
বৃষ্টি ধোয়া মিষ্টি ছোঁয়া জোস্না মাখে যদি ,
আকাশটাতে সুপ্রভাতে ছড়ায় সুখের নদী।
নদীর জলে নায়ের ছলে জলকেলিতে যাস,
দেখবি মিতা প্রেমের সীতা খুব সহজে পাস।
সীতার মনে সে সুক্ষণে দিস প্রেমের অনল ,
শীতল ছায়ে নীটোল পায়ে বাজবে রাঙা মল
মল বাজিয়ে জল সাজিয়ে ধরবে প্রিয়া গান,
মুছবে আঁখি প্রাণের পাখি আনবে কলতান।
কলতানে সুখের বানে আগুন নেভে যদি
তোরই জন্যে সোনার কন্যে থাকবে নিরবধি।
***——————————————–***
২০টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
করোনা আতন্কের দিনে
সুন্দর একটি মিষ্টি কবিতা লিখলেন।
শুভ কামনা।
হালিম নজরুল
সবই আপনাদের আশির্বাদ দাদা।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্। কি মিষ্টি । মনে হয় টুপ করে খেয়ে ফেলি। খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এমন মিষ্টি একটি কবিতা উপহার দেবার জন্য। ভালো থাকুন শুভ কামনা রইলো
হালিম নজরুল
খেয়ে নিন না! আপনাদের জন্যই তো লেখা।
নৃ মাসুদ রানা
আমারেও বশীকরণ করতে পারেন আপনার কবিতায়…
হালিম নজরুল
ভাল থেকো প্রিয় লক্ষ্মীভাই।
নীরা সাদীয়া
খুব সুন্দর ছন্দ মেশানো বর্ননা। তবে ছবিটি দেখে একটা গান মনে পড়লো:
আমার যমুনাজল দেখতে কালো, চান করিতে লাগে ভালো
যৌবন মিশিয়া গেলো জ…লে
ঘডা পানিত নাইম্মা কন্যা ঘডা মাজন করে…
হালিম নজরুল
হা হা হা ধন্যবাদ ও ভালবাসা রইল।
ফয়জুল মহী
মনোমুগ্ধকর লিখনশৈলি
হালিম নজরুল
আপনাদের দোয়া ভাই।
ছাইরাছ হেলাল
নিটোল প্রেমের কবিতা।
হালিম নজরুল
আসলেই আপনাদের ভালবাসি।
রেহানা বীথি
কী মিষ্টি একটি কবিতা! পড়ে মন ভালো হয়ে যায়।
হালিম নজরুল
আমার কবিতায়ও কারো মন ভাল হয়!!!
আবেগাপ্লুত হলাম। শুভকামনা রইল।
সুরাইয়া পারভীন
করোনা আতংক থেকে বের হয়ে এমন মিষ্টি প্রেমের কবিতা পড়তে ভালোই লাগে। চমৎকার লিখেছেন ভাইয়া
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভেচ্ছা, ভাল থেকো সবসময়।
এস.জেড বাবু
ভিষন চুম্বকীয়তা শব্দের
টেনে ধরে যেন-
//কলতানে সুখের বানে আগুন নেভে যদি
হালিম নজরুল
একবুক ভালবাসা রইল ভাই।
জিসান শা ইকরাম
এত সুব্দর ভাবে ছন্দ মিলান কিভাবে ভাই?
প্রেমের কবিতা ভালো লাগে।
শুভ কামনা।
হালিম নজরুল
সবই আপনাদের দোয়া ও আশির্বাদ ভাই।
প্রেরণার জন্য কৃতজ্ঞতা রইল।