
আকাশ তুমি কাঁদছো কেনো আচল ঢাকা চোখে
তোমার চোখে কান্না দেখলে দেশটি জলে ভাসে।
বন্যা আমার আদুরে মেয়ে বাপের বাড়ি আসে
মায়ের চোখে খুশির ছলে বুকটা জলে ভাসে।
সাপ নেউলে খেলা করে বন্যা যখন আসে
ভয়ের ছোটে বুকটা আমার ভারী হয়ে আসে
মাঠ জুড়িয়ে পাকা ধানে খেলতো যখন বাতাস
মনটা আমার উজাড় করে নিতাম বড় শ্বাস।
বন্যা আমার মাঠ ডুবিয়ে পাকা ধানে ভাসে
হতাশ চোখে বুক ফেটে যায় ব্যর্থ দীর্ঘশ্বাসে।
আকাশ তুমি হাসো এবার চোখটা খুলে দেখো
সব কিছু আজ জলে ভাষে বাচিঁয়ে কিছু রেখো।
বন্যা আমার দুরন্তপনা নদী ভাঙন হাসে
ঘর বাড়ি শষ্য জমি সব জলে ভাসে।
তোমার বুকে সুয্যি মামা উঁকি দিয়ে দেখে
তাকে তুমি জায়গা দিও মেঘ সড়িয়ে রেখে।
বন্যা আমার অভিমানি যাবার সময় হলে
সবাই তাকে বিদায় দেবে সূর্যের দেখা পেলে।
বন্যা আমার বদমেজাজী রুদ্র রূপে আসে
বাপের বাড়ির আবর্জনা ধুঁয়ে দিয়ে ভাসে।
পঙ্কিলতার ভরা দিঘী ডুবিয়ে দিতে আসে
চাষ আবাদের পলি মাটি উর্বরতায় হাসে।
আকাশ তুমি শান্ত থেকো আর কান্না নয়
বন্যা আমার চলে যাবে সু্য্যি মামার ভয়।
শ্রাবন মাসের বাদলা দিনের হিসেব বুঝে লয়
বন্যা তোমার সানাই বাজে বিদায় দিতে হয়।
ছবি নেট থেকে
২৭টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
অনেক ছন্দময় ছড়া পাঠ করলাম কবি দা
অনেক শুভেচ্ছা রইল————–
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
ভাল থাকবেন ভাইজান। শুভ কামনা।
ফয়জুল মহী
অনবদ্য ভাবনায় সুন্দর একটি লেখা। শুভেচ্ছা
সুপায়ন বড়ুয়া
চেষ্টা করেছি ভাইজান করোনা থেকে দুরে থেকে বন্যাকে নিয়ে থাকতে।
ভাল থাকবেন। শুভ কামনা।
দালান জাহান
বন্যা এখন অনেক মানুষের হাহাকার করেন।
সুপায়ন বড়ুয়া
বন্যা আসে বছর বছর
কিছু ভাঙে কিছু গড়ে।
ভাল থাকবেন ভাইজান। শুভ কামনা।
নিতাই বাবু
আহা্!! বন্য নিয়ে কবির চোখে দুঃস্বপ্নের হতাশা,
তাইতো বুঝি বন্যা মেয়ে এবার দেখাচ্ছে তামাশা।
দারুণ হয়েছে দাদা। শুভকামনা থাকলো।
সুপায়ন বড়ুয়া
করোনা কালে বন্যার রূপটা সর্বগ্রাসি।
বন্যা যদি করোনা টাকে ধুয়ে মুছে নিয়ে যায় আছি।
আপনার কাব্যিক মন্তব্যটা উপভোগ করলাম দাদা।
শুভ কামনা।
তৌহিদ
দেশের অনেক জায়গার মানুষ বন্যায় নাকাল অবস্থার শিকার হয়েছেন। যদিও বন্য তাদের কাছে পরিবারের সদস্যের মতই তবুও কস্টতো আছেই। মেঘ কেটে গিয়ে রৌদ্র আসুক এটাই প্রার্থণা।
চমৎকার লেখা পড়লাম দাদা।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
মেঘ কেটে গিয়ে রৌদ্র আসুক এটাই প্রার্থণা।
ধুঁয়ে মুছে নিয়ে যাক প্রাণঘাতি করোনা।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা অসাধারণ, অনবদ্য । কবিতাটি আমার খুব ভালো লেগেছে। বন্যা জেদী মেয়ে , বাপের বাড়ি এসে তুলকালাম কাণ্ড করে । চমৎকার উপস্থাপন।
সুপায়ন বড়ুয়া
যাক এবার দিদির মন ভরেছে
বন্যা আমার আদুরে মেয়ে ভাগ্য নিয়ে আসে।
করোনা নামক শত্রুটাকে বিনাস করবে শেষে।
ভাল থাকবেন দিদি। শুভ কামনা।
মনির হোসেন মমি
কোন সমস্যাই স্থায়ী নয়।একদিন অন্ধকার ঘন মেঘের আড়ালে সূর্য উঠবেই। চমৎকার সমসায়িক নিয়ে লেখা কবিতা।
সুপায়ন বড়ুয়া
সহমত মমি ভাই।
মেঘের আড়ালে সুর্য হাসে
আমরা সবাই আশায় আছি
সুদিন যাতে ফিরে আাসে।
ভাল থাকবেন। শুভ কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দেশ আর জনমানুষের দুঃখজনক চিত্র ফুটে উঠেছে —- বন্যা আমার দুরন্তপনা নদী ভাঙন হাসে
ঘর বাড়ি শষ্য জমি সব জলে ভাসে। খুব ভালো লেগেছে দাদা। ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
করোনার সাথে বন্যা
দু:খ কষ্ট আর না
নতুন দিনের স্বপ্ন দেখি
শুভ দিনের সুচনা।
ভাল থাকবেন। শুভ কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
কবিতায় সুন্দর উত্তর দিয়েছেন। শুভ কামনা রইলো দাদা।
আরজু মুক্তা
করোনা সাথে বন্যা। জনগণের হাহাকার।
এসব নিয়েই আমাদের হাসি কান্না বসবাস
সুপায়ন বড়ুয়া
হাসি কান্নার হোক অবসান
আবার আসবে ফিরে
জীবনের মান।
হতাশ নয় আপু। ভাল থাকবেন।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
এ বদমেজাজি বন্যা সূর্যি মামাকে আর ভয় পায় না,
আর পলির গল্পেও কোন কাজ হয় না।
চারিদিকে শুধুই বনভাসিদের কান্না।
সুপায়ন বড়ুয়া
সহমত মহারাজ।
বন্যা বদ মেজাজী মেয়েটি চর্তুদিকে
ধ্বংষের চিহ্ন রেখে যাচ্ছে।
তবু মেয়ে বলে কথা।
ভাল থাকবেন। শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
বানভাসি ভাসছে মানুষ কষটে মানুষ কাদে
বন্যা হাসে জলের উপর মানুষ ভাসে
জন্মকালের পোশাক নাইবা থাকে।
সুপায়ন বড়ুয়া
সুন্দর বলেছেন ভাইজান।
তাড়াতাড়ি মুক্ত হতে পারলে বাঁচি।
ভাল থাকবেন। শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
সবই শ্রষ্টার রহমতেই হবে। আমাদের তার প্রতি বিশ্বাস রেখে ধৈর্য্য ধারন করাই মুখ্য।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
স্রষ্টা আমাদের সহায় হোন।
ভাল থাকবেন। শুভ কামনা।
মোনাব্বার হোসেন
অনন্য সুন্দর লিখেছেন
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান সাথে থাকার জন্য
মন্তব্যে অনুপ্রানিত।
ভাল থাকবেন। শুভ কামনা।
ঈদ মুবারক !