
স্বচ্ছ ঝকঝকে তকতকে নীলাকাশের চাদরে
মেঘেদের অভিসার-উচ্ছলতা ঋতুদের পরিভ্রমণে,
এ যেন ফিরে পাওয়া প্রত্যয় সাফল্য
রৌদ্রদের দাঁত কিড়মিড় তীব্র হলাহল এড়িয়ে;
হৃদয়ের স্থিত আদিম আর্দ্রতায়, প্রমিত করি চিরন্তন সাথীরে
অনুরক্ত ভঙ্গিতে হৃদয়ের অলৌকিক নগরে;
বৃষ্টির নেই ধীর লয়ের পাশবিক দ্বৈরথ
ঘনীভূত বিষের হিস হিস ধ্বনি, হা-হুতাশ;
বৃষ্টির অবাধ সরোবরে
প্রহেলিকাদের পেছনে ফেলে, স্নিগ্ধ আলোয় আলোক-স্নাত
এ এক অলৌকিক বিমোহন বৃষ্টির ফোটা ফোটা জল
শার্সিগুলোয় আজ অবাধ চলাচলে, মুগ্ধতার দৃষ্টিতে;
সবুজের আচ্ছাদনে সজ্জিত অরণ্য প্রান্তরে, ফুলেদের রঙ প্লাবন
বিপুল বিস্তৃত বিন্যাসের প্রস্ফুটিত ফুলের রঙ মহলে।
মেঘ ফুড়ে বেরিয়ে আসা রূপোলী-বৃষ্টি অপেক্ষমাণতার প্রহর শেষে
মেলেছে স্ফটিক-ডানা প্রমোদ বিহারের আবেদনে,
লাবণ্যময়তার ডালি সাজিয়ে নান্দনিক ঐশ্বর্যে;
নিসর্গ-নির্মাণে গাঢ়-ঘনীভূত আহ্বানে।
ছবি নেট থেকে।
উৎসর্গঃ
কবি সাবিনা ইয়াসমিন, নামি নামি করে সোনেলায় তাঁর মাত্র দু’বছর!!
৪১টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
আমি ফার্স্ট 🙂
সাবিনা ইয়াসমিন
ওহহো!! এটা দেখি কবি সাবিনা ইয়াসমিনকে উৎসর্গ করা হয়েছে। আহারে, কেন যে আমি কবি হলাম না, তাহলে আজকে আমিও উৎসর্গের ভাগ পেতাম 😇😇
ছাইরাছ হেলাল
মানবের অসাধ্য কিছু নেই, লেগে থাকুন,
পাইলেও পাইতে পারেন কবির তকমা!!
ধন্যবাদ কবি!!
সাবিনা ইয়াসমিন
সমস্যাতো এখানেই!
মানবের অসাধ্য আর মানবীর সাধ্যর পরিধিটা এখনো অমিমাংসিত 😉
ছাইরাছ হেলাল
জ্বি!! তাই তো দেখছি, তাজ্জব কী বাদ!!
আলমগীর সরকার লিটন
লাবণ্যময়তার ডালি সাজিয়ে নান্দনিক ঐশ্বর্যে;
নিসর্গ-নির্মাণে গাঢ় ঘনীভূত আহ্বানে।———-চমৎকার কবি দা
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ পড়ার জন্য।
সুপর্ণা ফাল্গুনী
বৃষ্টির নান্দনিক সৌন্দর্যে সাবিনা আপুর পথ চলা হোক আরো আরো সমৃদ্ধ ও দৃপ্তিময় । বৃষ্টির নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ ও স্তম্ভিত হয়ে গেলাম। এ আপনার দ্বারাই সম্ভব। খুব ভালো লাগলো। ভালো থাকবেন অহর্নিশি
ছাইরাছ হেলাল
মুগ্ধ হৈছেন ভাল কথা, স্তম্ভিত কেডা করলো!!
আপনি/আপনাদের শুভ কামনা সাথেই থাকে।
অবিরাম চালু থাকবেন তিনি সেই আশাই করি।
আপনিও ভাল থাকবেন।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ সুপর্ণা দি 🙂
মনির হোসেন মমি
ফিরে পাক মন-প্রকৃতি তার চিরচেনা আপণ কোলাহল। বরাবরের মত অনবদ্য কাব্যিক ছোয়াঁ।
ছাইরাছ হেলাল
প্রকৃতি অবশ্যই ফিরে পাবে নিজেকে,
অনেকদিন পর আপনাকে পেয়ে অনেক অনেক ভালোলাগা।
নিরাপদে থাকুন, ভাল থাকুন। সবাইকে নিয়ে।
সুপায়ন বড়ুয়া
কবিতায় ও কবি সাবিনাকে উৎসর্গ করা যায়
তা আবার মহারাজের কবিতায়
বৃষ্টির নান্দনিকতায়।
ভাল লাগলো। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনাদের সবার উৎসাহে সামান্য চেষ্টা মাত্র।
ভাল থাকবেন আপনি।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দাদা 🙂
খাদিজাতুল কুবরা
“রৌদ্রদের দাঁত কিড়মিড় তীব্র হলাহল এড়িয়ে;
হৃদয়ের স্থিত আদিম আর্দ্রতায়, প্রমিত করি চিরন্তন সাথীরে
অনুরক্ত ভঙ্গিতে হৃদয়ের অলৌকিক নগরে;”
গ্রীষ্মের রোদের দাঁত কিড়মিড় শেষেে বর্ষায় বৃষ্টির স্নিগ্ধতা অনাবিল প্রশান্তির।
মানবজীবন ও তেমনি ঋতুবতী।
যথার্থ উৎসর্গ সাবিনা আপুকে।
আপনার লেখা বরাবরই ভালো লাগে।
ছাইরাছ হেলাল
বৃষ্টির স্বস্তি আমাদের চাই ই, তা কম বা বেশি, আর ঋতুর পরিক্রমার এটি একটি অংশ ও।
নিয়মিত পড়ছেন আপনি/আপনারা, তাই তো লিখতে পারছি।
ধন্যবাদ আপনাকে।
সাবিনা ইয়াসমিন
হৃদ-আঙিনায় আজ ঝরছে বৃষ্টি মুষলধারে
প্রতি ফোটায় ছলকে পড়ে উৎসবের আয়োজন,
ভেঁজা মাটির প্রাণে ছিলো যত সৌরভ
ক্ষণে-ক্ষণে বেজে উঠে কিন্নরী রাগে;
শুকনো পাতার দল ভুলেছে নিত্ত মর্মরধ্বণি
তালে-তাল মিলিয়ে তুলেছে সুর বৃষ্টির ছন্দে-আনন্দে,
যদি মাটিরা ভাষা পেতো
যদি হাওয়ায় ভাসানো যেতো উচ্ছ্বসিত কলোরব,
যদি বৃষ্টির ফোটায় লেখা যেতো জীবনের কাব্য
যদি অনুরক্তি ধরা দিতো রঙধনুর জমিন ছুঁয়ে..
তবে, প্রকৃতির কৃতজ্ঞতা প্রকাশ পেতো এই নিমজ্জিত বর্ষা-দিনে।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মহারাজ,
এমনি করেই স্বরণে রাখুন, স্বরণে থাকুন মহীরুহ-ছায়া হয়ে, মায়ার আদলে।
শুভ কামনা অনন্ত 🌹🌹
ছাইরাছ হেলাল
আদিগন্তের ছুঁয়ে যাওয়া গভীর সবুজ ভেজা গন্ধ গায়ে মেখে
নিঝুম হবে জোনাকির আলো স্বপ্নের মৃদু গুঞ্জনে।
আপনাকেও ধন্যবাদ, ভালো থাকুন ক্রমাগত।
রোকসানা খন্দকার রুকু।
কিছু বলার সাহস নাই।।।।।।।
ছাইরাছ হেলাল
সামান্য পানিপড়া খেয়ে নেবেন প্লিজ।
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
তিনি আমাদের স্বজন,
এমন লেখা তার জন্যই সাজে৷
দুই বছর পুর্তিতে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনি জানালেন বলে জানতে পারলাম। নইলে তো জানাই হতোনা।
ধন্যবাদ আপনাকে।
ছাইরাছ হেলাল
অবশ্যই তিনি সোনেলার পরীক্ষিত স্বজন।
এমন শভেচ্ছা তাঁর অবশ্যই প্রযোজ্য।
আমিও ও কী আর জানতাম! জেনেছি বলেই লিখে ফেলেছি দু’কলম।
নিরাপদে থাকুন।
সাবিনা ইয়াসমিন
@জিসান শা ইকরাম, ধন্যবাদ 🙂
নিতাই বাবু
কামনা করি, সাবিনা ইয়াসমিন দিদি যেন কবি মহারাজের কবিতার মতো উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে থাকুক অগ্রগতি মানুষের হৃদয়ের মনিকোঠায়। সোনেলা ব্লগে দুই বছর পূর্তিতে সাবিনা দিদিকে শুভেচ্ছা অভিনন্দন।
ছাইরাছ হেলাল
আমরাও আপনার মতোই তার উজ্জ্বলতা কামনা করি এই সোনেলা প্রাঙ্গনে।
ভাল থাকবেন আপনি।
সাবিনা ইয়াসমিন
@নিতাই বাবু, ধন্যবাদ দাদা 🙂
আরজু মুক্তা
প্রকৃতির পালা বদল কিন্তু চোখে পরছে। ভালো লাগলো লিখা।
সেই সাথে অভিনন্দন আপুকে
ছাইরাছ হেলাল
প্রকৃতি তার নিজ নিয়মের অধীন।
ভাল থাকবেন আপনি। ধন্যবাদ আপনাকে।
সাবিনা ইয়াসমিন
@আরজু মুক্তা, ধন্যবাদ আপু 🙂
ইঞ্জা
বৃষ্টির অবাধ সরোবরে
প্রহেলিকাদের পেছনে ফেলে, স্নিগ্ধ আলোয় আলোক-স্নাত
এ এক অলৌকিক বিমোহন বৃষ্টির ফোটা ফোটা জল
শার্সিগুলোয় আজ অবাধ চলাচলে, মুগ্ধতার দৃষ্টিতে;
মুগ্ধতা রয়ে গেলো কুবিরাজ ভাইজান।
ছাইরাছ হেলাল
অনেক অনেক ধন্যবাদ ভাই,
পড়ার জন্য শুভকামনা।
ইঞ্জা
শুভেচ্ছা ভাইজান
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন,ভাই।
সুরাইয়া পারভীন
যোগ্য কবিতা একজন যথার্থ যোগ্য মানুষের জন্য সৃষ্ট হয়েছে।
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো আপুর জন্য। দুই বছর শুধু নয় আরো দুইশ বছর তাঁর পদচারণায় মুখর থাকুক সোনেলার উঠান। ভালো থাকুক প্রিয় কবিরাজ, ভালো থাকুক প্রিয় কবিতা আপু
যুগ যুগ ধরে সবাই ভালো থাকুক
ছাইরাছ হেলাল
তাঁর যোগ্যতাই তাঁর সম্মান, আপনাদের স্মরণ করিয়ে দিলাম শুধু।
আপনি অনেক ভাল থাকবেন।
সাবিনা ইয়াসমিন
@সুরাইয়া পারভীন, ধন্যবাদ প্রিয় লেখক 🙂
তৌহিদ
সাবিনা আপু সোনেলার অন্তপ্রান শুভাকাঙ্ক্ষী। তাঁকে উৎসর্গ করে এমনন সুন্দর একটি কবিতা পড়ে আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেলো ভাইজান। সাবিনা আপুকে অভিনন্দন। সমস্ত বৈরীকতাকে পেছনে ফেলে তিনি এগিয়ে চলেছে আপন গতিতে। ঠিক আপনার লেখা এই কবিতার মত।
শুভকামনা সবসময়।
ছাইরাছ হেলাল
অবশ্যই সকল বৈরিতাকে পেছনে ফেলে সোনেলা এগিয়ে যাবে আপনাদের সবাইকে সাথে নিয়ে
এ কামনা আমাদের সবার। তিনি সোনেলা অন্তপ্রাণ একজন কবি।
নিরাপদে থাকুন।
সাবিনা ইয়াসমিন
@তৌহিদ ভাই, আপনারা আছেন বলেই আমি আছি। অনেক ধন্যবাদ সব সময়ে সাথে থাকার জন্য 🙂
তৌহিদ
ভালো থাকুন আপু।