
উদাত্ত আহ্বানের নিশি-লগ্ন
হিরণ্ময় সুখ, এমন বিস্মরণে,
ঝরা পালকের উদ্বাস্তুতা নিয়ে
শুধুই উড়তে থাকা,
বিশুদ্ধ-প্রাণ জীবনের এ-এক
অলিখিত পরিপাটি চেহারা।
হাসপাতাল বেডে শুয়ে শুয়ে
শুধুই কড়িকাঠ গোনা;
তবুও ঝুঁকে-পড়া হু-হু করা জীবনের
সফেদ বর্ণাঢ্য পায়চারি, আদি-অনন্তের
ঝকঝকে নির্নিমেষ রোদে;
ছবি নেট থেকে।
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
হাসপাতাল বেডে শুয়ে শুয়ে
শুধুই কড়িকাঠ গোনা;
তবুও ঝুঁকে-পড়া হু-হু করা জীবনের
সফেদ বর্ণাঢ্য পায়চারি, আদি-অনন্তের
ঝকঝকে নির্নিমেষ রোদে; কঠিন বাস্তবতা। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
আপনি দেখি কপি-পেস্ট ভালই রপ্ত করে ফেলেছেন।
মানছি না, মানবো না।
তবুও বলি ভাল থাকুন।
রেহানা বীথি
সবচেয়ে কঠিন কাজ কবিতায় মন্তব্য করা, পেঁয়াজ কাটার চেয়েও কঠিন।
উপলব্ধিতে মুগ্ধ হলাম ভাইয়া।
ছাইরাছ হেলাল
কত কথা বলেরে!
সত্যি বলছি, আসলেই কঠিন, স্বীকার করি বা না করি।
দেখুন এ জন্য-ই কবিতা লিখি না! (আসলে পারি ও না)।
নিরাপদে থাকবেন সবাইকে নিয়ে।
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর লেখনী । অনবদ্য l
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ।
ইসিয়াক
হঠাৎ এমন কথামালা। যাহোক বিষন্ন ভালো লাগা।
নিরন্তর শুভকামনা।
ছাইরাছ হেলাল
অনেক দিন পর দেখলাম আপনাকে।
যখন যা মনে আসে, তাই ই লিখে যাই।
ধন্যবাদ।
তৌহিদ
জীবনের মানে কি এটাই বুঝতে পারিনি আজ পর্যন্ত। যখন যেদিকে যেমন যাচ্ছে সেদিকেই যাচ্ছি। ছবিটি কিন্তু দারুণ!
ছাইরাছ হেলাল
জীবনের মানে বোঝার চেষ্টা বৃথা, বড় বড় মানুষেরা-ই কিনারা করে যেতে পারেনি।
আমরা সেখানে তুচ্ছ।
নেটের ছবি তো।
কামাল উদ্দিন
মাঝে মাঝে মনটায় চায় কবি হয়ে যাই, তাহলে তো আমিও এমন সব কবিতার আকিবুকি কাটতে পারবো কাগজের বুকে।
ছাইরাছ হেলাল
উহ্ এমন ভাবনা ও মনে নিবেন না, খুব খ্রাপ হয় কবিরা!!!
কামাল উদ্দিন
কবি হতে পারলে আমিও কম খারাপ হতে পারবো না 😀
ছাইরাছ হেলাল
আপনার উদ্দেশ্য তো সুবিধের মনে হচ্ছে না।
সঞ্জয় মালাকার
হাসপাতাল বেডে শুয়ে শুয়ে
শুধুই কড়িকাঠ গোনা;
তবুও ঝুঁকে-পড়া হু-হু করা জীবনের
সফেদ বর্ণাঢ্য পায়চারি, আদি-অনন্তের
ঝকঝকে নির্নিমেষ রোদে;
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন।
হালিম নজরুল
জীবনপথে শুরু আছে, গন্তব্য জানা নেই। তবুও হাসপাতালের বেডে শুয়ে না হয় সেপথেই পায়চারী হোক।
ছাইরাছ হেলাল
ঠিক বলেছেন, শেষটুকু শুধুই অজানা/অচেনা।
তাই শুধুই অপেক্ষা আর অপেক্ষা।
আরজু মুক্তা
মরণ আছে জেনেও আমরা বীরদর্পে হাঁটি। প্রতিদিন একটু করে ভাবলে হয়তো কষ্ট লাঘব হতো।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ, এবারে ফাঁকি দেন-নি।
জীবনের সব থেকে সত্য অংশটুকু আমরা ভুলেই থাকি।
নিরাপদে থাকবেন।