ওই হলুদ পথের ধারে
একদিন হেঁটে যেত ময়ূরীর দল
কানে তাদের সাগরপাড়ের ঝিনুকের দুল, ঝুঁটিতে ফুলের মুকুট।
কে যেন চেয়েছিল একবার
বলেছিল অপরূপ হতে চাই
ঝিনুকের দুল দাও, ফুলের মুকুট দাও
পরে নেবো কান আর ঝুঁটিতে।
রোজ যেমন আমি চেয়ে চেয়ে দেখি তোমাদের
দেখবে আমাকেও কেউ অমন।
আমাদের আঙিনায় কৃত্রিম সব
পুড়ে ছারখার বসন্তের রূপমাধুরী
দু’চোখে তৃষ্ণা নিয়ে দেখে না কেউ।
তোমাদের মতো হতে চাই, চাই বাসন্তীপথ
পথের দু’ধারে কুঁচিকুঁচি ফুল
শিশুর হাসির মতো ফুটে থাকে যেন
আমরা একসাথে হেঁটে যেতে চাই তোমাদের মতো
ওই বাসন্তী পথটি ধরে।
২১টি মন্তব্য
ইঞ্জা
তোমাদের মতো হতে চাই, চাই বাসন্তীপথ
পথের দু’ধারে কুঁচিকুঁচি ফুল
শিশুর হাসির মতো ফুটে থাকে যেন
আমরা একসাথে হেঁটে যেতে চাই তোমাদের মতো
ওই বাসন্তী পথটি ধরে।
মন্ত্রমুগ্ধ হলাম আপু আপনার সুন্দর প্রকাশে।
রেহানা বীথি
ভাইয়া, অনেক খুশি হলাম।
ভালো থাকবেন সবসময়।
ইঞ্জা
আপনিও ভালো থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
ঝিনুকের দুল, ফুলের মুকুটে আহ্ ভাবতেই ভালো লাগছে। সুন্দর , অসাধারণ হয়েছে আপু। মুগ্ধতা ছড়িয়ে আছে পুরো কবিতায়। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
রেহানা বীথি
আপু, ভালোলাগায় আপ্লুত হলাম।
ভালোবাসা জানবেন।
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর লেখনী ।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
খুব ভালো লাগলো আপু ,
আমরা ও একসাথে হেঁটে যেতে চাই
আপনার মতো ওই বাসন্তী পথটি ধরে।
শুভ কামনা।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ দাদা।
ভালো থাকবেন।
হালিম নজরুল
“আমাদের আঙিনায় কৃত্রিম সব
পুড়ে ছারখার বসন্তের রূপমাধুরী
দু’চোখে তৃষ্ণা নিয়ে দেখে না কেউ।
তোমাদের মতো হতে চাই, চাই বাসন্তীপথ”
———-চমৎকার একটি কবিতা পড়লাম।
রেহানা বীথি
খুশি হলাম অনেক।
ভালো থাকুন সবসময়।
মোঃ মজিবর রহমান
বাসন্তি পথটি এখন প্রকৃতিহীন
মানুষ আজ কৃতিমতায় মুগ্ধ বাস্তবহীন ।
রেহানা বীথি
ভালো থাকবেন ভাই।
নাফিছা সুলতানা ইলমি
বাসন্তী পথ।যেন স্বপ্নের স্পর্শ। অসাধারণ লেখা।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।
ছাইরাছ হেলাল
বসন্তের পথ ধরে হেঁটে চলার প্রচ্ছন্ন আকাঙ্খা!
খুব সুন্দর করে তুলে ধরেছেন।
রেহানা বীথি
ভালো থাকুন ভাইয়া।
আলমগীর সরকার লিটন
আমাদের আঙিনায় কৃত্রিম সব
পুড়ে ছারখার বসন্তের রূপমাধুরী
দু’চোখে তৃষ্ণা নিয়ে দেখে না কেউ।———চমৎকার
অনেক শুভেচ্ছা নিবেন কবি বীথি আপু
রেহানা বীথি
ভালো থাকবেন ।
অনেক ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
বাসন্তী সাজে বসন্তের পথে হেটে চলার আকাঙ্খা পূর্ণ হোক। শুভ কামনা এই বসন্তের ❤❤
রেহানা বীথি
ভালো থাকুন আপু সবসময়।