আগুন রঙের শিমুল মে ৫, ২০১৭ at ৬:০৪ অপরাহ্ন ফুলগুলো মেঘের নিচে তোলা তাই – ইউ নো, মেঘলা আবহাওয়ায় ছবি ভালো হয় 🙂
নীলাঞ্জনা নীলা মে ৭, ২০১৭ at ৬:০৪ পূর্বাহ্ন আমি ফটোগ্রাফি সম্পর্কে তেমন জানিনা। তবে ভাবনা-চিন্তা না করেই তুলি। ভালো/খারাপ যা হবার হয় আর কি! 🙂
আগুন রঙের শিমুল মে ৮, ২০১৭ at ৩:৫৮ অপরাহ্ন 🙂 মেঘের নীচে আলো খুব ভালো ফোটে, এমবিয়েন্ট আলো পাওয়া যায় তাই ছবি ভালো হয়
ইঞ্জা মে ২, ২০১৭ at ৮:০৬ অপরাহ্ন কি ফুল, নাম দিলেন না কেন ভাউ? স্ট্রিট পিকচার গুলো বেশ আর আফ্রিকাররটা বেদনাময়।
আগুন রঙের শিমুল মে ৮, ২০১৭ at ১১:১৬ পূর্বাহ্ন পথের পাশের নাম না জানা ফুল সব ভাউ, আমিতো হাটতে হাটতে ছবি তুলি তাই নাম জানা হয় না … সবকিছু ছুয়েঁ যাই, কোনকিছু ছোয়না আমাকে, তোলপাড় নিজে তুলে নিদারুন খেলাচ্ছলে দিয়ে যাই বিজয় তোমাকে 🙂 এইটাইপ ভাউ 😀
মিষ্টি জিন মে ২, ২০১৭ at ৮:৩২ অপরাহ্ন খুব সুন্দর ফুলের ছবি গুলো, হলুদ ফুলটাকে ক্যানোলা ফ্লাওয়ার মনে হচ্ছে।
আগুন রঙের শিমুল মে ৮, ২০১৭ at ১১:১৭ পূর্বাহ্ন ধন্যবাদ মিষ্টি জিন, হতে পারে ক্যানোলা ফুল আমি ঠিক জানিনা 🙂
শুন্য শুন্যালয় মে ৩, ২০১৭ at ৫:৫৮ অপরাহ্ন পেইন্টিং এর ছবিগুলো বেশ লেগেছে। আমি দুইটা তুলেছি। আগ্রহ বাড়ছে স্ট্রিট পেইন্টিং এর উপর। ছবির টাইটেলের জন্য ফুলগুলো হেসে উঠলো যেন। সুন্দর 🙂
আগুন রঙের শিমুল মে ৮, ২০১৭ at ১১:২০ পূর্বাহ্ন 😀 পেইন্টিং এর ছবিগুলো আমাদের দেখান। আমিতো এমেচারেরও এমেচার ফটোগ্রাফার, হরাইজন্টাল ছবি তুলতে গেলেই লাইন বাকা হয়া যায় 🙁
জিসান শা ইকরাম মে ৬, ২০১৭ at ১২:০৪ পূর্বাহ্ন শিমুলের আর এক গুন পেলাম আজ। ফটোগ্রাফার শিমুল 🙂 ফেইসবুকে কি দেখেছিলাম এমন ফটো? চমৎকার শিরোনাম যুক্ত চমৎকার এক ফটোব্লগ (y)
আগুন রঙের শিমুল মে ৮, ২০১৭ at ১১:২১ পূর্বাহ্ন ফেসবুকে একটা পেজ করে রেখেছি দাদা, মাঝেমধ্যে আপ্লোড দেইতো, ধন্যবাদ দাদা
২১টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
আজকের ছবিগুলো ভালোই। ফুলগুলোর ছবি বেশি সুন্দর।
আগুন রঙের শিমুল
ফুলগুলো মেঘের নিচে তোলা তাই – ইউ নো, মেঘলা আবহাওয়ায় ছবি ভালো হয় 🙂
নীলাঞ্জনা নীলা
আমি ফটোগ্রাফি সম্পর্কে তেমন জানিনা। তবে ভাবনা-চিন্তা না করেই তুলি। ভালো/খারাপ যা হবার হয় আর কি! 🙂
আগুন রঙের শিমুল
🙂 মেঘের নীচে আলো খুব ভালো ফোটে, এমবিয়েন্ট আলো পাওয়া যায় তাই ছবি ভালো হয়
সঞ্জয় কুমার
সুন্দর ছবি
আগুন রঙের শিমুল
থেঙ্কিউ
নীহারিকা
ফুলের ছবিগুলো খুব সুন্দর হয়েছেন।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ নীহারিকা
মোঃ মজিবর রহমান
ভাল লাগলো ভাল থাকুন।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ ভাই
মোঃ মজিবর রহমান
-{@
ইঞ্জা
কি ফুল, নাম দিলেন না কেন ভাউ?
স্ট্রিট পিকচার গুলো বেশ আর আফ্রিকাররটা বেদনাময়।
আগুন রঙের শিমুল
পথের পাশের নাম না জানা ফুল সব ভাউ, আমিতো হাটতে হাটতে ছবি তুলি তাই নাম জানা হয় না … সবকিছু ছুয়েঁ যাই, কোনকিছু ছোয়না আমাকে, তোলপাড় নিজে তুলে নিদারুন খেলাচ্ছলে দিয়ে যাই বিজয় তোমাকে 🙂
এইটাইপ ভাউ 😀
ইঞ্জা
আহ, খুব ভালো লাগে এই ছোঁয়া না ছোঁয়ার খেলা, ভালো থাকুন ভাউ।
মিষ্টি জিন
খুব সুন্দর ফুলের ছবি গুলো,
হলুদ ফুলটাকে ক্যানোলা ফ্লাওয়ার মনে হচ্ছে।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ মিষ্টি জিন, হতে পারে ক্যানোলা ফুল আমি ঠিক জানিনা 🙂
শুন্য শুন্যালয়
পেইন্টিং এর ছবিগুলো বেশ লেগেছে। আমি দুইটা তুলেছি। আগ্রহ বাড়ছে স্ট্রিট পেইন্টিং এর উপর।
ছবির টাইটেলের জন্য ফুলগুলো হেসে উঠলো যেন।
সুন্দর 🙂
আগুন রঙের শিমুল
😀 পেইন্টিং এর ছবিগুলো আমাদের দেখান। আমিতো এমেচারেরও এমেচার ফটোগ্রাফার, হরাইজন্টাল ছবি তুলতে গেলেই লাইন বাকা হয়া যায় 🙁
জিসান শা ইকরাম
শিমুলের আর এক গুন পেলাম আজ।
ফটোগ্রাফার শিমুল 🙂
ফেইসবুকে কি দেখেছিলাম এমন ফটো?
চমৎকার শিরোনাম যুক্ত চমৎকার এক ফটোব্লগ (y)
আগুন রঙের শিমুল
ফেসবুকে একটা পেজ করে রেখেছি দাদা, মাঝেমধ্যে আপ্লোড দেইতো, ধন্যবাদ দাদা
কামাল উদ্দিন
খুবই সুন্দর, ভালোলাগা জানিয়ে গেলাম।