এক
14101558_871003313004748_1710658162_n
বাহ! আমার শিল্প কর্মে আমিই মুগ্ধ  🙂
হাসিতে মুক্তো ঝরে ।
ইহাকে ধনিয়া আর্ট বলে ,
রেস্টুরেন্টে খাবার পরে এমন আর্ট করুন আর আড্ডা দিন।

হাসতে থাকুন , হৃদ রোগের ঝুঁকি কমান।

দুই
581793_406000206171730_1529242806_n
সর্প নয় স্বপ্ন বিশারদ বা হবু স্বপ্ন বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছি – বলে দিন এই স্বপ্নের কি অর্থ ।
একটি স্বপ্ন প্রায় প্রতিদিন দেখা একটি অস্বাভাবিক ঘটনা। অথচ এই স্বপ্নটি দীর্ঘ প্রায় পাঁচ বছর প্রায় প্রতিদিন দেখেছি। ঘুম থেকে জেগে গিয়েছি আতংকে , গা ঘেমে একাকার।

হাঁটছি পিচ ঢালা সড়কের এক সাইড দিয়ে । পিছন দিক থেকে গাড়ির হর্ন। তাকিয়ে দেখি বিশাল এক ট্রাক আমার দিকেই ধেয়ে আসছে । ভেবেছি ব্রেক ফেইল করছে , কিন্তু না , একদম কাছ থেকে ড্রাইভারের চোখ দেখেই বুঝে গিয়েছি আমাকে চাপা দিতে ছুটে আসছে । রাস্তা ছেড়ে ঢালুতে নামছি – ট্রাকও নামছে । ধান খেতে দৌড় বাঁচার জন্য । পিছে পিছে আসছে ট্রাক। শরীরের শক্তি শেষ , আর পারছি না , ট্রাকের স্পর্শ পাচ্ছি পিঠে – এরপর ঘুম ভেঙ্গে যেতো । ঘামে ভেজা শরীর , দ্রুত নিশ্বাসে বুক উঠা নামা ।
১৯৮৫ থেকে ১৯৯০ পর্যন্ত এই স্বপ্ন আমাকে তাড়া করে ফিরেছে । এরপর আর দেখিনি।

আমার হাড়িয়ে যাওয়া #স্বপ্ন – ১

তিন
14101735_871003479671398_1985750397_n
সবুজ টানে সব সময়ই আমাকে ।
ইচ্ছে করে জীবন কাটিয়ে দেই এই সবুজের মাঝে,
ইচ্ছে করে গাছ হয়ে যাই -ছায়া দেই মানুষকে
ফল হই – বেঁচে থাকুক পাখিরা সে ফল খেয়ে
গাছের ডালে এসে বসুক – টিঁয়া , ময়না , ঘুঘু , শালিক , কাকাতুয়া
অথবা কেটে জ্বালানী বানাক বনে থাকা মানুষেরা , বেঁচে থাকুক ।
ইচ্ছে করে বন্য ফুল হই –
আরো কত ইচ্ছে সবুজকে নিয়ে —

ফটোর সংক্ষিপ্ত ইতিহাসঃ
ছবিটি তুলেছেন দীর্ঘ ৩৮ বছরের পুড়ানো বন্ধু ছাইরাছ হেলাল . পুড়ানো হলেও বন্ধুত্ব এখনো তরতাজা  🙂
সুন্দর টি শার্টটি অনেক ভালোবেসে গিফট করেছিলেন একজন বর্তমান শত্রু ।
লোকেশনঃ সিলেট এর লালাখাল এর শেষ প্রান্তের চা বাগান ।
ভ্রমন সঙ্গীঃ ছাইরাস হেলাল ,
আর তিনি অশরিরি হয়ে প্রায় সারাক্ষণই সাথে ছিলেন । যিনি পরিচয়ের পর থেকে আজ পর্যন্ত কখনোই আস্থা এবং বিশ্বাস হারাননি । এই সুযোগে কৃতজ্ঞতা জানাচ্ছি তাঁকে । কৃতজ্ঞতা জানানোর সুযোগ না দেয়ার জন্য আমি অনেক রাগ।
— at Lala Khal, Jaflong, Sylhet.

চার
10259861_507626906009059_6385271771758375064_n
কখনো কখনো আপনার একা চলা উচিৎ –
শুধু বুঝবার জন্য যে আপনি তা পারেন —

২০ আগষ্ট ২০১৪
ফেইসবুকে একদিনে এত পোষ্ট দিয়েছি আমি !
চার নং ছবিতে আসলেই কি সে একা? পিছে পিছে অনুসরণ করছে কে?

সেই দিন সেই সময় ফিরে ফিরে আসে একই রঙে,

সোনেলার স্কেচ শিল্পী শুন্য শুন্যালয় এবং ইলিয়াস মাসুদকে যারা স্কেচ পারলেও ধনিয়া আর্ট পারেন না।

৮১৭জন ৮১৭জন
0 Shares

৫৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ