩২টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর শৈলীতে বেশ চিত্তছোঁয়া নিবেদন।
অনিন্দ্য শব্দ চয়ণ ও উপমার শৃঙ্খল।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম একরাশ প্রিয় কবি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রথম মন্তব্যের জন্য অভিনন্দন আপনাকে 🌹🌹। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য। শুভ রাত্রি
পপি তালুকদার
“পৃথিবী আজ কলঙ্কিত স্বর্গ -নরকের দাবার বাক্সে -“এই লাইনের মাঝে যেন খুজে পাওয়া যায় নিদারুণ বাস্তবতা। চমৎকার উপমা।নিরন্তর শুভকামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ রাত্রি
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির প্রকাশ কবি দিদি অনেক শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
অশেষ ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ রাত্রি
তৌহিদ
কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর! প্রেমজুয়ারীরা প্রেমের সাথে দাবা খেলে যাচ্ছে, অথচ প্রেম বলে কিছুই নেই সব ধোঁয়াশা।
চমৎকার লিখেছেন দি ভাই। শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আপনার অনুপ্রেরণা সবসময়ই মুগ্ধ করে। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। শুভ রাত্রি
ফয়জুল মহী
সুদীপ্ত শব্দ অলংকরণে অনন্যসুলভ উপস্থাপন ।
একরাশ শুভেচ্ছা একরাশ ভালোবাসা ।
সুপর্ণা ফাল্গুনী
আপনার জন্য অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। শুভ রাত্রি
রেজওয়ানা কবির
এত সুন্দর ভাষায় লিখেন কবিতা আপু, সত্যি মন ছুঁয়ে যায়। প্রত্যেক শব্দচয়ন ও অসাধারন। প্রেম বলে কিছু নেই আবার কিছু আছেও হয়ত। শুভকামনা দিদি।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই! প্রেম পেলে আছে না পেলে নাই। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। নিরন্তর শুভকামনা। ভালো থাকবেন সবসময়। শুভ রাত্রি
প্রদীপ চক্রবর্তী
পৃথিবী আজ কলঙ্কিত স্বর্গ-নরকের দাবার বাক্সে-
তবুও তোমার ঠোঁটের আঙ্গিনায় স্বর্গ খুঁজে পায় বেনামী প্রেমিকা।
খুবি মর্মার্থ লেখনী।
আমরা তো রোজ প্রেমিক বেশে দাবার ঘুটির থাবায় রাজা হতে চাই।
সব প্রেম প্রেম নয়!
কিন্তু আমার কাছে মানে প্রতিমূর্তি স্বরূপ। তাকে আপনমনে সাজাতে হয় রূপ দিতে হয়।
.
বেশ লিখেছেন, দাদা।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞ। তবে আমি কিন্তু দিদি 🤣🤣🤣। অফুরন্ত ধন্যবাদ ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ রাত্রি
মনির হোসেন মমি
সত্যি সত্য প্রকাশে আপনার জুড়ি নেই।পৃথিবী ধর্মের গ্যারাকলে বন্দি।প্রেম ভালবাায় আজ বিশ্বাসের জোর নেই। চমৎকার প্রকাশ।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এতো সুন্দর করে বলার জন্য কৃতজ্ঞ। নিরন্তর শুভকামনা রইলো। শুভ রাত্রি
মোঃ মজিবর রহমান
করি কি আর হয় কি বুঝি না আমি।
সবাই নিজ গণতন্ত্রে বিশ্বাসী তাই হইতো ধরায় সব অমংগলের আগমণ। শত কষ্ট, ব্যথার মাঝেও খুজি একান্ত আপঞ্জনের আলিংগনএর ইচ্ছে পোষণ।
কাব্যময় সত্য প্রকাশ আপনার মজ্জাগত সাহস দিদি ভাই। শুভেচ্ছা রইল।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ভাইয়া। আপনাদের অনুপ্রেরণা ও সাহসে পথ চলি। ঈশ্বর সহায় হোন। ভালো থাকুন নিরাপদে থাকুন
নবকুমার দাস
সুন্দর লেখা দিদিভাই । খুব ভালো লাগলো ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
স্বপ্ন গোধূলি
প্রেম হলো পরশপাথরের মতো। যে পায় সে সার্থক যে হারায় সে হয় উন্মাদ। চমৎকার কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
খুব সুন্দর বলেছেন। আপনার প্রথম মন্তব্য আমার পোষ্টে, খুব ভালো লাগলো। স্বাগত আপনাকে আমার পাতায়। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শুভ কামনা অবিরাম
রোকসানা খন্দকার রুকু
পাওয়া না পাওয়া মিলেই প্রেম। কেউ পায় কেউ পায়না।
আপনার কবিতা বরাবরই সুন্দর হয়। শুভ কামনা দিদিভাই🥰🥰
সুপর্ণা ফাল্গুনী
আহ্ কি যে ছাইপাশ লিখি তা আমিই জানি। আপনাদের মতো যদি লিখতে পারতাম তাহলে তো হতোই 😭😭। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই 🥰🥰 ভালোবাসা অবিরাম।
জিসান শা ইকরাম
কিছু সম্পর্ক থাকে বেনামী, যার কোনো নাম দেয়া যায়না।
চমৎকার শব্দের বুননে কবিতা অনেক ভালো লেগেছে।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা ভাই অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে খুব খুব ভালো লাগলো। আশা করি এখন থেকে নিয়মিত পাবো 🙂🙂। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
আরজু মুক্তা
স্বর্গ ঠিকেই বলেছেন অল্প চাওয়া পাওয়ার মাঝে মিলে। পঙ্কিল পৃথিবীতে মন দিয়ে খুঁজে বের করতে হবে।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ রাত্রি
শামীনুল হক হীরা
সত্যি অসাধারণ একটা লেখা পাঠ করলাম।। মুগ্ধ হলাম।। শুভকামনা রইল। ভাল থাকবেন সবসময় সপরিবারে।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা। শুভ রাত্রি
ছাইরাছ হেলাল
হাজার-বিজার ঠোঁটগুলি চেয়ে থাকে/জেগে থাকে অহোরাত্রি
মিলাবে মিলিবে মুখোমুখি শান্তি আর হুঙ্কারে
ঘুমোবার আগে প্রতিদিন-প্রতিরাত্রি,
নিদ্রার জাগরণে, বন্ধুত্বহীন নেভানো বাতিতে।
এত কম কম লিখলে কীভাবে কী-হয় কে জানে!!
সুপর্ণা ফাল্গুনী
😍😍😍😍। আপনি নাই তাই এমন অনুপ্রেরণা কে দিবে!! ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অফুরন্ত। আশীর্বাদ করবেন যেন নিয়মিত লিখতে পারি