
কষ্টে-সৃষ্টে বেঁচে থেকে ভাবি,অন্ধময় জীবন হলেও মন্দ কী!
অন্তর্ভেদে/অর্থভেদে কত কী পড়ে-টড়ে ফেলি, দেখেও ফেলি,
শুশ্রূষার দেয়ালে গা-এলিয়ে নীল আকাশে চোখ রাখি,
জীবনের হাঁটা পথে হাঁটতে হাঁটতে অনিবার্যতায় মেনে নিয়েছি
প্রত্যাঙ্গিক সকল ক্ষতি;
মেঘ-প্রতিমায় চোখ রেখে অবলীলায় সাঁকো পাড়ি দেই,
রোদহীনতায় ভাবি, এই ত জীবন, অলক্ষ্যে হাসে ঝড়ের-বৃষ্টি।
অনঙ্গ আলস্যের কোন এক বিকেলে উদ্বাস্তু শহরে মৃতদের
উল্লাস শুনতে পাই, অনায়াস শ্মশান কোলাহলে, এক গ্রাসে গিলে ফেলা
করোনারা ভিড় করে আঙ্গিনা জুড়ে,
এক অনাবৃত শবদেহদের নিয়ে হেঁটে যাই মিছিলে মিছিলে;
বিবাগী সময়, বনবাসে সে এবার যাবেই,
কিন্তু শীত-বসন্তের হাতছানি কী করে সে এড়ায়?
*****মুক্ত ! সে না-কী দশ-কুড়ি অণুগল্পের লেখা লিখে ফেলেছে!!!!!!!
২২টি মন্তব্য
মনির হোসেন মমি
জীবন চলমান।যে ভাবে অতিবাহিত হয় তাই মন্দ কী। খুব সুন্দর কবিতা।প্রতিটি লাইনেই যেন এক একটি অরর্থবহ বাক্য।
ছাইরাছ হেলাল
সব কিছু যতটুকু পারা যায় মানিয়ে নিয়েই আমাদের জীবন।
ভাল থাকবেন আপনি।
সুপায়ন বড়ুয়া
“করোনারা ভিড় করে আঙ্গিনা জুড়ে,
এক অনাবৃত শবদেহদের নিয়ে হেঁটে যাই মিছিলে মিছিলে; “
জীবন থমকে যায় বেলা অবেলায় শুধুই অকালে।
ভালই লিখলেন ভাই। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
জীবনের অমোঘ পরিণতি শুধুই দেখে যাই, দেখে যাই নিরবে নিভৃতে।
ভাল থাকবেন আপনি।
আরজু মুক্তা
ওমর খৈয়াম এর উক্তি থেকে বলি, ” এ মুহূর্তের জন্য খুশি হও। কারণ এই মুহূর্তটিই তোমার জীবন। ”
এডমিন প্যানেল ও সহ ব্লগারদের ভালোবাসায় সিক্ত আমি।
আর যিনি কঠিন শব্দচয়ন করে কবিতাকে হৃদয়ে রাখার ব্যবস্থা করে দিয়েছেন তাঁকে বলবো, ” আজ হেমন্তে যতগুলো ফুল ফুটেছে, সব আপনার জন্য। ”
ভালোবাসা অবিরাম।
সুস্থ থাকুন সবসময়।
ছাইরাছ হেলাল
কোন সময় সিক্ত হলেন! আর কীভাবেই বা তা হলেন কিছু তো বুঝলাম না। বললেন ও না।
এডমিন আর সহ ব্লগার আপনারে সিক্ত করল !! কিছু তো বুঝলাম না।
ফুলের নাম-ধাম আর সংখ্যা বলে দিন।
আসলে এখানে আমরা তো আমরাই, আপনার মঙ্গল কামনা করি অবশ্যই।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি দা
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
হোকনা খরা হোকনা ভাঙ্গা
ভাঙ্গা তরি বাইতে ভাঙ্গা
সব বৈরি পথ ডিঙ্গিয়ে
সব মানুষের ভালোবেসেই হয় সঙ্গী।
করোনা থাক মানবতা আরো
আরো বেশি প্রাধান্য পাক ধরণি।
ছাইরাছ হেলাল
সব অকল্যানকে পেছনে ফেলে আমরা শুধুই আলোটুকু পেতে চাই.
ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
সহমত কবি
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
উর্বশী
সুন্দর লিখেছেন। বেশ ভাল লাগলো।
সব কিছু কল্যান ময় হোক।অপার শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনি ও ভাল থাকবেনা সারাক্ষণ ।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
যা কিছু ঘটছে সবই তাঁরই ইশারায়। আমাদের সহ্য করেই আনন্দ টুকু খুঁজে বেঁচে থাকার রসদ নিতে হবে। মুক্তা আপুর জন্য শুভকামনা। আর আপনি ও ভালো থাকুন সুস্থ থাকুন
ছাইরাছ হেলাল
ইশারা তো তাঁর ই, আমাদের শুধুই খাবি খাওয়া।
তিনি এখন দারুন লিখয়ে।
আপনার জন্য ও শুভ কামনা।
তৌহিদ
জীবনের অমোঘ পরিণতি খন্ডানোর সাধ্যি কারোরেই নেই।
ভালো থাকুন ভাইজান
ছাইরাছ হেলাল
আমাদের শুধুই ভেসে যাওয়া প্রাণপনে।
ধন্যবাদ ভাই।
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা মানুষটির জন্য॥ ভালো থাকুন সবসময়।
ছাইরাছ হেলাল
অবশ্যই শুভ কামনা তাঁর জন্য।
আপনাকে ধন্যবাদ।
জিসান শা ইকরাম
জীবনের এই অনিবার্যতা আমাদের মেনে নিতেই হয়, নেইও।
আরজু মুক্তা দিন দিন পরিপক্ক হচ্ছেন তার লেখায়। লেখার মান বিচারে নিজেকেই অতিক্রম করে যাচ্ছেন প্রতিনিয়ত। নিজের সাথেই যেন প্রতিদ্বন্দ্বিতা।
সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সোনেলার একজন অকৃত্রিম বন্ধু তিনি।
শুভ কামনা আরজু মুক্তার জন্য।
আপনাকেও ধন্যবাদ এমন একটি লেখা প্রকাশের জন্য।
ছাইরাছ হেলাল
এই অনিবার্যতা নিয়েই আমাদের জীবন।
সত্য ই তিনি আমাদের অবাক করে দিয়ে ক্রমাগত নিজেকে অতিক্রম করে যাচ্ছেন।
সোনেলাকে করে যাচ্ছেন ধন্য তাঁর লেখনীতে। এ স্বীকারোক্তি তিনি পেতেই পারেন, পাচ্ছেন ও।
ধন্যবাদ।