প্রার্থনীয়

শিরিন হক ২২ মার্চ ২০২০, রবিবার, ০৭:৪৪:৫৮অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

 

যাপিত জীবনের পথে সীমাহীন ভাবনায় নিমগ্ন আজ পৃথিবীর বুক।
শঙ্কাকুল স্রোতে ভেসে যাচ্ছে চলমান সময়।
একেকটি ফুল ঝরে পড়ে; ঝরে পড়ে পাতা
সময়ের কাছে জীবনের মূল্য
বড্ড অসহায় আজ।

সবুজ অরণ্য আজ ধূসর মনে হয়।
মানুষের চিৎকার আর্তনাদ গুমোট হয়ে
কেবলি রক্তক্ষরণ বুক পাঁজরে।
দুঃসময়ের ক্রান্তিলগ্নে বেঁচে থাকার অদম্য চেষ্টা।

হে অসীমের প্রতিপালক
হে মহাবিশ্বের মহান অধিপতি
ক্ষত-বিক্ষত হৃদয়কে সমর্পিত করেছি তোমায়;
বিমুখ হয়োনা যেন!
আত্মশুদ্ধির উপলব্ধি হোক সব অন্তর
ক্ষমা করো করুণা করো গোটা মানবজাতির উপর।
সাহস দাও শক্তি দাও ‘হে বিধাতা মনের ভেতর।’
রোগশোক, দুঃখকষ্ট, পাপতাপ করো তোমার করুণায় অবসান ।

৬০১জন ৫০৮জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ