আজও বাড়িয়ে আছি হাত…
পাবলিক ট্রান্সপোর্টে জমকালো ভিড়
চশমার তীক্ষ্ণ ল্যান্স
আটপৌরে ভূরি
বেয়াড়া-বাহু, উদগ্র-আঙুল
উৎকট স্বেদগন্ধে কারো ক্লান্তি নেই
পুশিদার অন্তরালে
নীরবে পোড়ে হৃদয়, বিদীর্ণ যৌবন
বয়সের থাবায় ক্ষণে ক্ষণে
খসে পড়ছে কালশিটে স্মৃতির–ঝুল
আড়কাঠের গুড়ো, পলেস্তারা
রঙচটা সাধের মোকাম
আর কতো সময় নেবে বলো
অপেক্ষার বাঁধ ভেঙে গেলে
ভেসে যাবে সব
৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
আপনার শব্দ ভান্ডার অত্যন্ত সমৃদ্ধ এবং নিখুত ।
কবিতায় মুগ্ধ ।
সাদিক মোহাম্মদ
অনেক ধন্যবাদ @ জিসান শা ইকরাম
মশাই
আপনার প্রায় সবগুলো কবিতাই পড়েছি আমি, ভাল লেখেন আপনি, শব্দের ঝঙ্কারে কিছুক্ষণ দোলায়িত হয় হৃদয়।
সাদিক মোহাম্মদ
কৃতজ্ঞতা @ মশাই
শুন্য শুন্যালয়
আমিও ঠিক মশাই এর কথাই বলতে চাই। সহজ কথায় সুন্দর প্রকাশ। সুন্দর।
সাদিক মোহাম্মদ
আপনাকেও কৃতজ্ঞতা @ শুন্য শুন্যালয়
সাদিক মোহাম্মদ
আপনাকে শুভেচ্ছা @ শুন্য শুন্যালয়
স্বপ্ন
ভালো লেগেছে কবিতা ।
সাদিক মোহাম্মদ
থাঙ্কক্স @ স্বপ্ন