
নিম তিতা, নিশিন্দা তিতা
তারো চেয়ে অধিক তিতা তোমার পোড়ামন।
মেঘ কালো, আঁধার কালো
তার চেয়ে বেশী কালো তোমার অন্তরাত্মা ।
বিষাক্ত নাগিনে যতটা না বিষ তার চেয়ে অধিক বিষ তোমার অন্তঃস্থলে।
যতটা দূর্গন্ধ মৃতশরীরে তার চেয়ে বেশী দূর্গন্ধ তোমার চিত্তপটে।
মনে রেখো একজন তোমায় ভালোবেসেছিল, শুধুই ভালোবেসেছিল।
বিনিময়ে শুধু তোমার হাসিমাখা মুখ খানি-
বুকের পাঁজরে বাক্সবন্দী করতে চেয়েছিলো।
তোমার কথার মায়াজালে বিভোর হয়ে-
স্বপ্নালোকে বসত গড়তে চেয়েছিল।
তোমার ঠোঁটের পাপড়িতে গোলাপের সুবাসিত মধু চেয়েছিলো।
তুমি তাতে হলাহল ঢেলে দিলে, অন্তরাত্মা কেঁপে উঠলো;
বিষের নীলে অন্তরিন্দ্রিয়ের বৃত্ত নীলাবরণ ধারণ করলো।
২৮টি মন্তব্য
নিতাই বাবু
এসব অমানুষগুলো চেনা বড় দায়! কিন্তু এঁদের হুবহু সত্যিকারের মানুষের চেয়েও বেশি সুন্দর মায়াবী দেখা যায়!
ভালো লাগলো আপনার কবিতাখানা।
সুপর্ণা ফাল্গুনী
হ্যাঁ এসব মানুষরূপী অমানুষকে চেনা বড় দায়। ধন্যবাদ দাদা। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
সুপর্ণা ফাল্গুনী
হ্যাঁ এসব মানুষরূপী অমানুষকে চেনা বড় দায়। ধন্যবাদ দাদা। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
ফয়জুল মহী
শ্রুতিপীড়াদায়ক ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো
মোঃ মজিবর রহমান
তোমার ঠোঁটের পাপড়িতে গোলাপের সুবাসিত মধু চেয়েছিলো।
তুমি তাতে হলাহল ঢেলে দিলে, অন্তরাত্মা কেঁপে উঠলো;
বিষের নীলে অন্তরিন্দ্রিয়ের বৃত্ত নীলাবরণ ধারণ করলো
কষ্ট দায়ক।
সুপর্ণা ফাল্গুনী
হুম ভাইয়া। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
ভালুবাসা বলে কিচ্ছু নেই, শুধুই নীল।
আপনি অবশ্য তিতা মন খেয়ে দেখেছেন!
চিরতার কথা কিন্তু বলেন-নি।
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা। চিরতার কথা ভুলেই গিয়েছিলাম। ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য।
সুপায়ন বড়ুয়া
“বিষাক্ত নাগিনে যতটা না বিষ
তার চেয়ে অধিক বিষ তোমার অন্তঃস্থলে।”
বিষাক্ত দুমুখো সাপ আর
মানুষ চেনা দায়।
মানুষ যে আজ বড় অসহায়।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন দাদা। ধন্যবাদ আপনাকে
প্রদীপ চক্রবর্তী
বিষে বিষাক্ত!
মানুষ চেনা বড়ো দায় আজকাল দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক দাদা। মানুষ চেনা বড় দায়। ভালো থাকবেন শুভ কামনা রইলো
কামাল উদ্দিন
আমাদের অন্তরটা দেখা যায় না, তাই সাথে না থাকলে বুঝা যায় না কার অন্তরে কতোটা বিষ রয়েছে। তবে মানুষের মাঝে মানুষ বিষবাস্প না ছাড়ালেই ভালো……..শুভেচ্ছা
সুপর্ণা ফাল্গুনী
সহমত পোষণ করছি। খুব সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
কামাল উদ্দিন
শুভ কামনা সব সময় আপু।
হালিম নজরুল
মধুর মানুষও কখনো কখনো বিষাক্ত হয়
সুপর্ণা ফাল্গুনী
হুম ঠিক বলেছেন। ধন্যবাদ ভাইয়া
তৌহিদ
মানুষের মনের বিষাক্ততা সবচেয়ে তেঁতো, নীল। তবুও আমাদের মানুষের সাথেই থাকতে হয়। কেউ ভালোবাসা পেলে বদলায় আবার সেই ভালোবাসায় কেই নীমপাতা হয়ে যায়!! অদ্ভুত আমরা।
লেখা ভালো লেগেছে আপু।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলো। শুভ কামনা রইলো
মনির হোসেন মমি
চিরতার চেয়েও তিতা মানুষের মন ওটাকে কী আর মন বলা যায় দিদি।দারুণ কথা মালায় ফুটিয়ে তুলেছেন বিষে ভরা মন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলো সুন্দর মন্তব্য পেয়ে। সত্যিই তাকে মন বলা যায় না কিন্তু ঐ মন নিয়েই তারা দিব্যি ভালো আছে। আর তিতার স্বাদ নিয়ে আমরা কষ্ট পাই
জিসান শা ইকরাম
আহারে, কি অবস্থা!
মানুষের অন্তরের বিষ সবচেয়ে ভয়ানক।
সুন্দর লিখেছ ছোটদি।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই তাই। এরচেয়ে বেশি তিতা আর কি হতে পারে, যে তিতায় অন্যের সব শেষ হয়ে যায়? ধন্যবাদ দাদা ভাই
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি দিদি
অনেক শুভেচ্ছা রইল—————
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন
সাবিনা ইয়াসমিন
আমরা চাই বা না-চাই বিষ আমাদের ভেতর ঢুকেই যায়। বিষাক্ত কোনো কিছুই ভালো না। সেটা ভালোবাসায় হোক বা মানুষে। এসব থেকে দূরে থাকাই শ্রেয়।
সব সময়েই ভালো লেখেন।
অনেক অনেক শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো লাগলো সুন্দর মন্তব্য। 😍😍 ভালো থাকবেন সবসময়