
এলোমেলো আলোতে ভাসিয়ে দিলাম প্রেম।
তুমি হাত বাড়িয়ে তুলে নিও,
আমার প্রেমের ছোঁয়াটুকু,
কোমল মমতায়।
আর স্বপ্নগুলো মিলিয়ে নিও জলের মুকুরে।
টলটলে ছায়ার মাঝে ফুটবে ঠিকই হাসি,
তোমার অপরূপ মুখখানিতে।
আমি জলের স্রোতে দেখে নেব তোমার সন্তুষ্টি।
তুমি উষ্ণ স্পর্শের সুগন্ধ মিশিয়ে দিও তাতে,
আমি মন ভরে তুলে নেব গভীর নিঃশ্বাস মেশানো
ভালোবাসার স্পর্শটুকু তোমার,
বহু দূর থেকে।
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
রোমান্টিক কবিতায় মিষ্টি মিষ্টি ভালোবাসা পেলাম। ধন্যবাদ আপনাকে মিষ্টি কবিতা উপহার দেয়ার জন্য। ভালো থাকবেন শুভ সন্ধ্যা
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো দিদিভাই।
শুভসন্ধ্যা
কামাল উদ্দিন
ভালোবাসার সুন্দর কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।
ইসিয়াক
ভালো থাকুন ।সবসময়।
শুভকামনা।
কামাল উদ্দিন
শুভসন্ধ্যা
ইসিয়াক
ধন্যবাদ সহ শুভসন্ধ্যা কামাল ভাই
রেহানা বীথি
মিষ্টি কবিতা।
ইসিয়াক
শুভসন্ধ্যা আপু।ভালো থাকুন সবসময়।
ফয়জুল মহী
সাবলীল সুন্দর উপস্থাপন ।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া্
ছাইরাছ হেলাল
টইটুম্বুর ভালবাসার কবিতা পড়লাম।
চলুক।
ইসিয়াক
হেলাল ভাই সব সময় পাশে থাকার জন্য আমি অনুপ্রাণিত হই।
এভাবে পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা।
মনির হোসেন মমি
দারুণ মিষ্টি কবিতা।
ইসিয়াক
মনির ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভকামনা রইলো।
সুপায়ন বড়ুয়া
রোমান্টিক কবি বায়বীয় ভালবাসায় ও পটু।
ভালো লাগলো।
শুভ কামনা।
ইসিয়াক
ধদন্যবাদ সহ শুভকামনা রইলো্ দাদা
হালিম নজরুল
টলটলে ছায়ার মাঝে ফুটবে ঠিকই হাসি,
তোমার অপরূপ মুখখানিতে।
আমি জলের স্রোতে দেখে নেব তোমার সন্তুষ্টি।
ইসিয়াক
শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়।
আলমগীর সরকার লিটন
চমৎকার ভালবাসা কবি দা
ইসিয়াক
ধন্যবাদ লিটন ভাই
সাবিনা ইয়াসমিন
ভালোবাসাতো এমনই হওয়া চাই। যা খুশি, যত খুশি তুলে নাও, স্বপ্ন গুলো আমায় দিও।
দারুণ লিখেছেন,
শুভ কামনা 🌹🌹
ইসিয়াক
শুভসন্ধ্যা আপু্