
কলম দিয়ে একেঁছি কত
এটা ওটা সেটা।
রাবার দিয়ে মুছেছি কত
কাগজ বই খাতা।
কত কলম নষ্ট করেছি
কত খাতার পাতা।
অ আ ক খ’র বই ছিঁড়েছি
ছড়ার বই যাতা।
মায়ের বকুনি শুনেছি কত
শুনেছি ভাইয়ের জারি।
তবুও কি শেষ হয়েছে
আমার যত বাহাদুরি।
বইখাতা আর কলমের সাথে
প্রতিদিন হয় দেখা।
ছড়া পড়ি গল্প পড়ি
আর লাগেনা একা।
তোমরা সবাই বইখাতা নিয়ে
চলে যাও স্কুলে।
ছোট্ট বেলায় ছিঁড়েছে যত
আর ছিঁড়না ভুলে।
৩২টি মন্তব্য
সুরাইয়া পারভিন
আহা! ছোট্টবেলার স্মৃতি বিজড়িত লেখা। দারুণ লেগেছে
উফফ কারণে অকারণে কতো কাটাকুটি,ছেঁড়া ফোঁড়া করা।কত বই না জানি ছেঁড়ে ফেলেছি
নৃ মাসুদ রানা
আমরা সবাই…..
অনন্য অর্ণব
অকৃত্রিম শৈশবের চিত্রায়ন। ভালো লাগছে খুব।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় কবিবর..
রাফি আরাফাত
ছোটবেলায় যেন ফিরে যাই, অসাধারন। ভালো লাগলো
নৃ মাসুদ রানা
ধন্য হলাম…
কামাল উদ্দিন
এমন ছড়া মনটাকে নষ্ট্যালজিক করে তোলে, শুভেচ্ছা জানিয়ে গেলাম ভাই।
নৃ মাসুদ রানা
এমন ছড়া মনটাকে নষ্ট্যালজিক করে তোলে, সত্যি বলছি, আমার ক্ষেত্রেও একইরকম।
কামাল উদ্দিন
আসেন এবার আমরা গলাগলি ধরে পথ চলি 🙂
কামাল উদ্দিন
[ছবি মুছে ফেলা হয়েছে]
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়।
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ।
জিসান শা ইকরাম
ছোট বেলার স্মৃতি মনে করিয়ে দিলেন ভাই,
ভালো লেগেছে খুব।
মায়ের বকুনি শুনেছি কত
শুনেছি ভাইয়ের জারি। < ঝারি হবে শব্দটা মনে হয়। শুভ কামনা।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ, আমিও প্রতিনিয়ত শিহরিত হই।
ছাইরাছ হেলাল
ফিরিয়ে নিয়ে গেলেন সেই, সেই কুট্টি কালে!
নৃ মাসুদ রানা
বারবার ফেলে আসা দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে।
মনির হোসেন মমি
ছোট বলার স্মৃতিতে নিয়ে গেলেন। ধন্যবাদ।
নৃ মাসুদ রানা
এ স্মৃতি ভুলতে পারিনা কোনমতে..
নিতাই বাবু
এমন দিনগুলোতেই আনন্দে ছিলাম, ভালো ছিলাম।
[ছবি মুছে ফেলা হয়েছে]
আপনার লেখনী পড়ে মুগ্ধ হলাম। তাই এক নদী ভালোবাসার সাথে লাল গোলাপের শুভেচ্ছা।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়, আপনাদের উৎসাহে আমি আনন্দিত হই…..!
এস.জেড বাবু
মিষ্টি ছন্দের লিখা
বেশ ভাল লাগলো ভাই
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়
রেহানা বীথি
বাহ্, সুন্দর লিখলেন। ছোটবেলার দুষ্টুমির কথা মনে পড়লো।
নৃ মাসুদ রানা
আনন্দিত হলাম…
সঞ্জয় মালাকার
ছোট বেলার স্মৃতিকথা,
বইখাতা আর কলমের সাথে
প্রতিদিন হয় দেখা।
ছড়া পড়ি গল্প পড়ি
আর লাগেনা একা।
এই দিনগুলোতেই তো আনন্দ ছিলাম।।
নৃ মাসুদ রানা
আমি আপনি সবাই এই দিনগুলোতে আনন্দে ছিলাম।
সাখিয়ারা আক্তার তন্নী
খাতা আর কলম কিন্তু আমার খুব প্রিয়,
ভালো লাগলো।
নৃ মাসুদ রানা
ও তাই, আপনার জন্য উপহার রইলো…
সিকদার সাদ রহমান
সুন্সর লিখেছেন ভাই
নৃ মাসুদ রানা
ধন্যবাদ, আনন্দ পেলাম।
আরজু মুক্তা
শৈশব সবসময় মধুর
নৃ মাসুদ রানা
একদম ঠিক বলেছেন।