আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি
নিজেকে কেমন জানি স্যাঁতস্যাঁতে এবং অচেনা লাগে।
কিন্তু আয়না ঠোঁট নেড়ে বলার চেষ্টা করে
ওদিকের ওই মুখটা নাকি আমারই!
ভালো করে তাকিয়ে দেখি, কেমন কুৎসিত একটা চোখ!
গালের ঝুলে যাওয়া মাংসপিন্ড
ওটা আমি! অসম্ভব!! এ কি করে সম্ভব!!!
অনেক ভেবেছি, কি করে আয়নার ওই মুখ আমি হই?
তারপর আয়না থেকে নিজেকে সরিয়ে নিয়ে
হাত দিয়ে ছুঁয়েছি চোখ, নাক, ঠোঁট, চিবুক, কপোল—
জাপটে ধরে নিজেকে,
আঁচড়ে-খামচে রক্তাক্ত করে দেখেছি,
অনেক ব্যথা;
এ তো আমি-ই।
কৃষ্ণপক্ষে আকাশ জুড়ে মেলা থাকে তারা-নক্ষত্রের সামিয়ানা;
মায়াবী সৌন্দর্য মেখে রা্ত্রি আদর করে অন্ধকারকে–
আর আমার এই মুখশ্রী ভরা বিষাক্ত ব্রণ
ঢেকে রেখেছে সেই সুন্দরীতমার চিবুকের ভাঁজ, কপোলের টোল।
যে চিবুকে তুমি চুমু খেয়েছিলে,
যে কপোল তোমার স্পর্শে হাল্কা গোলাপী রাঙা হয়ে যেতো
আমায় লজ্জ্বাবতী করে তুলতো তোমার দৃষ্টি,
এই তো সেই গভীর কালো চোখ;
যে কখনো তোমার চোখে চোখ রাখেনি।
নাহ এ আমি নই!
কিছুতেই না!!
এ কে? চিনিনা এই মুখ।
পলক কেঁপে উঠছে কেন?
আমার ভয় করছে খুউব—
হ্যামিল্টন, কানাডা
৭ আগষ্ট, ২০১৫ ইং।
**মাঝে-মধ্যে এমন সময় আসে নিজেকে চেনা যায়না। এমনই এক সময়ের লেখা, আজ ঠিক তেমনই এক সময়ে মুক্তি দিলাম নিজেকেই।**
৭৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
মাঝে মাঝে নিজেকে কেমন অচেনা লাগে
মুখাবয়বে এর প্রভাব কিছুটা পরে।
অনেক সময় নিজেকে নিয়ে গভীর কিছু ভাবলেও নিজেকে অচেনা লাগে
আমি কে? এই প্রশ্ন নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছি নিজেকে…… ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন লাগে।
গভীর বোধ থেকে লেখায় অনেক ভালোলাগা জানালাম।
প্রবাসে ভালো থেকো সারাক্ষণ -{@ -{@
নীলাঞ্জনা নীলা
নানা অনেক আগের লেখা। কয়েক মাস খসড়ায় পড়ে ছিলো।
মানুষের জীবনে একেক সময়ে একেক রূপ। মন ভালো থাকলে আয়নার সামনে দাঁড়ালে এক রকম, কষ্ট নিয়ে দাঁড়ালে আরেক। তুমি ঠিক ঠিক ঠিক। ক্যামনে বুঝলা গো নানা? ;?
আমি সবসময়ই \|/
মাঝে-মধ্যে মেঘলা তো হবেই। ইয়েই তো জিন্দেগী হ্যায় নানা। 😀
পারলে নাচো কোমড় না ভেঙ্গে, জোরে হাসো কারো কান না ফাঁটিয়ে। :D)
স্বপ্ন
জিনা,আমাদের নীলাপুকে আমরা ঠিকই চিনি।আপনি অচেনা বললে হবে নাকি?লেখার মতই আমাদের নীলাপু সুন্দর -{@
নীলাঞ্জনা নীলা
আমাদের স্বপ্নটা আরোও অনেক সুন্দর। তাই সবসময় ও সুন্দরই দেখে সব।
স্বপ্নভাইয়া কি সেটা জানে? 🙂 -{@
ছাইরাছ হেলাল
আসলে নিজের মুখোমুখি হওয়ার মত কঠিন সাহস আপনি দেখিয়েছে আপনার
সুন্দর লেখায়, নিজেকে চেনা খুব কঠিন, আপনি লেখায় এ চেষ্টা এনেছেন দেখে
অবশ্যই ধন্যবাদ দিচ্ছি।
নীলাঞ্জনা নীলা
আপনার ধন্যবাদের জন্য অসংখ্য ধন্যবাদ।
আজ অব্দি কখনো নেগেটিভ কিছু বলেননি লেখা নিয়ে।
আজ পর্যন্ত যা কিছু আউলা-ঝাউলা লিখেছি এটি সবচেয়ে বাজে এবং জঘণ্যতম আমার কাছে।
সেটিকে সুন্দর বলে দিলেন, অবাকও হতে পারছিনা।
ভালো থাকুন কবি ভাই। 🙂
অরুনি মায়া
নিজের সাথে নিজের সম্পর্ক না থাকলে অনেক অনেক দিন পর আমার আমি কে অচেনা লাগে | চমৎকার লেখা টায় বিষন্নতার ছোঁয়া | আপু তুমি ভাল আছো তো ? 🙁 (3
নীলাঞ্জনা নীলা
অরুনি আপু ভালো না থেকে উপায় আছে? অতো গভীরতা যদি থাকতো মন খারাপে, তাহলে তো হয়েছিলো। সব না-পাওয়ায় গিয়ে ঠেকতো।
ভালো আছি, ভালো থেকো
আমার কথাটি মনে রেখো। 😀 -{@ (3
অরুনি মায়া
আমিও ভাল আছি ভাল থেক
সোনেলার ঠিকানায় চিঠি লিখ :p
নীলাঞ্জনা নীলা
অরুনি আপু,
প্রথমে আমার ভালোবাসা নিও।
তুমি কেমন আছো? কতোদিন তুমি আমাকে চিঠি লেখোনা।
তাই রাগ করেছি।
আজকের মতো শেষ করলাম।
উত্তর চাই-ই চাই।
ইতি
তোমার নীলা
অরুনি মায়া
নীলু ডার্লিং আমি চিঠি লিখতে পারিনি কারণ আমার কলমের কালি শেষ হয়ে গিয়েছিল | কি যে দারুণ কষ্ট তোমাকে ছেড়ে থাকা তা যদি তুমি বুঝতে! আমি পৃথিবীতে এসেছি শুধু তোমার জন্য |
ইতি ,
তোমারি আমি
:p
নীলাঞ্জনা নীলা
কি লজ্জ্বা! এভাবে লিখে আমাকে কেন এতো লজ্জ্বা দিচ্ছো গো তুমি?
তুমি পারো আমায় ছাড়া থাকতে, তাইতো এতো এতো লিখেও উত্তর পাইনা।
তাই অভিমান করে আর কিছু লিখিনা। কিন্তু আজ না লিখে পারলাম না।
তোমার হাতের মুঠোয় যা থাকে মিষ্টি মিষ্টি সুরে গান করে, ওটাকে চোখ দিয়ে চেয়ে দেখো, ওখানে আমিও আছি।
ইতি
তোমার নীলু ডার্লিং :p
অরুনি মায়া
তুমি আছ বলে মৌন কথোপকথন :p
তুমি আছ বলে পৃথিবী টা লাগে আপন
তুমি আছ বলে পাশে হীমেল স্নিগ্ধতা হাওয়ায় :p
তুমি আছ বলে পাশে সবই ভাল লাগে অবেলায়
তুমি আছ বলে জোনাকির গানে গানে চোখ মেলে চাঁদ উঠেছে
তুমি আছ বলে চুপি চুপি আজ সব বাগানে ফুল ফুটেছে,,,,,, :p (3
অরুনি মায়া
হুহ এটা গান
নীলাঞ্জনা নীলা
ইস। আমার জন্যে কেউ গান করেনি কোনোদিন। আমার জানের টুকরো গো প্রাণ-মন ভরিয়ে দিলে। -{@ (3
ব্লগার সজীব
নিজের মুখোমুখি হয়ে নিজেকে নিয়ে এমন লেখা খুবই কঠিন।নীলাপু ভালো আছেন তো আপনি?ভালো থাকুন এই কামনা করি।
নীলাঞ্জনা নীলা
ভাভু বাইয়া আমি খারাপ থাকবো কোন দুষখে? 😀
হায়রে মন খারাপ করা লেখা দেখি লেখাই যাবেনা। ;(
আমাকে কান্দিথে ধেয়া হুক। :D)
নীতেশ বড়ুয়া
আয়নায় প্রতিদিন মুখ দেখি কিন্তু নিজেকে দেখি না।
আর কিছুই বলার নেই।
নীলাঞ্জনা নীলা
আগে এই গানটা শুনুন দাদা। তারপর আসছি অন্য কথায়। পছন্দের একটি গান।
https://www.youtube.com/watch?v=cF7z0UvsjOc
নীলাঞ্জনা নীলা
ও দাদা নিজেকে দেখার কি দরকার? চুল দেখবেন আঁচড়ানো হলো কিনা। আপনি তো আর আমার মতো কাজল-আইলাইনার দেন না, যে চোখও দেখতে হবে 😀 :D)
নীলাঞ্জনা নীলা
https://www.youtube.com/watch?v=WjnnM1O3gaY
দাদা শুনুন।
নীতেশ বড়ুয়া
আপনার কবিতা তো আয়ানায় নিজেকে দেখার, নিজের বাইরের খোলসকে নয় 🙂
আমার চুল দেখারো দরকার হয় না :D)
নীলাঞ্জনা নীলা
ও দাদা এসেছেন? আহা কি আনন্দ আকাশে-বাতাসে 😀 \|/
নীতেশ বড়ুয়া
;( 🙁 🙂 😀 :D) \|/ :p
নীলাঞ্জনা নীলা
আবার ড্যান্স হচ্ছে। কোথায় গেলেন?
নীতেশ বড়ুয়া
আমি আর আমার মাঝে নেই, মানে গেস্ট এসে সব কিছুতেই তিনি :p তাই এই পেইজ অন থাকলে আমিই নেই 🙁
নীলাঞ্জনা নীলা
ওহ সেটা বলেন। আমিও অবাক ঘটনা কি? দাদাকে অন দেখি অথচ চুপ। আমি অবশ্য ভেবেছি আপনি ঘুমে।
যাক গেষ্ট কি এখনও আছেন? 😀
নীতেশ বড়ুয়া
গেস্ট আরো বেশ কিছুদিন আছেন :p
অবশ্য উনি থাকলে বেশ আনন্দেই কাটে, অনলাইনের হাসিটা আক্ষরিক অর্থে ফুটে উঠে আর কি :p
নীলাঞ্জনা নীলা
আহা এমন গেষ্ট আমার এখানে নেই। ;( ;(
নীতেশদা আক্ষরিক অর্থে আমি বড়ো আনন্দবতী মেয়ে। যদিও এখনকার আমার যারা বন্ধু, তারা আমায় বোঝেনা। মাঝে-মধ্যে কলেজের বন্ধুদের বলি, বকি এমন করেছি তখন তোরা বলিসনি কেন এটা করা ঠিক না? বলে আরে এটা তো এমন সিরিয়াস কিছু না!
অনেক রাত মাথা খারাপ হচ্ছে। কি থেকে কি বলছি ঠিক নেই। ^:^
পাগল তো ছিলামই, এখন কি আরো কয়েক গ্রেড উপরে উঠলাম? ;?
:D) :D) :D) :D)
নীতেশ বড়ুয়া
আমি তো সব সময়েই পাগল আর জানেন তো-পাগলেই বুঝে পাগলের কথা :D)
নীলাঞ্জনা নীলা
দেখি আমার চেয়ে কতো বেশী পাগল আপনি? 😀
নীতেশ বড়ুয়া
পাগলে পাগলে কম্পিটিশন করে লাভ নেই কারণ পাগলের না আছে উঁচু না আছে নীচু… সব একই লেভেলে-পাগল লেভেল :D)
নীলাঞ্জনা নীলা
আরে না। কমিউনিটি ক্লাশ করতে হয়েছিলো নার্সিং-এর সময়। কিছু থাকে যাদের সম্ভাবনা আছে ঠিক হবার। 😀 :D)
নীতেশ বড়ুয়া
আমি পাগলের সাথে থাকলে সেই সম্ভাবনা হচ্ছে ধূ ধূ বালিয়াড়ির বুকে এক কণা বালির মতোন :D)
নীলাঞ্জনা নীলা
আপনি মারাত্মক পাজি। :@
আপনাকে সুস্থ করতে হলে শুন্য আপু-পিচ্চি আপুকে দরকার এখন। :D)
নীতেশ বড়ুয়া
যাচ্ছি চলে :@
নীলাঞ্জনা নীলা
কোথায় যাবেন? যেতে দিলে তো! হিড়হিড় করে টেনে আনবো না? :D) :D)
লীলাবতী
ভয়ের কিছু নেই নীলাপু।আমরা আছিনা?নিজকে এমন করে দেখেন কিভাবে আপু?আয়নার সামনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করবো নিজকে।আপনি অন্য সবার থেকে আলাদা,শ্রদ্ধা জানাই আপনাকে -{@
নীলাঞ্জনা নীলা
লীলাবতীদিদি অবশ্যই ভয় নেই।
“নাই নাই ভয়, হবেই হবে জয়।”
দিদি আয়নায় দাঁড়িয়ে নিজেকে ভ্যাঁংচি কেটে দেখবেন, এত্তো মজা পাবেন।
পাগলামীতে পরিপূর্ণ আমার আমিটা। বুঝেছেন?
কিন্তু আমাকে কাঁদতে দেয়া হউক। কান্দতেও কি ট্যাক্স দিতে হবে? তাও দেবো। ;( ;(
লীলাবতী
আপনি এখানে বিনা ট্যাক্সে কাঁদতে পারেন।যত খুশী তত :p
নীলাঞ্জনা নীলা
সাধে কি আর বলে সবাই অনেক মায়া ওই মনে?
;( ;( ;( ;(
আচ্ছা কান্নায় তো সব ভেসে যাবে? ও দিদি জল ধরার বালতি টালতি কি আছে?
নীলাঞ্জনা নীলা
লীলাবতীদিদি অবশ্যই ভয় নেই।
“নাই নাই ভয়, হবেই হবে জয়।”
দিদি আয়নায় দাঁড়িয়ে নিজেকে ভ্যাঁংচি কেটে দেখবেন, এত্তো মজা পাবেন।
পাগলামীতে পরিপূর্ণ আমার আমিটা। বুঝেছেন?
কিন্তু আমাকে কাঁদতে দেয়া হউক। কান্দতেও কি ট্যাক্স দিতে হবে? তাও দেবো। ;( ;(
শুন্য শুন্যালয়
এই একটা গোপন কথা শুনবে? অপূর্ব মুখশ্রীর একটা মেয়ের গালে একটা ব্রণ, আমার বেশ লাগে 🙂
একদিন আয়নার সামনে দাঁড়িয়েই এমন ভয় খেয়েছ? আমিতো আয়নাই দেখিনা 😀
অদৃশ্য এক কবিতার লাইনকাটা যেন তোমাকে ঘিরে, তুমি অচেনা হতে পারো, তোমার কবিতা? উহু না।
আমরা সবাই নিজের কাছে অচেনা। যত্নে রেখো নিজেকে, তুমি তোমার নও, তুমি অন্যের।
নীলাঞ্জনা নীলা
আমি অন্যের? কার গো? ;?
আপু তুমি আমার ঘরে এলেই এতো আলো পাই, উফ তুম মুঝে কাব মার ডালোগি, তুমহে পাতা নেহি
তুমি আমার কি!
রঙ? নাহ! অনেক কিছু। জানো আপু আমার একটা নিজস্ব ইমো আছে, যা সবাইকে দেইনা। তোমাকে মনে মনে সেই আবেগী ইমোটা দিলাম আমার। -{@ (3
শুন্য শুন্যালয়
একজনের তো অবশ্যই নীলকন্যা। সেইযে তোমার ঘুম, ঢেউ, তোমার নীল, তোমার ফোস্কা।
ইমোটা না পেলেও তোমার আবেগ টা নিলাম আপু। লাভু ২।
তুমি আগায়ে হো নূর আগায়ে 🙂
তুমহে পাতা নেহি তুমি আমার কি! বাঃ দারুন ফিউশান 🙂 সেদিন মিলন হবে কতো দিনের সাথে অনুপমের হিন্দি ফিউশান শুনলাম দারুন লাগলো। শুনবে?
https://www.youtube.com/watch?v=o5iNbmDbViA
নীলাঞ্জনা নীলা
আপু গো এ কি শোনালে তুমি আমায়?
উম্মম্মম্মম্মম্মাআআআআআআ -{@ (3
শুন্য শুন্যালয়
বিকেলে এলেনা নীলাপু? আমি একাই ঘুরঘুর করলাম। মিস করেছি তোমায়। -{@
নীলাঞ্জনা নীলা
ইস। আবারও মিস। মরার ঘুম আমার বারোটা বাজায়। অনেক বছর আগে মরার ঘুমের জন্য আড্ডা মিস করেছিলাম। আজও তাই হলো। ধুত্তোর। 🙁
ও আপু আসো না গো। 🙁
মোঃ মজিবর রহমান
স্বপ্ন এবং বাস্তব অনেক আলাদা।
হ্যাঁ নিজেকে মাঝে মাঝে অজানাই লাগে।
হতে হয় অবাক!!!!!
নীলাঞ্জনা নীলা
“জানার মাঝে অজানারে করেছি সন্ধান
বিস্ময়ে তাই জাগে আমার গান।”
তাইতো আমরা অজানাকেই বেশী ভালোবাসি মজিবর ভাই। -{@
মোঃ মজিবর রহমান
অজানা কে জানতে
বা বুঝতে অনেক সাধনার
অনেক ত্যাগ লাগে।
তাই আমরা ঘুরি ভবের মায়ায়।
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই বেশ বলেছেন কথাটা।
তবে আমার একটা স্বপ্ন আছে হারিয়ে যাবার।
এও জানি একদিন এই স্বপ্নটা পূর্ণ হবে।
অপেক্ষায় আছি এখন সেই দিনের জন্যে।
ভালো থাকবেন। -{@
আবু খায়ের আনিছ
আয়নার সামনে দাড়িয়ে নিজেকে চিনতে খুব কষ্ট হয়, ভেতরের মানুষটা আমি নয়।
কখনো যদি এভাবে কেউ লিখতে বলে তাহলে হয়ত আমার কলম ভেঙে যাবে কিন্তু দুয়েক লাইন আর লেখা হবে না এমন করে।
মনে হচ্ছে বৃদ্ধ হয়ে যাচ্ছি, খুব অল্প বয়সেই।
নীলাঞ্জনা নীলা
আনিছ ভাই মন কখনো বৃদ্ধ হয়না। চাইলেও হতে পারেনা।
আরেকটি কথা আপনি যা লেখেন অমন তো আমাকে পেটালেও পারবো না লিখতে। 😀
আবু খায়ের আনিছ
কি যে বলেন আপু, আমার আবার লেখা।
আপনি, অরুনি আপু, হেলাল ভাই, নীতেশ দাদা, শূণ্য আপু কত সুন্দর কবিতা লিখেন। মন খারাপ থাকলেও ভালো হতে বাধ্য হয় আপনাদের লেখা পড়লে। সেই সাথে জিসান ভাই, সজীব ভাই এরা কত ভালো লিখে। আপনাদের সামনে ঠুনকো বাতাসে উড়ে যাওয়া শিমুল তুলো আমি।
নীলাঞ্জনা নীলা
আনিছ ভাই এই তো এলেন কথায়। একেক জন একেক রকম লেখনী। তাই না?
আবু খায়ের আনিছ
তা অবশ্যই।
আগুন রঙের শিমুল
দেখবে যেখানে ধ্বংসাবশেষ-
অর্থের আশা সেখানে অশেষ ।।
“Where there is ruin,
there is hope for a treasure.”
– মসনভী
আত্মদর্শন সুন্দর হয়েছে 🙂
নীলাঞ্জনা নীলা
বহুদিন পর আপনাকে দেখছি আমার পোষ্টে। সেই কয়েকবছর আগে। তবুও এই যে এলেন, তার জন্যে অশেষ ধন্যবাদ।
নীতেশ বড়ুয়া
🙁
নীলাঞ্জনা নীলা
কি হয়েছে মন খারাপ কেন দাদা? -{@ (3
নীতেশ বড়ুয়া
এমন লেখা দিলে 🙁 ;(
নীলাঞ্জনা নীলা
আজব তো আমি মন খারাপ করতে পারবো না? :@ :@
হায়রে ভগবান কই যাই! এখন কান্দবারও জায়গা নাই। ;( ;(
নীতেশ বড়ুয়া
;( ;( ;( না, করা যাবে না ;( ;( ;(
নীলাঞ্জনা নীলা
চুপ :@ :@ :@ :@
নীতেশ বড়ুয়া
🙁
মেহেরী তাজ
কি বলেন?? আমরা কিন্তু আপনাকে ঠিক চিনি। আমি তো চিনিই। আপনাকে চিনবো না এমন হতেই পারে না। সব সময় সব ভাবে আপনাকে চিনে নেবো আপনার বিখ্যাত সেই হাসি দেখে। (3 (3
নীলাঞ্জনা নীলা
পিচ্চি আপু হাসি দিয়ে চেহারা চেনা যায়। 🙂 😀 :D)
চরিত্র চেনা যায় মিশিয়া, কথা কহিয়া। বুঝেছো?
যাহারা মিশিয়াছে তাহারা বলিয়া গিয়াছে আমাকে কেউ ভালোবাসিয়া শান্ত করিতে পারিবে না। তাহা হইলেই বুঝো কেমন চরিত্র আমার! 😀 \|/
মাথার স্ক্রু ঢিলা হইতাছে, ঘুম আসিতেছে না। ;(
পুরো সপ্তাহ ছুটিতে থাকায় কি যে সমস্যা গো আপু। উফ!
অনেক আদর উম্মম্মম্মম্মাআআআআআ -{@ (3
মেহেরী তাজ
আপু ভালোবাসিয়া শান’ত করিতে পারিবে না কথা টা কি একটু অন্য রকম হয়ে গেলো না??? :p :p
নীলাঞ্জনা নীলা
পিচ্চি আপু বি পজিটিভ রক্তের গ্রুপ আমার। তোমার কি?
তামিম রুহুল
অসাধারন, খুব ভাল লাগল 🙂
নীলাঞ্জনা নীলা
অসংখ্য ধন্যবাদ আপনাকে তামিম। 🙂
মিথুন
শুধু মুখ নয়, আমার নিজেকেই মাঝে মাঝে অচেনা মনে হয়। তবে চিনে ফেলার ঝক্কিও আছে, তাই থাকনা অচেনা হয়ে মুখটা, নিজে।
নীলাঞ্জনা নীলা
অচেনা হয়ে থাকার একটা সুবিধা আছে, কোনো অনুভূতি তখন আর কাজ করেনা।
কোথায় ছিলেন এতোদিন মিথুন? এভাবে আড়াল হতে নেই। লেখা দিন।