
একজন নারীর তৈরি ভ্যাকসিন গ্রহণ করলেন আরেক নারী। গোটা বিশ্ব উন্মুখ হয়ে তাকিয়ে তাদের দিকে। যদি সফলতা আসে, রুখে দেয়া যাবে মহামারি।
“যদি” নয়, আমরা নিঃশ্বাস আটকে আছি ভীষণ আশায়, সফলতা আসবেই।
আসছে মে মাসে করোনা ছেড়ে যাবে বাংলাদেশ…. বলছেন বিশেষজ্ঞরা। এই চরম মুহূর্তে এমন আশার বাণীই তো চাই। চাই বিশ্বাস করতে, মে মাসের কোনও এক নির্জন দুপুরে অবিশ্বাস্য মিষ্টতায় কেউ উচ্চারণ করবে……
এই তো আর কয়েক ঘণ্টা। অনেক কষ্ট করেছেন আপনারা। আর একটু ধৈর্য্য ধরে শুধু আজকের রাতটা পার করুন। ভোরেই উঠবে নতুন সূর্য। অদ্ভুত অদৃশ্য আঁধারে ঢেকে যাওয়া বাংলাদেশসহ পৃথিবীর আকাশ ভরে যাবে মায়াবী আলোয়। ঘর ছেড়ে বেরোবো আমরা, নামবো পথে। একসাথে ঊর্ধ্বপানে চেয়ে বিশুদ্ধ প্রার্থনায়, নিজেদের গায়ে মেখে নেবো সেই আলোর মায়া……
সত্যিই বিশ্বাস করতে বড় সাধ জাগে!
২৫টি মন্তব্য
তৌহিদ
এই বিশ্বাস নিয়েইতো বেঁচে আছি আমরা। নারীই দেখিয়ে দিলো তাঁর অবস্থান কত উচ্চে। শ্রদ্ধা জানাই তাঁকে।
ভালো থাকবেন আপু।
রেহানা বীথি
আপনিও ভালো থাকুন ভাই।
ফয়জুল মহী
বেশ মন ছুঁয়ে গেল লেখা। ♥️♥️
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
বিশুদ্ধ প্রার্থনায় পুনরায় ফিরে আসুক পৃথিবী তাঁর সগর্ভে।
মানুষ সুস্থ হয়ে উঠুক প্রকৃতিকে নিয়ে।
শুভকামনা দিদি।
রেহানা বীথি
ভালো থাকুন সবসময়।
সুরাইয়া পারভীন
আসবেই সেদিন
হবেই হবে জয়
আবার জেগে উঠবে দেশ
করোনাকে জানিয়ে বিদায়
আমরা বুক ভরা আশা নিয়েই তো বেঁচে থাকি, আছি, থাকবো। চমৎকার লিখেছেন আপু 💜
রেহানা বীথি
ভালো থাকবেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ লিখেছেন। নারীর আবিষ্কারে সারাবিশ্বে যশ খ্যাতি ছড়িয়ে পড়বে, সারা বিশ্ব মহামারী থেকে মুক্তি পাবে এই কামনায় রইলাম। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সুস্থ থাকুন
রেহানা বীথি
আপনিও ভালো থাকুন আপু।
সঞ্জয় মালাকার
যদি” নয়, আমরা নিঃশ্বাস আটকে আছি ভীষণ আশায়, সফলতা আসবেই।
মানুষ সুস্থ হয়ে উঠুক প্রকৃতিকে নিয়ে।
শুভকামনা দিদি।
রেহানা বীথি
ভালো থাকুন দাদা।
ছাইরাছ হেলাল
অবশ্যই বিশ্বাস করি এক্ষণ শুনবো কেউ একজন ভ্যাকসিন নিয়ে দরজায় দাঁড়িয়ে ডাকছে
এক্ষুণি নেয়ার জন্য।
অসহায় আমরা শুধুই অপেক্ষ-প্রার্থনা করতে পারি।
রেহানা বীথি
ভালো থাকুন ভাইয়া।
কামাল উদ্দিন
হুমম, আমরা অধীর আগ্রহে প্রতিক্ষায় আছি সেই নতুন ভোরের………..
রেহানা বীথি
ভালো থাকুন ভাই।
কামাল উদ্দিন
আপনিও সব সময় ভালো থাকুন আপু।
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন আপু, আমরাও আশাবাদী।
আল্লাহ্ ভরসা নিশ্চই পৃথিবী আলোর মুখ দেখবে, করোনা মুক্ত হবে সারা সারা পৃথিবী।
আল্লাহ্ ভরসা সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ্।
সুপায়ন বড়ুয়া
হাজার হতাশার মাঝে
আশার আলো দেখতে ভালোই লাগে
শুভ কামনা।
রেহানা বীথি
দাদা, ভালো থাকবেন সবসময়।
হালিম নজরুল
আসছে মে মাসে করোনা ছেড়ে যাবে বাংলাদেশ…. বলছেন বিশেষজ্ঞরা। এই চরম মুহূর্তে এমন আশার বাণীই তো চাই।
রেহানা বীথি
ভালো থাকুন, শুভকামনা রইল।
সাবিনা ইয়াসমিন
বিশ্বাস রাখি বিশুদ্ধ প্রার্থনায়। যদি নয়, একদিন ঠিকই সৃষ্টিকর্তা সবার সম্মিলিত প্রার্থনায় সাড়া দিবেন, মুক্ত করে দিবেন আমাদের এই দূর্বিষহ মহামারীর প্রকোপ থেকে, মনে প্রানে বিশ্বাস রাখি মহান প্রভুর উপর।
শুভ কামনা আপু 🌹🌹
রেহানা বীথি
ভালো থাকুন আপু। শুভকামনা নিরন্তর।
জিসান শা ইকরাম
বেঁচে থাকার জন্য আবাদের বিশ্বাস করতেই হবে এসব। মানব জাতির অস্তিত্বের সার্থেই এই ভ্যাকসিন এর সফলতা চাই। বিশ্বাস করি, একদিন আমরা আলোর মুখ দেখবো।
শুভ কামনা।