বইখাতা

মুহম্মদ মাসুদ ৩ নভেম্বর ২০১৯, রবিবার, ০৯:৩৯:২৩পূর্বাহ্ন কবিতা ৩২ মন্তব্য

কলম দিয়ে একেঁছি কত
এটা ওটা সেটা।
রাবার দিয়ে মুছেছি কত
কাগজ বই খাতা।

কত কলম নষ্ট করেছি
কত খাতার পাতা।
অ আ ক খ’র বই ছিঁড়েছি
ছড়ার বই যাতা।

মায়ের বকুনি শুনেছি কত
শুনেছি ভাইয়ের জারি।
তবুও কি শেষ হয়েছে
আমার যত বাহাদুরি।

বইখাতা আর কলমের সাথে
প্রতিদিন হয় দেখা।
ছড়া পড়ি গল্প পড়ি
আর লাগেনা একা।

তোমরা সবাই বইখাতা নিয়ে
চলে যাও স্কুলে।
ছোট্ট বেলায় ছিঁড়েছে যত
আর ছিঁড়না ভুলে।

১৪৭১জন ১৩১৫জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ