কিছু দুষ্টুমি, কিছু বাঁদরামো, কিছু অভিজ্ঞাত অর্জন, সামান্য কিছু সাফল্য,অসাধারণ কিছু স্মৃতি আমায় উপহার দিয়ে আমার জীবন থেকে চলে গেলো ২০১৪। খুব মন খারাপ লাগছিলো। একটা বছর চলে গেলো।
২০১৪ এর শেষ প্রহরের কিছু ছবি

পিকিনিক শেষে ঘুরে ফিরে এসে আড্ডা দিতে বসে গেলাম কাজিনদের সাথে। ১৪ এর এই গল্প সেই গল্প স্মৃতি কথা আর মাঝে মাঝে টিভির ৫২ টা চ্যানেল এ একবার করে ম্যারাথন দৌড় দিতে দিতে কেমন করে রাত বার টা এক টা পার হয়ে দুটা বেজে গেছে ঠিক বুঝেই উঠাতে পারিনি। তার পর টিভি অফ, যে যেভাবে ছিলাম ঘুমিয়ে পরলাম। কারন পরদিন (মানে আজ সকালে) উঠে সুর্যোদয় দেখবো বলে।
ভোরে যখন এলার্ম বাজছিলো আমি ভাবছিলাম একি আমি কি পাগোল হয়ে গেছি? রাত তিনিটার সময় এলার্ম দিয়ে  রাখছি! চোখ মেলে মোবাইল টা অন করে সময় দেখি ছয় টা বাজে।
সবগুলো কাজিন দেখি বেহুশে ঘুমাচ্ছে। সবাইকে ধাক্কাধাক্কি করে তুলেই ছুটলাম বাইরে। এক ছুটে বাড়ির পাশে মাঠে।
২০১৫ এর প্রথম প্রহরের কিছু ছবি

তখন ও দেখি সু‍রয ওঠেনি। কি করা যায় ভেবে ভেবে সরিষা ফুল, শিশির, আর সুর্যোদয়ের আগে আকাশের ছবি তুলে ফেললাম ঝটপট।

তার পর দেখলাম ২০১৫ এর নতুন  সুর্য্যটা কেমন করে পুরাতন শিশিরবিন্দু গুলো কে বাষ্প করে বিদায় করে দিয়া নতুন বছরে নিজের রাজত্ব কায়েম করলো।

খুব খুঁজে খুঁজে ও খেজুর রস পেলাম না। তাই বাড়ি ফিরে এলাম। আর আমার ক্যামেরায় তোলা ২০১৫ এর প্রথম প্রহরের ছবি গুলো সাক্ষী হয়ে থাকলো আমাদের এই বছরের প্রথম দিনের।

১৩৫৩জন ১৩৫৩জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ