বিষণ্ণ হয়োনা

সালমা আক্তার মনি ২৫ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ০৯:৪১:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৯ মন্তব্য

প্রিয়মুখ বিষণ্ণ হয়োনা,
তুমি বিষণ্ণ হলে আধাঁরে ছেঁয়ে যায় আকাশ।
দূর্বাঘাষ,ঘাষফুল গুলো ম্লান হয়।
আর আমি রৌদ্রহীনতায় ভুগি
যেন সহস্র বছরের কফিনে থাকা লাশ।

৪২০জন ৪২০জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ