নি:শ্বাসে বারুদের প্রকট গন্ধ মেখে
ভেসে যায় পাতারা ঈগলের বেশে,
বাসনায় রাখে স্বর্গ-সকাল।
ক্রমশঃ অদৃশ্য শিকারী ঈগল,
দৃষ্টি যেন তার সূর্যের দেশে,
নখর প্রলুব্ধ সফল শিকারে।
চেয়ে দেখো ওই মরুময় নদীটির দিকে,
একদিন নীলাভ সমুদ্র ছিল ওখানে।
গোধূলি নামলে হলুদ হয়ে ওঠে সবুজ পাতারাও
দিন ফুরালে অন্ধকারে বিলীন প্রজাপতি সুখ।
ফিরে এসো প্রিয়তমা,মেনে নাও তোমার জন্মসূত্র।
নেমে এসো পাতারা,নেমে এসো,
আবার মিশে যাও এই মৃত্তিকার গাঁয়ে।
———————–*—————————
২৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
দারুন হয়েছে। গোধূলির আলোতে সবুজ পাতারাও হলুদ হয়ে ওঠে। ভালো লাগলো।
হালিম নজরুল
আপনাদের ভাল লাগলেই প্রেরণা পাই
সাবিনা ইয়াসমিন
দিন ফুরানোর দিনে ফিরে আসার আহ্বান! সব শেষেও অমলিন থাকে ফিরে পাওয়ার প্রত্যাশা।
ভালো লাগলো,
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
শুভকামনা রইল।
রাফি আরাফাত
গোধূলি নামলে হলুদ হয়ে ওঠে সবুজ পাতারাও
দিন ফুরালে অন্ধকারে বিলীন প্রজাপতি সুখ।
বাহ কি সুন্দর লেখা। বেশ ভালো লাগলো।
শুভ কামনা ভাই
হালিম নজরুল
আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে
ফয়জুল মহী
সুনিপুণ ও বস্তুনিষ্ঠ লেখা।
হালিম নজরুল
ধন্যবাদ মহী ভাই
সুপায়ন বড়ুয়া
“ফিরে এসো প্রিয়তমা,মেনে নাও তোমার জন্মসূত্র।
নেমে এসো পাতারা,নেমে এসো,
আবার মিশে যাও এই মৃত্তিকার গাঁয়ে।”
প্রিয়তমার প্রতি আকুল মিনতি
কি করে ফিরায় ?
শুভ কামনা।
হালিম নজরুল
অসাধারণ পার্ফেক্ট মন্তব্য, একরাশ ভালবাসা দাদা
মোঃ মজিবর রহমান
দিন শেষে ফিরে আসার আহ্বান। শেষ পর্যন্ত থাক পাশে। মিলেমিশে একাকার।
শুভ সকাল।
হালিম নজরুল
অন্তহীন ভালবাসা ভাই
মোঃ মজিবর রহমান
ভালবাসা জিয়ে থাক হৃদয়ে।
ইঞ্জা
চেয়ে দেখো ওই মরুময় নদীটির দিকে,
একদিন নীলাভ সমুদ্র ছিল ওখানে।
গোধূলি নামলে হলুদ হয়ে ওঠে সবুজ পাতারাও
দিন ফুরালে অন্ধকারে বিলীন প্রজাপতি সুখ।
ভালো লাগা রেখে গেলাম ভাই।
ভাই আপনার গল্প চাই ব্লগে, দ্রুত লিখুন প্লিজ।
হালিম নজরুল
আচ্ছা এবার গল্প দেব।
ইঞ্জা
অপেক্ষায় রইলাম ভাই। 😁
আলমগীর সরকার লিটন
চমৎকার ভাবনাময় কবি দা
অনেক শুভেচ্ছা রইল———–
হালিম নজরুল
শুভকামনা রইল ভাই
রেহানা বীথি
চেয়ে দেখো ওই মরুময় নদীটির দিকে,
একদিন নীলাভ সমুদ্র ছিল ওখানে।
মুগ্ধ হলাম।
হালিম নজরুল
আপনার মুগ্ধতাই আমার প্রেরণা
ছাইরাছ হেলাল
ফিরে আশা
আর ফিরে ফিরে যাওয়া,
একই বৃত্তে শুধুই
বিলীন হওয়া।
হালিম নজরুল
শ্রদ্ধা ও ভালবাসা ভাইজান
ত্রিস্তান
মরুময় নদী, সেও আবার দিন ফুরালে প্রজাপতি সুখে মত্ত হওয়া কোন প্রিয়তমা !!! ওয়াও…দারুণ উপমায়ন।
হালিম নজরুল
বুকভরা ভালবাসা
শফিক নহোর
পড়লাম দারুণ কবিতা ,ভালবাসা এভাবেই চলে যায় ….
হালিম নজরুল
ধন্যবাদ প্রিয় ছোট ভাই।