
যাপিত জীবনের পথে সীমাহীন ভাবনায় নিমগ্ন আজ পৃথিবীর বুক।
শঙ্কাকুল স্রোতে ভেসে যাচ্ছে চলমান সময়।
একেকটি ফুল ঝরে পড়ে; ঝরে পড়ে পাতা
সময়ের কাছে জীবনের মূল্য
বড্ড অসহায় আজ।
সবুজ অরণ্য আজ ধূসর মনে হয়।
মানুষের চিৎকার আর্তনাদ গুমোট হয়ে
কেবলি রক্তক্ষরণ বুক পাঁজরে।
দুঃসময়ের ক্রান্তিলগ্নে বেঁচে থাকার অদম্য চেষ্টা।
হে অসীমের প্রতিপালক
হে মহাবিশ্বের মহান অধিপতি
ক্ষত-বিক্ষত হৃদয়কে সমর্পিত করেছি তোমায়;
বিমুখ হয়োনা যেন!
আত্মশুদ্ধির উপলব্ধি হোক সব অন্তর
ক্ষমা করো করুণা করো গোটা মানবজাতির উপর।
সাহস দাও শক্তি দাও ‘হে বিধাতা মনের ভেতর।’
রোগশোক, দুঃখকষ্ট, পাপতাপ করো তোমার করুণায় অবসান ।
১২টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“ক্ষমা করো করুণা করো গোটা মানবজাতির উপর।
সাহস দাও শক্তি দাও ‘হে বিধাতা মনের ভেতর।’”
প্রার্থনায় সুন্দর অভিব্যক্তি।
শুভ কামনা।
শিরিন হক
আমীন
ফয়জুল মহী
হে করুণাময় । আমাদের সকলকে নিরাপদ রাখো, সুস্থ রাখো। মুগ্ধকর লিখনশৈলি
শিরিন হক
ধন্যবাদ
মনির হোসেন মমি
সকল মানবকুলের শান্তি বর্ষিত হউক।আমিন। চমৎকার প্রার্থণা।
শিরিন হক
আমীন
সুপর্ণা ফাল্গুনী
অসম্ভব সুন্দর প্রার্থনা। ঈশ্বর সবসময় সহায়ক হয়েছে, হবে। তবে মানুষের মানসিকতা বদলাতে পারেনি এতো কিছুর পরেও। ধন্যবাদ আপনাকে
শিরিন হক
সকলকে আল্লাহ হেফাজত করুন।ধন্যবাদ আপু
জিসান শা ইকরাম
বর্তমান সংকট কালে আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া উপায় নেই,
তিনি যদি রহম করেন, তাহলে বেঁচে যায় তার সৃষ্টিকুল।
শিরিন হক
আমীন
হালিম নজরুল
হে অসীমের প্রতিপালক
হে মহাবিশ্বের মহান অধিপতি
ক্ষত-বিক্ষত হৃদয়কে সমর্পিত করেছি তোমায়;
বিমুখ হয়োনা যেন!
শিরিন হক
আমীন