স্বচ্ছ ঝকঝকে তকতকে নীলাকাশের চাদরে
মেঘেদের অভিসার-উচ্ছলতা ঋতুদের পরিভ্রমণে,
এ যেন ফিরে পাওয়া প্রত্যয় সাফল্য
রৌদ্রদের দাঁত কিড়মিড় তীব্র হলাহল এড়িয়ে;
হৃদয়ের স্থিত আদিম আর্দ্রতায়, প্রমিত করি চিরন্তন সাথীরে
অনুরক্ত ভঙ্গিতে হৃদয়ের অলৌকিক নগরে;

বৃষ্টির নেই ধীর লয়ের পাশবিক দ্বৈরথ
ঘনীভূত বিষের হিস হিস ধ্বনি, হা-হুতাশ;

বৃষ্টির অবাধ সরোবরে
প্রহেলিকাদের পেছনে ফেলে, স্নিগ্ধ আলোয় আলোক-স্নাত
এ এক অলৌকিক বিমোহন বৃষ্টির ফোটা ফোটা জল
শার্সিগুলোয় আজ অবাধ চলাচলে, মুগ্ধতার দৃষ্টিতে;

সবুজের আচ্ছাদনে সজ্জিত অরণ্য প্রান্তরে, ফুলেদের রঙ প্লাবন
বিপুল বিস্তৃত বিন্যাসের প্রস্ফুটিত ফুলের রঙ মহলে।

মেঘ ফুড়ে বেরিয়ে আসা রূপোলী-বৃষ্টি অপেক্ষমাণতার প্রহর শেষে
মেলেছে স্ফটিক-ডানা প্রমোদ বিহারের আবেদনে,
লাবণ্যময়তার ডালি সাজিয়ে নান্দনিক ঐশ্বর্যে;
নিসর্গ-নির্মাণে গাঢ়-ঘনীভূত আহ্বানে।

ছবি নেট থেকে।

উৎসর্গঃ
কবি সাবিনা ইয়াসমিন, নামি নামি করে সোনেলায় তাঁর মাত্র দু’বছর!!

৮২২জন ৪৬৫জন
0 Shares

৪১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ