কিছু দুষ্টুমি, কিছু বাঁদরামো, কিছু অভিজ্ঞাত অর্জন, সামান্য কিছু সাফল্য,অসাধারণ কিছু স্মৃতি আমায় উপহার দিয়ে আমার জীবন থেকে চলে গেলো ২০১৪। খুব মন খারাপ লাগছিলো। একটা বছর চলে গেলো।
২০১৪ এর শেষ প্রহরের কিছু ছবি
পিকিনিক শেষে ঘুরে ফিরে এসে আড্ডা দিতে বসে গেলাম কাজিনদের সাথে। ১৪ এর এই গল্প সেই গল্প স্মৃতি কথা আর মাঝে মাঝে টিভির ৫২ টা চ্যানেল এ একবার করে ম্যারাথন দৌড় দিতে দিতে কেমন করে রাত বার টা এক টা পার হয়ে দুটা বেজে গেছে ঠিক বুঝেই উঠাতে পারিনি। তার পর টিভি অফ, যে যেভাবে ছিলাম ঘুমিয়ে পরলাম। কারন পরদিন (মানে আজ সকালে) উঠে সুর্যোদয় দেখবো বলে।
ভোরে যখন এলার্ম বাজছিলো আমি ভাবছিলাম একি আমি কি পাগোল হয়ে গেছি? রাত তিনিটার সময় এলার্ম দিয়ে রাখছি! চোখ মেলে মোবাইল টা অন করে সময় দেখি ছয় টা বাজে।
সবগুলো কাজিন দেখি বেহুশে ঘুমাচ্ছে। সবাইকে ধাক্কাধাক্কি করে তুলেই ছুটলাম বাইরে। এক ছুটে বাড়ির পাশে মাঠে।
২০১৫ এর প্রথম প্রহরের কিছু ছবি
তখন ও দেখি সুরয ওঠেনি। কি করা যায় ভেবে ভেবে সরিষা ফুল, শিশির, আর সুর্যোদয়ের আগে আকাশের ছবি তুলে ফেললাম ঝটপট।
তার পর দেখলাম ২০১৫ এর নতুন সুর্য্যটা কেমন করে পুরাতন শিশিরবিন্দু গুলো কে বাষ্প করে বিদায় করে দিয়া নতুন বছরে নিজের রাজত্ব কায়েম করলো।
খুব খুঁজে খুঁজে ও খেজুর রস পেলাম না। তাই বাড়ি ফিরে এলাম। আর আমার ক্যামেরায় তোলা ২০১৫ এর প্রথম প্রহরের ছবি গুলো সাক্ষী হয়ে থাকলো আমাদের এই বছরের প্রথম দিনের।
৩২টি মন্তব্য
জিসান শা ইকরাম
অসাধারন এক ছবি ব্লগ।
দুই বছরকে মিলিয়ে দিলেন।
বর্ননার সাথে ছবির অপুর্ব মিল।
মেহেরী তাজ
ধন্যবাদ ভাইয়া।আপনাদের অনুপ্রেরণায় এই ভাবনা মাথায় চলে আসলো।
শুন্য শুন্যালয়
তুমি তো বিশাল প্রতিভাময়ী। একটা বছরের শেষ প্রহর, আরেকটা বছরের প্রথম সূর্য, এই ভাবনার জন্যই তোমাকে স্পিসলেস ধন্যবাদ। আর ছবিগুলোর কথা কি বলবো? অসাধারন। তোমার লেখার মধ্যে ইঁদুর জেরী ছটফট করে দৌড়ে বেড়ায়, বুদ্ধির ছটা দেখিয়েই।
মেহেরী তাজ
প্রশংসায় লজ্জা পেলাম আপু :p চিন্তাটা হঠাৎ মাথায় চলে আসলো। সারাক্ষণই তো ছটফট করি আপু 🙂 ধন্যবাদ এত অনুপ্রেরণা দেয়ার জন্য।
সঞ্জয় কুমার
অসাধারণ সব ছবি । যাস্ট হাঁ করে দেখেছি । ভাগ্যভাল কোন কিছু ঢুকে পড়েনি ।
মেহেরী তাজ
আসলেই ভাগ্য ভালো ভাইয়া,এরপর কম হা করবেন :D) ধন্যবাদ ভাইয়া।
স্বপ্ন নীলা
ছবিতে মুগ্ধতা রেখে গেলাম—-অসাধারণ
মেহেরী তাজ
ধন্যবাদ আপু -{@
শিশির কনা
(y) নববর্ষের শুভেচ্ছা আপু -{@
মেহেরী তাজ
নববর্ষের শুভেচ্ছা -{@
প্রহেলিকা
একেকটা ছবি যেন জীবন্ত, আপনি এতো ভালো ছবি তুলতে পারেন জানতাম না। এই ছবিগুলো ভীষণ ভালো লেগেছে, ছবির সাথে মিলিয়ে বর্ণনাতে ঠিক যেন সামনে তুলে ধরে এনেছেন, ছয় হাজার মাইল দুরে থেকেও ঠিক দেখতে পাচ্ছি নিজের দেশকে। ধন্যবাদ নয় কৃতজ্ঞতা জানুন। এমন পোষ্ট আরো তৈরী করুন। ভালো থাকবেন।
মেহেরী তাজ
আপনার মন্তব্যে অনুপ্রানিত হলাম খুব।ধন্যবাদ ভাইয়া -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ভাল লাগল ছবিগুলো -{@
শুভেচ্ছা নতুন বছরে -{@
মেহেরী তাজ
ধন্যবাদ ও শুভেচ্ছা ভাইয়া -{@
নুসরাত মৌরিন
এত সুন্দর!! এত সুন্দর!!
কতদিন এমন শিশির দেখি না! ভোর দেখি না!
ইট-কাঠ-পাথরের জঙ্গলে বসে বসে হাঁপিয়ে গেছি!!একবিন্দু স্বস্তির মত লাগলো ছবিগুলো। 🙂
ভাল কাটুক ২০১৫ প্রথম সূর্যের মতই…।
মেহেরী তাজ
শীতের সময়ে গ্রামে গিয়ে দেখন আপু।ধন্যবাদ আপু -{@
নীলাঞ্জনা নীলা
২০১৪ এবং ২০১৫ কে এক করে দিলেন ছবি দিয়ে। ছবি যেনো একটি সেতু। দুটি সালের মাঝে।সোনেলার কয়েকজনের চিন্তা ভাবনা আমাকে দারুন ভাবে মুগ্ধ করে।আমি তো আপনার ভক্ত হয়ে গেলাম তাজ। নববর্ষের শুভেচ্ছা।
মেহেরী তাজ
আপনি কত ভালো ছবি তোলেন আর লেখেন,আমি আপনার কাছে কিছুই না আপু।ধন্যবাদ আপনাকে -{@
ব্লগার সজীব
ওস্তাদ,আপনাকে এজন্যই ওস্তাদ বানিয়েছি।সালের সেতু বন্ধন এই ছবিগুলো।অসাধারন চিন্তা (y) নববর্ষের শুভেচ্ছা -{@
মেহেরী তাজ
আরো ছবি আসছে শিষ্য 🙂 নতুন বছরের শুভেচ্ছা -{@
বনলতা সেন
আপনাকে নববর্ষের শুভেচ্ছা। বেশ জমিয়ে আনন্দ করছেন দেখতে পাচ্ছি।
দু;টো সময়কে গেঁথে ফেলেছেন একই সুতোয়। ভাল লাগল অনেক।
মেহেরী তাজ
আপু আপনার মন্তব্যটি মিস করে ফেলেছিলাম।স্যরি। খুব খুব আনন্দ করছি।আজ পিঠা হচ্ছে 🙂 ধন্যবাদ আপু।
অরণ্য
প্রিয় মেহেরী তাজ,
লিখেছ তুমি সেই কবে!
আমি বাঁদর দেখছি আজ।
অল আর গ্রেট ক্লিক্স, অসাধারণ!
আমিও তোমার ও পাড়ারই ছেলে
দেখছি সবই, যেন তোমারই মতন।
ভালো থেকো প্রিয় মেহেরী তাজ
ভালো যেন হয় তোমারই মতো
ভাব যা তুমি, ভাবছ আজ।
মেহেরী তাজ
আমাকে নিয়ে কবিতা ! আমি আনন্দ আত্মহারা হয়ে গেলাম ভাইয়া।আপনি তাহলে আমাদের গ্রামের বড় ভাইয়া 🙂
এখানে এসে ভাই পেলাম,অবাক হলাম খুব। ধন্যবাদ ভাইয়া -{@
অরণ্য
আমার এক ফটোগ্রাফার বন্ধু গতকাল আপনার ছবিগুলো দেখছিল। সে বলেছে অসাধারণ। আপনার ভাইয়া ডাকটি আমি আলাদা করেই নিলাম। 🙂
মেহেরী তাজ
ধন্যবাদ ভাইয়া 🙂
লীলাবতী
বাড়ি থেকে বলছি, শিরোনামটাই তো অনেক সুন্দর।যেখানেই যান সোনেলাকে জানাচ্ছেন আপনার সব কিছু।সুন্দর একটি পোষ্ট।
মেহেরী তাজ
যেখানেই যাই সোনেলার কাছে থাকি আপু 🙂
স্বপ্ন
আইডিয়া বাস্তবায়নের জন্য দিনের শেষের ফটো তুলেছেন।আবার খুব ভোরে উঠে ছবি তুলেছেন। এমন চিন্তা আমার মাথায় আসেনা কেনো আপু? শুভ নববর্ষ।
মেহেরী তাজ
চিন্তা মাথায় সবারই থাকে,বাস্তবায়ন করা হয়না শুধু।আপনিও পারেন,করে দেখুন। ধন্যবাদ ভাইয়া।
হৃদয়ের স্পন্দন
খাইছে আম্রের, আফাই দেখি পুরাই স্মৃতিকাতর, ইশ কেন যে স্মৃতি ধরে রাখা শিখলাম না
মেহেরী তাজ
তাহলে আর হৃদয়ের স্পন্দন নাম রেখে লাভ কি হলো ভাইয়া? 🙂