জিসান শা ইকরাম ফেব্রুয়ারি ২৫, ২০১৬ at ১০:২৫ অপরাহ্ন রৌদ্রহীনতায় ভুগাবেন না আশাকরি আপনার ‘তুমি’। চার লাইনে এমন অনুভুতি এত ভালভাবে ফুটিয়ে তুলতে পারলে, বড় কবিতার দরকার কি? শুভকামনা।
জিসান শা ইকরাম ফেব্রুয়ারি ২৯, ২০১৬ at ৭:১২ অপরাহ্ন নিয়মিত লেখুন এবং অন্যের লেখা পড়ে তাঁদেরকে উৎসাহ দিন শুভ কামনা -{@
নাসির সারওয়ার ফেব্রুয়ারি ২৫, ২০১৬ at ১০:৪২ অপরাহ্ন অল্প কথায় এতো প্রেম হয় বুঝি! ছোট লেখা আমার বেশ লাগে যদি এমন ভালো হয়।
অনিকেত নন্দিনী ফেব্রুয়ারি ২৫, ২০১৬ at ১১:৪৯ অপরাহ্ন দূর্বাঘাস আর ঘাসফুলেরা অম্লান থাকুক। ছোট্ট কবিতায় অনেক অনেক ভালোলাগা। -{@
সালমা আক্তার মনি ফেব্রুয়ারি ২৬, ২০১৬ at ১১:০৮ পূর্বাহ্ন ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। সবসময় সহযোগিতা চাই
সালমা আক্তার মনি ফেব্রুয়ারি ২৬, ২০১৬ at ১১:১০ পূর্বাহ্ন অাপনাকে আমিও অরু আপু ডাকতাম যদি অনুমতি দেন। অনেক খুশি লাগছে আপনার ভালো লেগেছে বলে
নীলাঞ্জনা নীলা ফেব্রুয়ারি ২৬, ২০১৬ at ৬:৫৩ পূর্বাহ্ন ছোট্ট কবিতা আমার খুবই পছন্দ। গভীরতায় ডুবে থাকে আবেগ। ভালো লেগেছে।
সালমা আক্তার মনি ফেব্রুয়ারি ২৬, ২০১৬ at ১১:১৩ পূর্বাহ্ন নীলা আপু আপনারা সবাই এতো ভালো, সবাই দেখি উৎসাহ দিলেন। আমার তো খুশিতে নাচতেই ইচ্ছা করছে।
সালমা আক্তার মনি ফেব্রুয়ারি ২৬, ২০১৬ at ১১:০৬ পূর্বাহ্ন হ্যা তো যদি অল্পতেই বুঝাতে পারি। ধন্যবাদ হেলাল ভাইয়া
অপার্থিব ফেব্রুয়ারি ২৬, ২০১৬ at ৪:৪৩ অপরাহ্ন অল্প কথায় আবেগের বহিঃপ্রকাশটা বেশ ভাল ছিল। ভাল লাগলো লেখাটি।
মুহাম্মদ আরিফ হোসেইন ফেব্রুয়ারি ২৬, ২০১৬ at ৯:৫৬ অপরাহ্ন প্রিয়মুখগুলা এমনি এমনি বিষন্ন হয় না। বিষন্ন হওয়ার কাজ করলেই হয়!
মোঃ মজিবর রহমান ফেব্রুয়ারি ২৮, ২০১৬ at ১:৫৩ অপরাহ্ন ঐ চন্দ্রবদনে না পড়ুক আমাবশ্যার অন্ধকার লাগুক চন্দ্রের আলকছটা। ভাল লাগলো।
মৌনতা রিতু ফেব্রুয়ারি ২৮, ২০১৬ at ৪:১০ অপরাহ্ন কবিতার ভাষা ছোট,এর অর্থ ও গভিরতা অনেক।যে কবিতার ভাষা বোঝে,সে নির্মল বাতাসের মতো। শুভকামনা রইলো।
সালমা আক্তার মনি মার্চ ১০, ২০১৬ at ৯:৩৪ অপরাহ্ন মৌনতা আপু যে কবিতা বোঝে সেই সত্যিই তাই। ধন্যবাদ আপনাকে
২৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
রৌদ্রহীনতায় ভুগাবেন না আশাকরি আপনার ‘তুমি’।
চার লাইনে এমন অনুভুতি এত ভালভাবে ফুটিয়ে তুলতে পারলে, বড় কবিতার দরকার কি?
শুভকামনা।
সালমা আক্তার মনি
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
জিসান শা ইকরাম
নিয়মিত লেখুন
এবং অন্যের লেখা পড়ে তাঁদেরকে উৎসাহ দিন
শুভ কামনা -{@
নাসির সারওয়ার
অল্প কথায় এতো প্রেম হয় বুঝি!
ছোট লেখা আমার বেশ লাগে যদি এমন ভালো হয়।
সালমা আক্তার মনি
ধন্যবাদ ভাইয়া
আবু খায়ের আনিছ
ছোট করে প্রেমের এত বহিঃপ্রকাশ। ভালো লেগেছে।
সালমা আক্তার মনি
ধন্যবাদ আনিছ ভাই
খসড়া
আপনি তো দারুন করে কথামালা সাজিয়েছেন।
সালমা আক্তার মনি
অনেক অনেক ধন্যবাদ
অনিকেত নন্দিনী
দূর্বাঘাস আর ঘাসফুলেরা অম্লান থাকুক।
ছোট্ট কবিতায় অনেক অনেক ভালোলাগা। -{@
সালমা আক্তার মনি
ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। সবসময় সহযোগিতা চাই
অরুনি মায়া
অনেক অনেক অনেক সুন্দর ছোট্ট কয়টি লাইন 🙂
সালমা আক্তার মনি
অাপনাকে আমিও অরু আপু ডাকতাম যদি অনুমতি দেন। অনেক খুশি লাগছে আপনার ভালো লেগেছে বলে
অরুনি মায়া
আচ্ছা ডাকবেন যদি ভাল লাগে, আমার আপত্তি নেই 🙂
নীলাঞ্জনা নীলা
ছোট্ট কবিতা আমার খুবই পছন্দ। গভীরতায় ডুবে থাকে আবেগ।
ভালো লেগেছে।
সালমা আক্তার মনি
নীলা আপু আপনারা সবাই এতো ভালো, সবাই দেখি উৎসাহ দিলেন। আমার তো খুশিতে নাচতেই ইচ্ছা করছে।
ছাইরাছ হেলাল
বেশি করে লেখার মানেই হয় না।
সালমা আক্তার মনি
হ্যা তো যদি অল্পতেই বুঝাতে পারি। ধন্যবাদ হেলাল ভাইয়া
ইলিয়াস মাসুদ
সহজ অথচ দারুণ ….
খুব ভাল লাগল 🙂
সালমা আক্তার মনি
মাসুদ ভাইয়া অনেক ধন্যবাদ
অপার্থিব
অল্প কথায় আবেগের বহিঃপ্রকাশটা বেশ ভাল ছিল। ভাল লাগলো লেখাটি।
মুহাম্মদ আরিফ হোসেইন
প্রিয়মুখগুলা এমনি এমনি বিষন্ন হয় না।
বিষন্ন হওয়ার কাজ করলেই হয়!
সালমা আক্তার মনি
তা ঠিক, কিন্তু সবতো আমার নিয়ন্ত্রনে না ভাই!
শুন্য শুন্যালয়
ওয়াও। নিয়ে নিলাম কিন্তু লেখাটা 🙂
সালমা আক্তার মনি
শুন্যাপু দারুন খুশি হলাম।
মোঃ মজিবর রহমান
ঐ চন্দ্রবদনে
না পড়ুক আমাবশ্যার অন্ধকার
লাগুক চন্দ্রের আলকছটা।
ভাল লাগলো।
সালমা আক্তার মনি
ধন্যবাদ ভাইয়া, শুভ কামনা।
মৌনতা রিতু
কবিতার ভাষা ছোট,এর অর্থ ও গভিরতা অনেক।যে কবিতার ভাষা বোঝে,সে নির্মল বাতাসের মতো।
শুভকামনা রইলো।
সালমা আক্তার মনি
মৌনতা আপু যে কবিতা বোঝে সেই সত্যিই তাই। ধন্যবাদ আপনাকে