বিযুক্ত-যাপনচিত্র

নীলাঞ্জনা নীলা ১০ জানুয়ারি ২০১৭, মঙ্গলবার, ০৯:২০:৩৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৬ মন্তব্য
অস্তিত্ত্ব...
অস্তিত্ত্ব…

চেতনা :-
এক অন্যরকম যাপনচিত্র ওকে ঘিরে। ওর চাওয়ার কাছে কোলাহলের প্রাচুর্য আর মায়াকভস্কির কবিতা মিলেমিশে একাকার। ঋদ্ধ মননশীলতার শ্বাসমূল এখন সিজোফ্রেনিক কল্পনাকে ছাড়িয়ে, চেতনাকে বিদ্ধ করা এক এপিলেপটিক জগতে পোক্ত করে নিয়েছে। এখন এই ‘আমি’র মধ্যেই ওর জীবনবেদ। কখনো আবার এনার্কিষ্ট সম্প্রদায়ভুক্ত হয়েও বেঁচে থাকে। ও জানেনা ওর পাশে কে থাকে আর কাছেই বা কে! ওর মুখোমুখি অজস্র মুখ, কিন্তু অন্দরের কক্ষে সে একলাই।

বন্ধন :-
আইসোটোপ ঘের দেয়া ঘরও একদিন জলপেইন্টিং-এর বিরান শূণ্যতার জলছাপ দাগ পড়ে যেতে পারে, যায়ও। নষ্টালজিয়া ভোর চলন্ত রাতের ট্রেনে একেকটি প্রহর পার করে অন্য কোনো ষ্টেশনে ক্ষণিক বিরতির পর আবার ছুটে চলে। ওই বিরতির নামই স্মৃতি। ও এসবের সবই জানে। এক পূর্ণাঙ্গ পূর্ণ সংখ্যা শূণ্য, তার থেকে কিভাবে অপূর্ণ সংখ্যায় ছুটতে থাকে। অস্তিত্ত্বহীনতাই যে আদতে সম্পূর্ণতা ও এটাও জানে!

অভিনয় :-
আসলে ও নিজেরই এক গল্পের গল্পকার। “Sing, of delight drink deep”—মায়াকভস্কির সঠিক অনুবাদ করতে না পেরে ওই বাক্যেই সারেগামা সুর ভাজে। ও এক গল্পেরই গল্প। কি অদ্ভূত, তাই না? একেকটি চরিত্রের মুখের উপর সেই একই চোখ, নাক, ঠোঁট, মুখ; কেবল ওরই এসব কিছু নেই। ঝিমিয়ে পড়া নৈঃশব্দ খুব কঠিন হয়ে দাঁড়ায় তখনই, যখন ওর অদৃশ্যর দৃশ্যতে আলো এসে আলিঙ্গন করে।

মূলকথা :-
ওর যাপন-চিত্রে বিযুক্ত সম্পর্কের দহন আছে। নিঃশ্বাস আছে, কেবল স্বস্তি নেই। অহঙ্কার বেশীক্ষণ আকাশ ছুঁয়ে থাকতে পারেনা, মাটিতেই নেমে আসে। মিথ্যের খেলায় জীবন বেলুনের মতো ওর। এক এক করে প্রকাশ হচ্ছে ওর মুখ। কিন্তু ও জানেনা শুধু এটুকু, মাথার ওপর ছায়ার চেয়ে পাশে থাকা হাতের ছোঁয়ায় কতো প্রাণশক্তি! আমি দেখি, আর বলি ওকে, দূরের তারাদের আলোয় আকাশ সাজে, কিন্তু মাটি নয়।
======================================================

**মাথার ভেতর কতো কি যে আসে! অনেক রকমের কাহিনী, চোখের সামনে কতোধরণের মানুষ। একেকজন একেকরকম। সবাই ছুটছে এক অজানা শূণ্যের দিকেই। এই লেখাটিকে গল্প হিসেবেও ধরতে পারেন, আবার গদ্য-কাব্য হিসেবেও। এভাবে এই প্রথম লিখলাম। এখানে চরিত্রের নামই “ও।” এই “ও” হলো এমন একটি মিথ্যে অহঙ্কারযুক্ত অস্তিত্ব, যার কোনো মুখ নেই। কিন্তু প্রাণ আছে।**—–২০১৬ সালের শেষ লেখা এটি।

হ্যামিল্টন, কানাডা
১৯ ডিসেম্বর, ২০১৬ ইং।

৬৩৩জন ৬৩৩জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ