
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবোনা।
সত্যি তাই, আমরা কিভাবে ভুলি স্বাধীনতা যুদ্ধের শহীদদের কথা, তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমাদের, আমরা সবাই কিছু না কিছু হারিয়েছি ‘৭১ এর যুদ্ধে, সেইসব হারিয়ে পাওয়া আমাদের স্বাধীনতা।
পাকহানাদারদের নৃশংসতা পুরা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিলো, বন্ধুপ্রতিম ভারত আমাদেরকে সহযোগিতা করেছিলো হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, আমরা শুধু রুখে দাঁড়ায়নি, নাকে খত দেয়ায়ে ঝেটিয়ে বিদায় করেছিলাম তাদেরকে।
এমন এক দিন ১৬ ডিসেম্বর আবার ফিরে আসছে এই চলতি মাসেই, স্বাধীনতার ৪৮ বৎসর, এই মাসটিই আমাদের বিজয়ের মাস, শ্রদ্ধাভরে শহীদদের স্মরণ করার মাস।
আসুন না আমরা সবাই নতুন করে উদযাপন ১০করি এইবারের বিজয় দিবসকে, এইবারের বিজয় দিবসকে অনন্য উচ্চতায় নিয়ে যায় আমাদের লিখণীর মাধ্যমে।
আগামী ১০ই ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে সোনেলা ব্লগে লিখুন আপনার অনুভূতি, যদি থাকে যুদ্ধের স্মৃতি, স্বাধীনতা দিবসকে নিয়ে স্মৃতি, সাথে লিখুন বিজয় দিবসের জন্য কবিতা, গল্প, প্রবন্ধ।
যে যেমন খুশি লিখুন কিন্তু থিম হবে ” সোনেলায় বিজয়ের মাস “।
সবাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনাদের লেখা পড়ার জন্য, সাথে থাকবে বিনম্র শ্রদ্ধাঞ্জলি সকল শহীদের প্রতি।
শেষ করছি মহাদেব সাহার কবিতা দিয়েঃ
” কতদিন কোথাও ফোটে না ফুল, দেখি শুধু
অস্ত্রের উল্লাস
দেখি মার্চপাস্ট, লেফট রাইট, কুচকাওয়াজ ;
স্বর্ণচাঁপার বদলে দেখি মাথা উঁচু করে আছে হেলমেট
ফুলের কুঁড়ির কোনো চিহ্ন নেই, গাছের আড়ালে থেকে
উঁকি দেয় চকচকে নল,
যেখানে ফুটত ঠিক জুঁই, বেলি, রঙিন গোলাপ
এখন সেখানে দেখি শোভা পাচ্ছে বারুদ ও বুলেট ;
প্রকৃতই ফুলের দুর্ভিক্ষে আজ বিরান এদেশ
কোথাও সামান্য কোনো সবুজ অঞ্চল নেই, খাদ্য নেই,
শুধু কংক্রিট, পাথর আর ভয়াল আগুন
এখানে কারফিউ-ঘেরা রাতে নিষিদ্ধ পূর্ণিমা
আজ গানের বদলে মহুর্মুহু মেশিনগানের শব্দ-
সারাক্ষণ বিউগল, সাইরেন আর বিকট হুইসিল
বুঝি কোথাও ফুলের কোনো অস্তিত্বই নেই।
ফুলের শরীর ভেদ করে জিরাফের মতো আজ
অস্ত্রই বাগিয়েছে গ্রীবা
পাতার প্রতীক তাই ভুলে গেছি দেখে দেখে অস্ত্রের মডেল!
খেলনার দোকান গুলিতে একটিও গিটার, পুতুল কিংবা
ফুল পাখি নেই
শিশুদের জন্য শো-কেসে সাজানো শুধু অস্ত্রের সঞ্চার
বাইরে বাতাস শ্বাসরুদ্ধকর, রাজপথে সারি সারি বুট,
সব কিছু চেয়ে আছে অস্ত্রেরই বিশাল ডালপালা ;
কোথাও ফোটে না ফূল, কোথাও শুনি না আর
হৃদয়ের ভাষা,
কেবল তাকিয়ে দেখি মার্চপাস্ট, কুচকাওয়াজ, লেফট রাইট
এই রক্তাক্ত মাটিতে আর ফুল কই, শুধু অস্ত্রের উল্লাস। “
তাহলে শুরু হলো বিজয় মাস উদযাপন।
৬৮টি মন্তব্য
সুরাইয়া পারভিন
শুভ কামনা রইলো। চেষ্টা করবো কিছু লেখার
যদিও সব বই পড়েই জানা স্মৃতি বলতে কিছুই নেই
ইঞ্জা
আপু আপনি কবিতা দিতে পারেন স্বাধীনতা নিয়ে। 😊
সুরাইয়া পারভিন
চেষ্টা করবো ভাইয়া
ইঞ্জা
অপেক্ষায় রইলাম আপু
রেহানা বীথি
খুব ভালো উদ্যোগ ভাইয়া।
ইঞ্জা
আপু লেখা দিতে হবে।
রেহানা বীথি
চেষ্টা করবো ভাইয়া।
ইঞ্জা
ইনশা আল্লাহ্ বলুন আপু। 🙂
রেহানা বীথি
ইনশাআল্লাহ
ইঞ্জা
অপেক্ষায় রইলাম আপু
সুপায়ন বড়ুয়া
বিজয়ের মাস
করি আশপাশ
কখন লিখব
হবে প্রকাশ ?
ইঞ্জা
আপনি ১০ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে ব্লগে দিন দাদা। 😊
মনির হোসেন মমি
এই আয়োজনটাই চেয়েছিলাম। আশা করছি ব্লগারা নেড়েচেড়ে বসবেন কারন সবাই দেশকে ভালবাসেন।
ইঞ্জা
অবশ্যই সবাই ভালোবাসেন ভাই। 😊😍
প্রদীপ চক্রবর্তী
খুবি ভালো উদ্যোগ।
এ সোনেলা বার্তায় আমি অত্যন্ত খুশি।
ধন্যবাদ দাদা অশেষ।
ইঞ্জা
দাদা, গল্প ও কবিতা সহ যা দিতে পারেন, প্রতিদিন একটা করে চাই। 😊
ছাইরাছ হেলাল
এমন উদ্যোগের কথা দারুন মানুষের ভাবনা থেকেই আসে।
আসুন আমরা সবাই কিছু না কিছু লিখতে শুরু করি।
ইঞ্জা
ধন্যবাদ ভাইজান। 😊
নৃ মাসুদ রানা
কতোদিন কোথাও ফোটে না ফুল, দেখি শুধু
অস্ত্রের উল্লাস
দেখি মার্চপাস্ট, লেফট রাইট, কুচকাওয়াজ ;
ইঞ্জা
ধন্যবাদ ভাই, প্রতিদিন লেখা চাই। 😊
জিসান শা ইকরাম
খুবই ভালো উদ্যোগ।
এমন উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ ইঞ্জা ভাই।
অবশ্যই লেখা দেবো।
স্বপ্ন দেখছি একদিন সোনেলার প্রথম পাতার সমস্ত পোষ্ট বিজয় মাসের পোষ্ট পূর্ন হয়ে যাবে 🙂
শুভ কামনা।
ইঞ্জা
ইনশা আল্লাহ ভাইজান।
ধন্যবাদ। 😊
নুর হোসেন
সকল শহীদদের বিনম্রশ্রদ্ধা জানাচ্ছি, বিজয়ের মাস অমরহোক।
“যেমন খুশি লিখুন”
না যেমন খুশি গল্প লেখা যাবেনা অন্তত স্বাধীণতা যুদ্ধের কোন ব্যাপারে না।
আমি মনে করি,
কিছু রংচটা লেখকদের কারনে স্বাধীণতা যুদ্ধের অনেক কিছু ভ্রান্ত ইতিহাস আমাদের চেতনায় মিশে গেছে;
তাই তথ্য ও রেফারেন্স সহকারে লেখা উচিত।
ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের স্বাধীণতা নিয়ে কাল্পনিক লেখাগুলো ব্যান করা দরকার।
ইঞ্জা
সম্পূর্ণ সহমত ভাই, কাল্পনিক না লিখে অনুভূতি প্রকাশ করা যেতে পারে।
নুর হোসেন
জ্বী ভাই সেটাই কামনা করছি।
ইঞ্জা
ধন্যবাদ
বন্যা লিপি
বহুবার শোনা যুদ্ধ পরবর্তি একটা স্মৃতীকথা আছে আমার। যেটা আমার নামের সাথেও জড়িয়ে আছে কিছুটা, মা’য়ের মুখে শোনা এ স্মৃতী নিয়েই লিখবো আশা করছি।
সকলকে বিজয় মাসের শুভেচ্ছা।
ইঞ্জা
অপেক্ষায় রইলাম আপু।
তৌহিদ
দারুণ একটি উদ্যোগ। অনেকদিন পরে আপনার এমন উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয় ইঞ্জা ভাই।
চৌধুরী সাহেব! লেখা দেয়া থেকে কেউ আমাদের বিরত রাখতে পারবে না!!
মহাদেব সাহার কবিতাটি অসাধারণ ভাই। শুভকামনা সবার জন্য।
ইঞ্জা
ধন্যবাদ ভাই।
চৌধুরী সাহেবটা কে? 😜
তৌহিদ
আন্নে!! আবার জিগায়!! 😍😍
ইঞ্জা
ওরে বাবা 🙁
রেজিনা আহমেদ
দারুন উদ্যোগ, খুব ভালো লাগলো
ইঞ্জা
ধন্যবাদ আপু, লেখা চাই প্রতিদিন। 😊
নিতাই বাবু
লিখবো বলে ভাবছি! তবে ইদানীং আবার একটু ব্যস্ত হয়ে পরেছি। তাই ফেসবুক আর ব্লগেও বেশি সময় দিতে পারছি না।
আপনাকে বিজয়ের শুভেচ্ছা জানালাম শ্রদ্ধেয় ইঞ্জা দাদা।
ইঞ্জা
দাদা লিখুণ, এই সময় সম্পর্কে আপনার বিশেষ অভিজ্ঞতা আছে বলেই মনে করি।
আপনাকেও শুভেচ্ছা দাদা।
মোঃ মজিবর রহমান
লিখুন কবিবরগণ
ব্যাথা চিত্তে বিজয়ী আবরণ
মন ভরে যাবে স্বাধীনতা বরণ।
আমি অধম পাঠকারী পড়ে যাব আপনাদের লিখন।
ইঞ্জা
সে হবেনা সে হবেনা ভাই, আপনিও লিখতে হবে, সবার লেখা চাই।
মোঃ মজিবর রহমান
ভাইসাব যার ভাষা স্বল্প, যার বাক্যবান অভাব তাঁর দ্বারা কি এই মহান দিবসে মানহানী লেখা বেমানান লাগবে। তাই আমি দর্শক। রইয়ে গেলাম।
ইঞ্জা
ভাই আপনি লিখবেন আপনার অনুভাবী অনুভব, এতো কথা বলে লাভ নেই, লেখা চাই।
এস.জেড বাবু
ভাল লাগলো এমন আয়োজনের ডাক।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো সোনেলার সকল বিজ্ঞ লিখকগণের প্রতি।
ইঞ্জা
ভাই আপনিও লিখুন। 😊
এস.জেড বাবু
ইনশাআল্লাহ
ভাল থাকবেন ভাইজান
ইঞ্জা
আমীন
ইঞ্জা
ভাই আপনার লেখা তো এখনো পেলামনা?
মাহবুবুল আলম
খুবই ভাল উদ্যোগ। আশা করি অনেকেই এতে অংগ্রহণ করবে!। আমিও চেষ্টা করবো।
শুভেচ্ছা জানবেন ভাই!
ইঞ্জা
ইনশা আল্লাহ, অপেক্ষায় রইলাম ভাই।
ধন্যবাদ।
কামাল উদ্দিন
সবাই লিখুক, পাঠক হিসাবে আমি অবশ্যই আছি সাথে
ইঞ্জা
আপ্নিও লিখুন ভাই, স্বাধীনতা নিয়ে আমাদের অনুভব থাকতেই পারে, লিখে ফেলুন ভাই। 🙂
কামাল উদ্দিন
চেষ্টা করবো ভাইজান
ইঞ্জা
অপেক্ষায় রইলাম ভাই।
শবনম মোস্তারী
অনেক ভালো একটি উদ্যোগ।
সবার জন্য শুভকামনা রইলো ।
ইঞ্জা
যবাদাপু আপনিও লিখুন 🙂
ইঞ্জা
আপু*
জিসান শা ইকরাম
বিজয়ের মাসের লেখা একটিও আসলো না এখন পর্যন্ত,
ইঞ্জা
কেন ভাইজান, তোহিদ ভাই গতকাল যেইটা দিয়েছেন সেইটা তো বিজয় দিবস উপলক্ষ করে দিয়েছেন।
সাবিনা ইয়াসমিন
সকল লেখকদের প্রতি শুভ কামনা। আশা করি অনেকেই লিখবেন। পড়ার অপেক্ষায় রইলাম।
ইঞ্জা
আপু আপনিও লিখুন 🙂
শিরিন হক
সুন্দর উদ্দগ।সবার মনে স্বাধীনতার চেতনা উজ্জীবিত হোক।
ইঞ্জা
আপু আপনি কবে দিচ্ছেন?
শাহরিন
অনেক শুভকামনা নতুন উদ্যোগের জন্য। বিশেষ করে যারা ৭১ এর দিন গুলো দেখেছেন তাদের অভিজ্ঞতা শেয়ার করলে নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারবে।
ইঞ্জা
আপু আপনিও লিখুন, তা গল্প, কবিতাও হতে পারে।
সঞ্জয় মালাকার
সকল শহীদদের বিনম্রশ্রদ্ধা জানাচ্ছি, বিজয়ের মাস অমরহোক।
দাদা চেষ্টা করবে কিছু লেখার।
ধন্যবাদ দাদা বিজয়ের সোনালী শুভেচ্ছা রইলো।
ইঞ্জা
আপনাকেও সোনালী শুভেচ্ছা দাদা
রেজওয়ান
ছোট মানুষ আমি যুদ্ধ দেখিনী তবে অনেক শুনেছি। ১৬ তারিখের আগেই লেখা জমা দেবো✌
ইঞ্জা
অপেক্ষায় রইলাম রেজওয়ান
রোবায়দা নাসরীন
সুন্দর আয়োজন
ইঞ্জা
বিজয় মাসের শুভেচ্ছা জানবেন।