১.
তোমার বাবা পুলিশ বলে
ফাও সুবিধা লুটতে চাও ?
তোমায় কিছু বলতে গেলেই
ইভ টিজিংয়ের ভয় দেখাও !!!

২.
বাস্তববাদী প্রেমিক আমি
স্বপ্ন বুকে বাঁধি না,
তাইতো তোমার আঘাত পেলে
না হাসলেও কাঁদিনা।

৩.
ইয়াহুতেই কথা বলো
নেটের বিলেই ভয়েস চ্যাট,
মোবাইল ফোনের উটকো বিলে
চাইনা দিতে শুল্ক ভ্যাট।

৪.
তোমায় আমি ভালোবাসি
তাই ভেবোনা অন্ধ,
চোখ জোড়া মোর খোলাই আছে
বুঝি ভালো মন্দ।

৫.
আমার মোবাইল গ্রামীণ ফোনের
তোমারটা হয় রবি,
হয়না কথা বিলের ভয়ে
তাইতো হলাম কবি।

৬.
স্বামী এবার চাইছি হতে
প্রেমিক সেজে আর না,
বিয়ের কথা শুনলে তোমার
হাসির স্থলে কান্না !!!

৭.
এক দুটো ম্যাচ জিতলে বলো
রয়েল বেঙ্গল টাইগার,
জিততে জিততে হেরে গেলে
বেড়াল বলো বারবার !!!

৮.
অফিস কামাই করে তোমার
হাতটি ধরতে পারবো না,
তোমার গালি হজম করি
বসেরটা যে পারিনা।

৯.
বাসের সিটে তোমার নাম্বার
এইটে কেমন ছল ?
র‍্যাব অফিসার করলো রিসিভ
আমার দেয়া কল !!!

১০.
তোমার সাথে করতে দেখা
বন্ধুকে নিই সঙ্গে,
বন্ধুর সাথে তোমার প্রেম
এখন দেখি তুঙ্গে !!!

জবরুল আলম সুমন
১১ ই মে, ২০১০ খৃষ্টাব্দ।

১জন ১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ