আজ আগস্টের প্রথম রবিবার। বিশ্ব বন্ধুত্ব দিবস। এই দিবসটি নিয়ে নানা মানুষের নানা মত। কেউ বলে এটি আগস্টের দুই তারিখে, কেউ বলে মার্চ মাসে, আবার কেউ বলে ফেব্রুয়ারিতে। তবে বেশির ভাগ মতানুসারে আগস্টের প্রথম রবিবারেই বিশ্ব বন্ধুত্ব দিবস পালন করা হয়। এশিয়া সহ অন্যান্য অনেক দেশেই আজ বিশ্ব বন্ধুত্ব দিবস পালিত হচ্ছে।
বন্ধু মানে কি?
বন্ধু হলো এমন একটি সম্পর্কের নাম, যা কখন কার সাথে হয়ে যায় আগে থেকে কেউ জানতে/বুঝতে পারেনা। বন্ধুত্বে প্রেম থাকে, ভালোবাসা থাকে, থাকে আস্থা, বিশ্বাস, নির্ভরশীলতা। ইংরেজিতে বন্ধু বানানের দারুন বিশ্লেসন পাওয়া যায়।
F – Few
R – Relations
I – In
E – Earth
N – Never
D – Die
বন্ধু, যে সুখে-দুঃখে পাশে থাকে। বন্ধু, যে বিনা প্রতিশ্রুতিতে রক্ষা করে সকল কর্তব্য। বন্ধু, যে ভাগ করে নেয় জীবনের সব নির্মমতা। বন্ধু, যে ধৈর্যের চুড়ান্তে পৌছেও হাসিমুখে বলে উঠে, যা খুশি করো আমি আছি তোমার সাথে।
★ সোনেলা ব্লগের সকল ব্লগার, পাঠক, সদস্যদের বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা রইলো।
বিশ্ব বন্ধুত্ব দিবস শুভ হোক।
৩৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বন্ধু তুমি সকল সম্পর্কের মহারাজা
বন্ধু মানে প্রফুল্লবদনে হাসা আর হাসা
বন্ধু মানে জনে জনে পাশে থাকা
বন্ধু মানে আপদে বিপদে অবিরাম সহবস্থান।
সাবিনা ইয়াসমিন
বন্ধুত্বের জয় হোক। ভালো থাকুক সকল বন্ধুদের বন্ধুত্ব।
ধন্যবাদ মজিবর ভাই। শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা রইল।
মনির হোসেন মমি
জয় হউক বন্ধু দিবস।জয় হউক বন্ধুত্বের বন্ধন। আসলে তাই বন্ধু বন্ধুর মত হলে জীবনের সকল স্বাদই পাওয়া যায়।পরস্পর সুসম্পর্ক থাকার নামই বন্ধুত্ব। আপনাকেও বন্ধু দিবসে অসংখ্য শুভ কামনা ও অভিনন্দন।পরিবারের সবাইকে নিয়ে ভাল থাকবেন।
সাবিনা ইয়াসমিন
বন্ধুত্বের বন্ধন অমর হয়।
ভালো থাকবেন মমি ভাই। শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
শুভ বন্ধু দিবসের শুভেচ্ছা ❤️❤️
জয় হউক বন্ধুত্বের.
“প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব”।❤️💚💛🧡💙
–এমারসন।
সাবিনা ইয়াসমিন
সর্ব শ্রেষ্ঠ সম্পর্ক বন্ধুত্বে গড়ে উঠে। বন্ধুত্বের জয় হোক।
শুভ কামনা প্রদীপ 🌹🌹
তৌহিদ
ধন্যবাদ সাবিনা আপু বন্ধু দিবসে এমন একটি পোস্ট দেবার জন্য। বন্ধু মানেই অন্যরকম অনুভুতি, ভালোবাসা, ঝগড়া, খুনসুটি, আবেগের নানানরকম রুপ। বন্ধু দিবসে ভুলে যাই পুরোনো সব অভিমান, হাত মিলিয়ে এগিয়ে যাই সামনের দিকে।
বন্ধু দিবসের শুভেচ্ছা রইলো। 🌹🌹
সাবিনা ইয়াসমিন
আপনাকেও শুভেচ্ছা। অনেক ধন্যবাদ তৌহিদ ভাই। শুভ কামনা 🌹🌹
তৌহিদ
🌹🌹 শুভকামনা রইলো আপু।
শাহরিন
শুভ বন্ধু দিবস।
সাবিনা ইয়াসমিন
শুভেচ্ছা, ভালোবাসা সর্বদা ❤❤
আসিফ ইকবাল
শুভ বন্ধুত্ব দিবস। পৃথিবীর সকল বন্ধু সুখী হোক।
সাবিনা ইয়াসমিন
সব বন্ধুরা ভালো থাকুক। শুভ কামনা 🌹🌹
শাফিন আহমেদ
বন্ধু হল নির্ভরতা , বন্ধু হল ক্রাইম পার্টনার , বন্ধু মানে রাতের আধারে পাশের বাড়ির ডাব চুরি ।
বন্ধু দিবসে শুভেচ্ছা রইল ।
সাবিনা ইয়াসমিন
অনেক শুভেচ্ছা আপনাকেও। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
শামীম চৌধুরী
বন্ধুত্ব অমর হোক।
সাবিনা ইয়াসমিন
শুভ কামনা 🌹🌹
শিরিন হক
পৃথিবীর শ্রেষ্ঠ তম সম্পর্কের নাম বন্ধুত্ব।
সকল বন্ধত্বের প্রতি শ্রোদ্ধা ভালোবাসা।
সাবিনা ইয়াসমিন
ভালো থাকুক বন্ধুরা। শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
বন্ধু দিবসের শুভেচ্ছা ও শুভকামনা অফুরান প্রিয় আপু।
ইঞ্জা
🌼🌻🌺🍁
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আপনাকেও ভাইজান। ভালো থাকবেন সব সময় 🌹🌹
ইঞ্জা
💕💕💕💕💕
নাজমুল হুদা
বন্ধু হোক জীবনের প্রতিবিম্ব
শুভেচ্ছা রইলো আপু
সাবিনা ইয়াসমিন
শুভেচ্ছা তোমাকেও নাজমুল। খুব ভালো থেকো। শুভ কামনা অবিরত 🌹🌹
ছাইরাছ হেলাল
বন্ধুত্ব তো দেখছি বেশ কঠিন/জটিল বিষয়।
এগুলাইন এখন পাওয়া যায় বলে তো মনে হচ্ছে না।
তবুও সোনেলারা এটি পাচ্ছে, দেখতে ভালই লাগে।
সাবিনা ইয়াসমিন
আপনি সোনেলার বন্ধু, সোনেলা আমার বন্ধু। 😀😀।
শুভেচ্ছা মহারাজ। শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
বন্ধু মানে এককাপ চা দুজনে মিলে খাওয়া।
সাবিনা ইয়াসমিন
শুভেচ্ছা, শুভ কামনা। 🌹🌹
জিসান শা ইকরাম
বন্ধু দিবসের শুভেচ্ছা আপনাকেও,
বন্ধু দিবসে এমন পোস্টের জন্য ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
জাহিদ হাসান শিশির
আমার অনেক ভালো বন্ধু আছে। আমি ভাগ্যবান বলতে গেলে।
সাবিনা ইয়াসমিন
বাহ! খুব ভালো কথা।
ভালো থাকুন চমৎকার বন্ধু ভাগ্যে উদ্ভাসিত হয়ে। শুভ কামনা 🌹🌹