
বাঁশে বাঁশে সয়লাব
বাঁশেই নাকি বেশি লাভ
রাজনীতি নাকি এখন বাঁশনীতি
বাঁশেই হয় রীতিনীতি
ঘরে বাঁশ, বাইরে বাঁশ
সবাইরি এখন হাঁসফাস
বেফাঁস কথা কহিলেই
খাইতে হবে বাঁশ
বাঁশ খেয়ে জনগণ
ফেলে যে দীর্ঘশ্বাস
কেউ করে বাঁশ চাষ
বিকোবে যে বাঁশ
রাজনীতির ঢামাঢোলে
লাগিবে যে বাঁশ
কেউ খুশি বাঁশ দিয়ে
কেউ খুশি খেয়ে
জনগণের নাভিশ্বাস
বাঁশেরই কবলে
কেউ বানায় বাঁশের কেল্লা
কেউ বানায় ঘর
বাঁশের জন্য কেউ নয় আপন পর
ধর ধর বাঁশ ধর
দে জোরে পিছনে
বাঁশ খেয়ে নেতা যেন
দৌড় দেয় লন্ডনে।।
৩৭টি মন্তব্য
শাহরিন
বাশ দিয়ে কিন্তু রেললাইন ও আজকাল হচ্ছে দাদা, সেটা বাদ গেল কেন 😆
ইঞ্জা
তাই নাকি, ওরে আল্লাহরে এতো দেখি পুরাই বাঁশ! 😄
ছাইরাছ হেলাল
আপনি রম্যতে হাত পাকালেন কখন!! আগে তাই বলুন।
এ দেখছি বাঁশে বাঁশারণ্য।
সিরিজ গল্পের মাঝে মাঝে এমন দিলে চাটনির কাজ হয় ভাই।
চালু রাখার জোর দাবি জানাচ্ছি।
ইঞ্জা
হা হা হা হা, ভালোই বললেন ভাইজান, চাটনি দেওয়া ভালোই হতো। 😄
রম্য লেখা হটাৎ মাথায় আসে, আসলেই লিখে ফেলি ভাইজান। 😛
মাসুদ চয়ন
চারিদিকে অবিরামনার বাঁশ
ইঞ্জা
বাঁশই বাঁশ ভাই। 😜
নিতাই বাবু
আগে বাঁশ পিছে বাঁশ। ঘরে বাঁশ বাইরেও বাঁশ। রাজনীতির মাঠেও বাঁশ। বাঁশকে জাতীয় বৃক্ষ উপাধি দেওয়া হোক।
ইঞ্জা
একদম ঠিক বলেছেন দাদা, সহমত জানাই আপনার দাবির পক্ষে। 😜
সঞ্জয় মালাকার
চমৎকার বাঁশ দিলেন দাদা।
ধন্যবাদ।
ইঞ্জা
বাঁশ খাওয়া বাঙ্গালী বলে কথা। 😜
রেহানা বীথি
দারণ দারণ
রেহানা বীথি
দারুণ লিখতে গিয়ে বিরাট ভুল। এও কি বাঁশেরই কারসাজি😀
ইঞ্জা
হতেও পারে, বাঁশ দেখলেই তো বুক ধরফর করে উঠে। 😜
ইঞ্জা
😄😄
মনির হোসেন মমি
কেউ বানায় বাঁশের কেল্লা
কেউ বানায় ঘর
বাঁশের জন্য কেউ নয় আপন পর
ধর ধর বাঁশ ধর
দে জোরে পিছনে
বাঁশ খেয়ে নেতা যেন
দৌড় দেয় লন্ডনে।।
ও ভাইজান এতো দেশ থাকতে শুধু লন্ডনে কেন?অলওভার ছন্দের মিলের দারুণ বাক্য কৌশলী।
ইঞ্জা
লন্ডনে খাম্বা বাবার কথা কইলাম ভাই। 😄😄
তৌহিদ
আগে বাঁশ, পিছে বাঁশ। উপরে বাঁশ, নীচে বাঁশ। ডাইনে বামে, ঘরে বাইরে শুধু বাঁশ আর বাঁশ।
মাননীয় স্পীকার। বাঁশ দেয়া নেয়ার উপরে আইন জারি হোক। এই জ্বালা আর প্রাণে সয়না….
ইঞ্জা
ওলে বাবালে, আইন দিয়া কাম নাই, বাঙ্গালী বাঁশেই তো বেঁচে আছে। 😄😄
শিরিন হক
বাঁশ মারতে বাঙালির জুড়ি নেই। বাঁশ ভালোই লাগলো। ভায় লাগছে ব্লগে আবার বাঁশ না দেয় কেউ।
শিরিন হক
ভুল বানান এর জন্য বাশঁ না খাই ভয় ভায় হয়ে গেছে।
ইঞ্জা
হে হে হে, আমিও যে ভুলের মাস্টার। 😂
ইঞ্জা
হা হা হা হা, আপু ভয় পাওয়ার কিছুই নেই, ব্লগে বাঁশ দেওয়ার মানুষ নেই, যা ছিলো সব ঝেটিয়ে বিদায় করা হয়েছে। 😄
প্রদীপ চক্রবর্তী
ক্রাশেবাঁশে বাঙ্গালি।
কখন কে কোথায় বাঁশ দিয়ে যায় বলার মত না।
দারুণ রচনাশৈলী দাদা।
ইঞ্জা
খাঁটি বলেছেন দাদা, বাঁশ দিয়েই তো বাঙ্গালী মজা পায়। 😜
ধন্যবাদ দাদা।
আরজু মুক্তা
জীবনেও বাঁশ……হাইপ্রেসার,লোপ্রেসার,ডায়াবেটিস ইত্যাদি।
ইঞ্জা
এইজন্যই তো বললাম, বাঁশে বাঁশে সয়লাব। 😜
জিসান শা ইকরাম
জনগন বাঁশ খায়, নেতারা দেয় বাঁশ,
নেতারা বাঁশ খায়, জনগন দেয় বাঁশ।
তবে সাধারন জনতাই খায় বেশী।
লেখায় বাস্তবতা উঠে এসেছে।
শুভ কামনা।
ইঞ্জা
খাঁটি বলেছেন ভাইজান, ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
বাঁশের এতো এতো গুন! বাঁশকে দেখছি জাতীয় গাছ উপাধি দেয়া দরকার 😀😀
পুরো লেখাই বাঁশময় করে দিয়েছেন ভাইজান। দাড়ি-কমা সব উড়ে গেছে শেষের লাইনের জোড়া বাঁশে 😂😂
বেশি বেশি রম্য লিখুন, পড়ার আনন্দে বিভোর হই। শুভ কামনা সব সময় 🌹🌹
ইঞ্জা
😄😄 বাঁশময় জীবন ইহাকেই বলে আপু। 😂😂
মাছুম হাবিবী
জীবনটাই বাঁশময় ভাই
সুন্দর লিখেছেন
ইঞ্জা
ধন্যবাদ আপু। 😊
ইঞ্জা
সরি, ভাই।
হিমু ভাই
হাহা, জীবনটা বাঁশ😂
ইঞ্জা
পুরাই বাঁশ
আকবর হোসেন রবিন
হা হা ….এখানে অনেক গুলো রম্য পড়লাম। কিন্তু, শুধু আপনার ‘বাঁশ’ পড়ে হাসতে পেরেছি। ভালোবাসা রইল।
ইঞ্জা
সম্মানিত হলাম ভাই, ধন্যবাদ। 😊