বিদীর্ণ যৌবন

সাদিক মোহাম্মদ ২৯ জুন ২০১৪, রবিবার, ১০:৫৯:১২অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

আজও বাড়িয়ে আছি হাত…

পাবলিক ট্রান্সপোর্টে জমকালো ভিড়
চশমার তীক্ষ্ণ ল্যান্স
আটপৌরে ভূরি
বেয়াড়া-বাহু, উদগ্র-আঙুল
উৎকট স্বেদগন্ধে কারো ক্লান্তি নেই

পুশিদার অন্তরালে
নীরবে পোড়ে হৃদয়, বিদীর্ণ যৌবন
বয়সের থাবায় ক্ষণে ক্ষণে
খসে পড়ছে কালশিটে স্মৃতির–ঝুল
আড়কাঠের গুড়ো, পলেস্তারা
রঙচটা সাধের মোকাম

আর কতো সময় নেবে বলো
অপেক্ষার বাঁধ ভেঙে গেলে
ভেসে যাবে সব

৯২২জন ৯২২জন

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ