
ভোরের ফুল-পাখি জেগে উঠার আগে,
রোঁদেলা রবির পিপাসিত অণলে
শিশির শুষে নেবার ক্ষণে,
ফুঁটে উঠো মোবাইল- স্ক্রিনে রাঙা গোলাপের মতো।
নাস্তার টেবিলে ভাজি-ডালের উপর্যুপরি আহ্বানকে তোয়াক্কা করি
পরোটায় মিসিং সুজির হালুয়া ;
কেন জানো?
সুজির হালুয়ায় তুমি থাকো কড়া চিনির স্বাদ হয়ে।
দুপুরের ভাত কমই খাই এখন,
সেই-যে সেই-বার কালাভুনায় বেশি খাওয়া ভাতটুকু
পেট ভরিয়ে মনটাও ভরে দিলো!
এরপর আর খাওয়া যায় তোমায় ছেড়ে একে-লা?
বিকেল টা আর অবসর নিতে চায় না,
আধা-বেলার আঁকুপাঁকু কথা-মালা
গল্প হয়ে ব্যস্ত থাকে তোমার সনে!
কত কথা! গল্প নয়তো কি!!
সন্ধ্যা ঘনিয়ে আসে সূর্যের রঙ বদলে দিতে
তুমি কেন আসছো না?
এখন এই বেলায় না এসে, ফের বেলায় এসে শুধাও “ ফিল মি? ”!
তাজ্জব জিজ্ঞাসায় হতবাক হই সখা,
তোমার অবদানে, কারণে বা অকারণে,
লাইফ আমার বর্তমানে
সুপার-ডুপার ফিল্মি;
ফিল মি ❤❤ফিল মি ❤❤
★ অ-কবিতা
★ ছবি – নেট 🙂
৩২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
কবিদের এ জন্যই দ্যাখতারিনা!
সাবিনা ইয়াসমিন
আমি কবি না মহারাজ। ঐ চেম্বার আপনার দখলে 🙁
সুপর্ণা ফাল্গুনী
যেকোনো বেলায় হলেই হয় । বলুক ‘ফিল মি’। আমরা একটু হালুয়ার কড়া মিষ্টি পেতে চাই । ধন্যবাদ আপু 💓🌹
সাবিনা ইয়াসমিন
হু, বলুক ফিল মি। ফিল মি? কেন বলে!!
সুপায়ন বড়ুয়া
“দুপুরের ভাত কমই খাই এখন,
সেই-যে সেই-বার কালাভুনায় বেশি খাওয়া ভাতটুকু
পেট ভরিয়ে মনটাও ভরে দিলো!
এরপর আর খাওয়া যায় তোমায় ছেড়ে একে-লা? “
বা : সুন্দর তো !
একা একা কম খাওয়া যায় জানি
কিন্তু কালো ভুনা যদি আবার থাকে
তবে কি কম খাওয়া হবে। ?
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
হাহাহা, ফাঁকিটা ধরে ফেলেছেন দাদা!! কম খাওয়া হবে না আসলে। তবে মিসিং তো কিছু থাকেই। কালাভুনার সাথে কৃষ্ণের উপস্থিত অবদানও যে আমার চাই। কালাভুনার বিল দিতে হবে না? 😜😜
সুপায়ন বড়ুয়া
হো সেই কথা।
সেটা কোন ব্যাপার না।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
দাদা,, নতুন লেখা দিন। নয়তো কড়া চিনির বকা খাবেন 😠😠
মোঃ মজিবর রহমান
হায়রে চিনি তুই দিবিনা স্বাদ
মিষ্টি বলিয়া বাদ।
কালাভুনা পেটুক জানি,
থাকলে পাতে কম খাবে বুঝি।
যাক ফিল হোক সারাক্ষন প্রতিনিয়ত। তারে গেঁথে থাক মন মাঝে।
সাবিনা ইয়াসমিন
সে থাকুক আমার ফুল-ফিল হয়ে 🙂
সুন্দর কমেন্টের জন্যে ধন্যবাদ মজিবর ভাই।
শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
আপনার প্রতি রইল গুড কামনা।
মনির হোসেন মমি
ফিলতো করতেই হবে নতুবা এমন ভাজিপুড়া পারোটার অকবিতা হবে কী করে।
ছবির এডিটিংটা চমৎকার ।
সাবিনা ইয়াসমিন
হাহাহা, অ-কবিতা হজম করার জন্যে ধন্যবাদ ছোট্ট ভাই 🙂
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
অসাধারণ শৈল্পিক বুননে নির্মিত লেখা
সাবিনা ইয়াসমিন
অশেষ ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা রইলো 🌹🌹
ফয়জুল মহী
মনোমুগ্ধকর লিখনশৈলি ।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মহী ভাই।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
চমৎকার লেখেছেন কবি
অনেক শুভ কামনা রইল————-
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ লিটন ভাই।
আপনার জন্যেও অনেক অনেক শুভ কামনা 🌹🌹
রেহানা বীথি
যার অবদানে লাইফ হল ফিল্মী, তাকে ছেড়ে কালাভুনা গলা দিয়ে নামবেই বা কেমন করে!!
দারুণ লাগলো।
সাবিনা ইয়াসমিন
সেটাই। কেমন করে খাইদাই, কেমন করে ঘুমাই! কিছু না বুঝে আবোল-তাবোল জিজ্ঞাসা করে সে 🙁
অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইলো বীথি আপু ❤❤
ইঞ্জা
নাস্তার টেবিলে ভাজি-ডালের উপর্যুপরি আহ্বানকে তোয়াক্কা করি
পরোটায় মিসিং সুজির হালুয়া ;
কেন জানো?
সুজির হালুয়ায় তুমি থাকো কড়া চিনির স্বাদ হয়ে।
আপু কি করলেন, আমার তো এখন খেতে ইচ্ছে করছে, কই গো শুনছো, আফা লুচি হালুয়ার কথা মনে করিয়ে দিলো, আগামী সকালেই খেতে চাই। 😁
সাবিনা ইয়াসমিন
হাহাহা, ভাবীর ব্যস্ততা কেন বাড়াচ্ছেন! নিজেই রেধে নিজ হাতে ভাবীকে খাইয়ে দিন ভাইজান। অপার আনন্দ পাবেন, ১০০% গ্যারান্টি দিলাম 🙂
অবারিত শুভ কামনা রইলো 🌹🌹
ইঞ্জা
মারডালারে……., আপু আমার হাতের চাইতে ওর হাতের স্বাদ যে বেশি।
শুভেচ্ছা জানবেন।
ত্রিস্তান
কারো কাছে কখনো সখনো “ফিল মী”- হয়ে দাঁড়ায় “কিল মী”- আই মিন উইল ইউ কিল মী…???
সাবিনা ইয়াসমিন
হ্যা, কখনো হয়তো এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়। তখনকার উত্তর সেইম হবে, “তোমার অবদানে আমি যথাযথ ভাবেই মরে গেছি, মৃত মানুষ খুন করতে পারে না ” 😜😜
জিসান শা ইকরাম
সারা বেলায়ই তো থাকে সে,
সারাক্ষণ!
এমন অবস্থায় ফিল মি জিজ্ঞেস করা অবান্তর।
প্রেমময় কবিতা ভালো হয়েছে খুব।
ছবি নির্বাচন পারফেক্ট হয়েছে।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ আপনাকে 🙂
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
দুপুরের ভাত কমই খাই এখন,
সেই-যে সেই-বার কালাভুনায় বেশি খাওয়া ভাতটুকু
পেট ভরিয়ে মনটাও ভরে দিলো!
এরপর আর খাওয়া যায় তোমায় ছেড়ে একে-লা?
এরপর সত্যিই আর খাওয়া যায় গো
কখনো সখনো কবির কবিতার সাথে
মিলে যায় কারো কারো জীবনের অন্তমিল
চমৎকার লিখেছেন আপু 💜💜💜
সাবিনা ইয়াসমিন
তাও ঠিক, কবি/ কবিতায় তাকে রাখা যায় দুপুরের ভাতে-খালি প্লেটের সামনে 😀😀
সুরাইয়া পারভীন
খাওয়া যায় না একেলা তারে ছাড়া।
সাবিনা ইয়াসমিন
ওহহো! আমারতো ঐ লাইনই বেশি পছন্দ হয়েছে। নিরাশার বাঁকে আশা জাগানিয়া চরের মতন!!
মিলে যায় জীবন যাপনের ছন্দ,
কিছু ভালোর সাথে জড়িয়ে থাক অল্প-অল্প মন্দ।
শুভ কামনা নিরন্তর 🌹🌹