বশীকরণ

হালিম নজরুল ২৯ মার্চ ২০২০, রবিবার, ০৮:৫১:৫১অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

বৃষ্টি ধোয়া মিষ্টি ছোঁয়া জোস্না মাখে যদি ,
আকাশটাতে সুপ্রভাতে ছড়ায় সুখের নদী।

নদীর জলে নায়ের ছলে জলকেলিতে যাস,
দেখবি মিতা প্রেমের সীতা খুব সহজে পাস।

সীতার মনে সে সুক্ষণে দিস প্রেমের অনল ,
শীতল ছায়ে নীটোল পায়ে বাজবে রাঙা মল

মল বাজিয়ে জল সাজিয়ে ধরবে প্রিয়া গান,
মুছবে আঁখি প্রাণের পাখি আনবে কলতান।

কলতানে সুখের বানে আগুন নেভে যদি
তোরই জন্যে সোনার কন্যে থাকবে নিরবধি।

***——————————————–***

৫০৭জন ৪০৫জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ