এই তো আমি চাই, মাখবো গায়ে সোনা,
হাত বাড়ালেই ছাই –
আবার কখন, ঘিরছে আমায় চাদর সকাল,
ভাঙছে আওয়াজ ঘুম |
বুনতে বুনতে ফুরোয় সময়,
গুনতে গুনতে দিন |
এই তো আমি চাই, মাখবো গায়ে সোনা,
হাত বাড়ালেই ছাই –
আবার কখন, ঘিরছে আমায় চাদর সকাল,
ভাঙছে আওয়াজ ঘুম |
বুনতে বুনতে ফুরোয় সময়,
গুনতে গুনতে দিন |
এই তো আমি চাই ….
এভাবেই চল খেলি, আমাকে যা খুশি ডাকিস,
ঘাস ছুঁলে পা দুটো, কেন তুই চোখ বুঁজে থাকিস ?
আমিও আদরে পড়ছি ধরা আহা !
আমিও আদরে পড়ছি ধরা আহা !
এই তো আমি চাই, মাখবো গায়ে সোনা………
চল এবার ফিরে যাই, মেখে দেখি শহর-গলি ,
শোরগোলে মুখ তুলে তোকে ঠিক কোন কথা বলি ?
আমিও আদরে পড়ছি ধরা আহা !
আমিও আদরে পড়ছি ধরা আহা !
এই তো আমি চাই, মাখবো গায়ে সোনা,
হাত বাড়ালেই ছাই –
আবার কখন, ঘিরছে আমায় চাদর সকাল,
ভাঙছে আওয়াজ ঘুম |
বুনতে বুনতে ফুরোয় সময়,
গুনতে গুনতে দিন |
এই তো আমি চাই…..
এই তো আমি চাই….
ফিল্ম: হেমলক সোসাইটি।
কথা ও সুর: অনুপম রায়!
গেয়েছেন: শ্রেয়া ঘোষাল।
১২টি মন্তব্য
শিশির কনা
শ্রেয়া ঘোষাল আমার খুবই প্রিয় শিল্পী , এত সুন্দর গান করেন , খুব সুন্দর গলা । এই তো আমি চাই গানটি কথা এবং সুর হৃদয় স্পর্শ করে যায়। ধন্যবাদ গানটির লিরিক শেয়ার করার জন্য।
জিসান শা ইকরাম
প্রিয় শিল্পীর প্রিয় গানের কথার পোস্ট দেয়ায় ধন্যবাদ আপনাকে।
মনে রাখার মত স্নিগ্ধ একটি গান।
শুভকামনা ,ঈদ মুবারক ।
আদিব আদ্নান
লিংক দিলে শুনতে পারতাম ।
তবে কিছু চাওয়া না চাওয়াই ভাল ।
লীলাবতী
আদিব, কেমন আছেন? ঈদমোবারক। ইউটিউব তো বন্ধ তাই লিংক দিতে পারিনি।
লীলাবতী
কনা, জিসান ভাই ঈদ মোবারক। জিসান ভাই প্রত্যেকের মন্তব্যের জবাব আলাদা ভাবে দিতে পারছিনা মোবাইল থেকে। আপনার সাইটের এইটা বড় প্রবলেম। মোবাইল থেকে ইউজটা সহজ করুন প্লীজ। ভাল থাকুন।
জিসান শা ইকরাম
ঈদের পরে সব ঠিক হয়ে যাবে আশা করি।
ঈদ মুবারক ।
জবরুল আলম সুমন
শ্রেয়া ঘোষালের গান খুবই কম শুনেছি। তবে তার কন্ঠে যতগুলো গান শুনেছি বেশির ভাগ গানই ভালো লেগেছে… এই গানটা এখনো শুনিনি… তবে লিরিকটা মোটেও মন্দ লাগেনি। লিরিকটি শেয়ার করা জন্য ধন্যবাদ।
বনলতা সেন
গানটি এত সুন্দর যা বলার মত নয়। শিল্পীর কন্ঠ অতুলনীয়। আপনার প্রিয় গান তো আমারও । ঈদের শুভেচ্ছা।
প্রজন্ম ৭১
গানটি আগে শুনিনি। আজ শুনলাম। শুনেই তো শিল্পীর ভক্ত হয়ে গেলাম ।
নীলাঞ্জনা নীলা
অসাধারন একটি গান ।
নীতেশ বড়ুয়া
‘হেমলক সোসাইটির সবগুলো গানই সুন্দর, তবে এই গান অন্যরকম… সাত সকালে এমন গান শুনলে কার না ভাল লাগে! আর যিনি গাইবেন? আহা!!!
সুরাইয়া পারভীন
বাহ্ চমৎকার গানের কথা গুলো