ছেলেটা সব সময় চুপ চাপ, বেশিই, নাহ বড্ড বেশি। প্রতিদিন ক্লাস করে, তবে কেউ বুঝেই না সে ক্লাসের একজন, কারন প্রতিদিন সে চুপ করে আসে,ক্লাস শেষ করে চুপ করে চলে যায়।শুধু ক্লাসেই নয় সকল ক্ষেত্রেই ছেলেটি এরকম। ছেলেটি নিজ থেকে অনুভব করতে পারে বিষয়গুলো, উপলব্ধি করতে পারে এ ধরনের জীবন সে কখনই চায় নি।সে চায় [ বিস্তারিত ]