বালিকা, তুমি আমার নও!

সিহাব ২৩ মে ২০১৬, সোমবার, ১১:১৪:৪৬অপরাহ্ন এদেশ, কবিতা ১২ মন্তব্য

বালিকা, তুমি আমার নও!

আমি যে বৃষ্টি পছন্দ করি, ভিজতে ভালবাসি।

কিন্তু তুমি… তুমি তো আমার সামনে আসো সাজগোছ করে।

বৃষ্টিতে ভিজতে গেলে যে সাজ আর থাকবে না।

আমি বলেছিলাম তোমায় প্রাকৃতিক হতে।

অথচ ততোই তুমি কৃত্রিম হয়েছো!

হয়েছো আমার বিপরীত!

খোলা চুলে বাতাস ছুয়ে দিয়ে

যে ঘ্রাণ আমায় তোমার কাছে টেনে আনার কথা ছিল,

সেই ঘ্রাণ যে আমি পাই না!

তুমি তোমার চুলকে কৃত্রিম কাঠি আর বন্ধনীতে বন্দি করে রেখেছো।

যেনো শাসন করছো!!

অথচ, আমি একে মুক্ত দেখতে চাই।

উড়ন্ত অবাধ্য চুল..!!

তাই তুমি আমার নও, আমারই হবার ভান করছো শুধু..!!

৭১১জন ৭১০জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ