পাখি : জেস এদিকে তাকাও
জেস : হুম কি ? কেমন আছো ?
পাখি : ভালো। আরে আমার দিকে তাকিয়ে দেখোনা 🙂
জেস :তাকালাম 🙂
পাখি : কিছু দেখো ? আমি সেজেছি 🙂
জেস : সুন্দর লাগছে , সাদা জামাটায় খুব ভালো লাগছে।
পাখি : আর ?
জেস :আর কি আবার ?
পাখি : আমি ঠোঁটে লিপস্টিক দিয়েছি পায়ে আলতা , এসব দেখবেনা তুমি ?
জেস : ও হ্যা , ভালোই লাগছে ।
পাখি : শুধু ভালো ?
জেস : না না শুধু ভালো না অনেক ভালো । তা আজ এত সাজলে কেনো ?
পাখি : সত্যি অনেক ভালো ? 🙂 সাজবো না ? প্রায় চার ঘন্টা উরে এসেছি তোমার কাছে। একটু না সাজলে তোমার যদি আবার ভালো না লাগে ? :p
জেস : কি যে বলো , তোমাকে সব সময়ই সুন্দর লাগে।
পাখি : লাভ ইউ জেস (3
জেস : 🙂
পাখি : তুমি লাভ ইউ বললে না যে ?
জেস : এত সময় একা একা উরে আসলে , কষ্ট হয়নি তোমার ?
পাখি : কেনো কষ্ট হবে ? তুমি তো সারাক্ষণ আমার কাছেই থাকো 🙂
জেস : তবুও কষ্ট তো কিছু হয়েছে। চলো কিছু খাই ।
পাখি : আগে একটু তোমার কাছে থাকি ?
জেস : আচ্ছা থাকো 🙂
পাখি : তুমি ভালো আছো জেস ?
জেস : ভালো 🙂
পাখি : সত্যি ? 🙂
জেস : হ্যা সত্যি
পাখি : 🙂
প্রিয় পাখিটা: আমার প্রান পাখিটা- ১ , আমার পাখির প্রত্যাবর্তন ১০ আগষ্ট ২০১৩ ।
আমার প্রিয় পাখিটা , আমার প্রান #পাখিটা – ২
আমার প্রিয় পাখিটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি । বহু বছর ধরে আছে সে আমার সাথে। মাঝে হারিয়ে গিয়েছিলো। ফিরে এসেছে আবার ২০১৩ এর আগষ্টে । ফিরে আসার লেখাটিও দিলাম এখানে। এরপর ২ থেকে ৮ পর্ব দেয়ার ইচ্ছে।
৪৬টি মন্তব্য
প্রহেলিকা
ফিরে যখন আবার এসেছে তাহলে আমরাও আশায় আছি আট পর্ব পর্যন্ত যাওয়ার জন্য।
আবার না থেমে গেলেই হয় ভাইয়া।
এমন কথোপকথন কিন্তু হিংসাটে।
আর একটা কথা পাখিটার আই লাভ ইউ এর উত্তর এড়িয়ে যাওয়া হল কেন?
জিসান শা ইকরাম
মাত্র আট পর্ব কেন ?
পিছনের আট পর্ব এখানে কপি করে দেবো
এরপর শুরু হবে ১০ থেকে ।
পাঠকগন যাতে এই প্রশ্নটি করে এজন্য এড়িয়ে যাওয়া ।
পুষ্পবতী
সত্যিই খুব সুন্দর লাগছে পাখিটিকে,পায়ে আলতা ,ঠোঁটে লিপস্টিক আর সাদা জামায়।
আমিও প্রহেলিকার সাথে একমত পাখির লাভ ইউ কথাটির উত্তর এড়িয়ে যাওয়া হলো কেন?
কথপকথন ভালো লাগেছে। -{@
আপনার এই পাখিটি যেন আর হারিয়ে না যায়। আট পর্ব পর্যন্ত পড়ার অপেক্ষায় রইলাম।
জিসান শা ইকরাম
এটি চলবে অনেক পর্ব । থামবে না ।
পাঠকগন যাতে এই প্রশ্নটি করে এজন্য এড়িয়ে যাওয়া ।
মা মাটি দেশ
খুব ভাল হয়েছে বোবাজাতের সাথে মানবের আলাপন। -{@ (y)
জিসান শা ইকরাম
আচ্ছা , লিখতেই থাকবো, যখন শুরু করেছি।
ছাইরাছ হেলাল
জন্তু জানোয়ার থেকে পাখি নিরাপদ ।
আবার উড়ে না যায় ।
জিসান শা ইকরাম
হুম, পাখি নিরাপদ।
রাখছি যতনে।
নীলাঞ্জনা নীলা
আপনার সাথে পরিচয় ২০০৯ সনে, তখন থেকেই এই পাখি নিয়ে আছেন। দারুন লাগে আপনার এ ধরনের লেখা। পাখিটি থাকুক সারাক্ষন আপনার সাথে। এ পাখিটি দেখতে বেশ সুন্দর।
জিসান শা ইকরাম
আপনার মনে আছে দেখছি ।
সারাক্ষনই আছে সাথে।
বনলতা সেন
এই পাখিময়তা জুড়ে থাকুক জীবনের প্রতি কোনে কোনে ।
ছবির পাখিটিও দারুণ দেখতে ।
জিসান শা ইকরাম
এত সুন্দর উইশ করার জন্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর তো হবেই – কার পাখি দেখতে হবেনা ?
লীলাবতী
পাখিটা তো খুবই কিউট। এর ঠোট, পা এত লাল কেনো ? পাখির ঠোট,পা এত লাল হয়,জানা ছিলো না। ২ থেকে ৮ মানে ? এরপর আর লিখবেন না পাখিকে নিয়ে ? মানিনা । পাখির সাথে আপনার কথাবার্তা জানতে চাই।
জিসান শা ইকরাম
নির্মলেন্দু গুনোর ‘ তোমার চোখ এত লাল কেনো ” কবিতার কথা মনে পরে গেলো। আমি এর আগে এত ক্লোজ পাখির ছবি তুলিনি। অস্ট্রেলিয়ার মেলবোর্নের পাখি এটি। ওখানের পাখি গুলো মানুষকে ভয় পায়না। একদম কাছে আসে। এত লাল হয় টা আমার জানা ছিলো না ।
লেখা চলতেই থাকবে।
আদিব আদ্নান
কথা বলা পাখি ! বেশ মজার । বেশি করে কথা চালু করুণ ।আমরা শুনতে চাই ।
জিসান শা ইকরাম
কথা চলবে বিভিন্ন বিষয়ে ।
স্বপ্ন
পাখিটা এত্ত কিউট 🙂 আপনার আর পাখির কথা জানতে চাই।
জিসান শা ইকরাম
হ্যা , খুবই কিউট ।
জানাবো ধীরে ধীরে —
আগুন রঙের শিমুল
পাখি ,পরিযায়ী পাখি আমার
ভালোবাসা নাও হারিয়ে যেওনা 🙂
জিসান শা ইকরাম
হারাবে না আর পাখিটা আমার 🙂
অলিভার
মনের কথা গুলি যদি পাখির সাথেই হয়, হোক না। ক্ষতি কি। তাতে আমরাও জানতে পারলাম লেখকের মনে পাখিকে ঘিরে কত আবেগ কাজ করে।
পাখিকে নিয়ে যত আবেগ, যত ভালবাসা কাজ করে মনের গহীনে সব লিখে ফেলুন।
শুভ কামনা জানবেন 🙂
জিসান শা ইকরাম
লিখে ফেলবো ধীরে ধীরে —
শুভ কামনা অলিভার ।
শুন্য শুন্যালয়
এতো সুন্দর করে সেজেছে আর আপনি দেখছেনই না,অন্যায় ভারি অন্যায়। সুইট কথোপকথন। আমার পছন্দের পাখির সিরিজ টা। নিয়মিত লিখতে হবে কিন্তু। প্রত্যাবর্তন কেনো?
জিসান শা ইকরাম
দেখেছি ভালোভাবেই , বুঝতে দেইনি তাকে —
লিখতে থাকবো এটি —
মাঝে ছিলোনা পাখিটা , ফিরে এসেছে, তাই প্রত্যাবর্তন ।
জসীম উদ্দীন মুহম্মদ
এক রাশ মুগ্ধতা রেখে গেলাম ——- (y) (y)
জিসান শা ইকরাম
ধন্যবাদ -{@
শিশির কনা
আপনার ফেইসবুকে দেখতাম পাখির পোষ্ট। পাখির রঙ্গটা পাল্টে গেলো কেনো ? আগে তো হলুদ একটি পাখি ছিলো। চলুক পাখির সাথে কথা, আমরা শুনি 🙂
জিসান শা ইকরাম
এই পাখি আসলে ছোট বেলা থেকেই থাকে আমার সাথে। পাখির আবার রং কি ? পাখি তো পাখিই ।
ব্লগার সজীব
পাখিটাতো খুবই কিউট। ভালো লেগেছে, ধারাবাহিক চলুক ।
জিসান শা ইকরাম
চলবে —
শুন্য শুন্যালয়
মনের পাখি এমনি করেই কথা বলে, নিজের মতো করে নিজের ভাষায়। বনের পাখিও বলে হয়তো কিছু তার নিজের ভাষায়, আমরা কেউ বুঝিনা। আপনি আর আপনার পাখি দুজনেই অনর্গল কথা বলুন এমনি করে, আমরা আড়ি পেতে থাকবো কিন্তু শোনার জন্য।
জিসান শা ইকরাম
বনের পাখির কথা বোঝার মত কোন সফটওয়ার থাকলে ভালোই হতো। লিখবো আরো, অপেক্ষায় থাকুন।
প্রজন্ম ৭১
পাখি এবং আপনার কথা শুনতে চাই আরো ।
জিসান শা ইকরাম
আচ্ছা শুনামুনে আরো 🙂
অজানা এক পথে চলা
শুধু কথা দিয়ে পোষ্ট !! দারুন তো ! বেশী বেশী করে কথা বলুন, আর বেশী বেশী করে লেখা দিন।
জিসান শা ইকরাম
আচ্ছা বেশী বেশী করে লেখা দেবো ।
ওয়ালিনা চৌধুরী অভি
পাখিকে এখানেও নিয়ে আসলেন আব্বা ? লিখুন এমন পাখির কথা। লেখাগুলো ভালো হয়। আগের গুলো দেখেছি 🙂
জিসান শা ইকরাম
কি আর করা, সোনেলায় পাখি আসবেনা, তাকি হয় ?
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
এই পাখিটা শিওর আগে আমার প্রথম পোষ্ট দেখেছে, তাই ঠোঁট এত লাল :p কিউট একটি পাখি। আরো পড়তে চাই ভাইয়া -{@
জিসান শা ইকরাম
হা হা হা হা , হতে পারে । লিখবো ।
মিথুন
দারুন ভালো লাগলো কথোপকথন। আগের গুলো দিয়ে দিন ভাইয়া।
জিসান শা ইকরাম
আগের গুলোই আগে দেবো ।
সাদিক মোহাম্মদ
দারুন…
জিসান শা ইকরাম
ধন্যবাদ
মেহেরী তাজ
এই পাখিই সেই পাখি!??
এতো কিউট কেন পাখি টা??
মোঃ মজিবর রহমান
দারুন লেখা ভাই।
-{@