
কোনও এক রাতে
যদি বিস্তৃত খোলামাঠে
গলে যেতে দেখো রূপোলী জ্যোৎস্নাকে
জেনো, বলা যায় এ রাতের বেলায়, ভালোবাসি।
না থাক কোনও প্রস্তুতি, হাতে লাল গোলাপ
দিনের যেকোনও সময় হুট করে মনে এলেই বলা যায়, ভালোবাসি।
থেকো না বসন্তদিনের অপেক্ষায়
কৃষ্ণচূড়ার কুঁড়ি ফুটতে দিও না
তোমার শূন্যতার গায়ে কোমল পরশ বুলিয়ে বলে দাও, ভালোবাসি…….
২৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বলে দিবে ‘ভালোবাসি’। না বলে পারবেইনা। শুভ কামনা রইলো
রেহানা বীথি
ভালো থাকবেন আপু।
সাবিনা ইয়াসমিন
আর কিছুর জন্যে নয়,
ভালোবাসি শোনার অপেক্ষায়,, একবার বলে দাও ভালোবাসি 🙂
ভালোবাসা আসবেই ভালোবাসি বলতে 🙂
শুভ কামনা ❤❤
রেহানা বীথি
একদম।
ভালো থাকুন সবসময়।
ফয়জুল মহী
দারুণ এক অনুভুতি ,বেশ ভালো লাগলো ।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
লাল হলুদের গোলাপে
বলেন ভালবাসি।
ছেলে বেলার গল্প শুনে
আজ ও আমি হাসি।
তেমন কোন গল্প নয়তো আপু?
শুভ কামনা।
রেহানা বীথি
ভালো থাকবেন দাদা।
ছাইরাছ হেলাল
খুব ই অলীক ও দুর্লভ বিষয়ের ভাবনা!
ভালোবাসা ভাল না!
রেহানা বীথি
দুর্লভ, কিন্তু ভালোবাসাতেই ভালোবাসা সবার।
কামাল উদ্দিন
বেশ আবেগী লেখা, ভালোবাসার ভালো কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম আপু।
রেহানা বীথি
ভালো থাকবেন ভাই।
কামাল উদ্দিন
আপনিও ভালো থাকুন সব সময়।
জিসান শা ইকরাম
ভালোবাসি বলতে কোনো সময় বা প্রস্তুতির দরকার হয়না,
যে কোন সময়, অবস্থায় বলে ফেলা যায়।
রেহানা বীথি
ভালো থাকবেন ভাইয়া।
আরজু মুক্তা
আসলেই তো হুট করে বলা যায়,” ভালোবাসি”!
রেহানা বীথি
ভালো থাকবেন আপু।
সুরাইয়া পারভীন
ভালোবাসি না শোনায় ভালো
ভালোবাসা ভালো না গো আপু
চমৎকার লিখেছেন
রেহানা বীথি
অনেক শুভকামনা রইল।
তৌহিদ
এমন জ্যোৎস্না অনেকদিন দেখিনা। তবে ভালোবাসার কথা দিনক্ষণ হিসেব না করে বলে দেয়াই উত্তম।
ভালো লাগলো লেখা পড়ে আপু।
রেহানা বীথি
ভালো থাকবেন ভাই।
জাকিয়া জেসমিন যূথী
তোমার শূন্যতার গায়ে কোমল পরশ বুলিয়ে বলে দাও, ভালোবাসি…….
সূপর্ণার মতো করেই বলি… বলে দিবে ‘ভালোবাসি’। না বলে পারবেইনা। শুভ কামনা রইলো।
রেহানা বীথি
শুভকামনা আপনার জন্যও।
পর্তুলিকা
ভালবাসা আসুক যেকোনো লগ্নে। ভালবাসার মানুষের আগমনে সব লগ্নই শুভ হয়ে যায়।
রেহানা বীথি
ভালো থাকবেন সবসময়।
সঞ্জয় মালাকার
ভালোবাসা আসুক হৃদয় গহীনে, প্রিয় মানুষের আগমনে।
পড়ে ভালো লাগলো দিদি,আপনার জন্য শুভ কামনা 🌹🌹
রেহানা বীথি
ভালো থাকুন সবসময়।