বাঁশ

ইঞ্জা ২৫ জুন ২০১৯, মঙ্গলবার, ০১:০১:৪৬পূর্বাহ্ন রম্য ৩৭ মন্তব্য

বাঁশে বাঁশে সয়লাব
বাঁশেই নাকি বেশি লাভ
রাজনীতি নাকি এখন বাঁশনীতি
বাঁশেই হয় রীতিনীতি
ঘরে বাঁশ, বাইরে বাঁশ
সবাইরি এখন হাঁসফাস
বেফাঁস কথা কহিলেই
খাইতে হবে বাঁশ
বাঁশ খেয়ে জনগণ
ফেলে যে দীর্ঘশ্বাস

কেউ করে বাঁশ চাষ
বিকোবে যে বাঁশ
রাজনীতির ঢামাঢোলে
লাগিবে যে বাঁশ
কেউ খুশি বাঁশ দিয়ে
কেউ খুশি খেয়ে
জনগণের নাভিশ্বাস
বাঁশেরই কবলে

কেউ বানায় বাঁশের কেল্লা
কেউ বানায় ঘর
বাঁশের জন্য কেউ নয় আপন পর
ধর ধর বাঁশ ধর
দে জোরে পিছনে
বাঁশ খেয়ে নেতা যেন
দৌড় দেয় লন্ডনে।।

 

৩২২৯জন ২৯৩৬জন
0 Shares

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ