প্রাপক অরন্য//
কেমন আছো তুমি?
সেদিন জানতে চাইনি। বিকেলটা হঠাৎ করেই মেঘে ঢেকে দিয়েছিলো।মোটা ফ্রেমের চশমা তোমার! তুমি কি দেখছিলে কিছু?নাকি কেবলই হাতরাচ্ছিলে পকেটে রাখা সাদা রুমাল?বেগুনী রঙের শাড়িতে হুলুদ অলকানন্দা ফুল ছিলো আমার খোঁপায়।কপালে খয়েরী টিপ।তুমি বললে….. তোমাকে দেখার আগে তুমি মানুষ ছিলে অরনী” আমি বললেম….” তারপর?
অরন্যঃ তোমাকে দেখার আগে তুমি কবি ছিলে
অরনীঃ তারপর?
অরন্যঃ তোমাকে দেখার আগে হয়ত তুমি “তুমি” ছিলে!
অরনীঃ তারপর?
অরন্যঃ জানো অরনী….
অরনীঃ হু, বলো অরন্য।
অরন্যঃ কবিতা আমার প্রেম
আমি অপলক চোখে বুভূক্ষের মতো আকন্ঠ তৃষায় তোমার তোমার চোখের দিকে তাকিয়ে রইলাম!!! তুমি সময় নিচ্ছিলে!! কি দেখছিলে অমন করে?
যেন তুমি খোঁপায় জড়ানো হলুদ ফুল, বেগুনী শাড়ি, আর খয়েরী রঙা টিপে আগে কখনো কোনো নারী দেখোনি!
তুমি বড্ড বালক অরন্য।বড্ড বালক!!
২৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বালকই ভোলে আনমনে, একান্ত ভাবে অপলক দ্রিস্টিতে,মিশে যায় রংিন স্বপ্নে। বিভোর হই রংিন পোশাকে পরিহিত বেগুনি শাড়ী, কাচের চুড়ির বাজনা, ফুলীয় খোপায়। আমী কেমণে ভুলিব ঐ রুপ, ঐ দ্রিশ্যে। মুগ্ধ হলাম। প্রিয় লেখায়।
বন্যা লিপি
লেখাটা অসমাপ্ত ভাই। এটার দ্বিতীয় ভার্সন নিয়ে আসবো খুব শিগগির। সোনেলার জন্মদিনের শুভেচ্ছা জানবেন 🌷🌷🌷🌷
মোঃ মজিবর রহমান
অপেক্ষায় রইলাম। অনুভুতিশীল লেখা চাই সহজ শব্দে সহজে বোধগম্য। ভাল থাকুন।
সাবিনা ইয়াসমিন
তোমাকে দেখার আগে হয়তো তুমি ” তুমি ” ছিলে…
এই লাইনটা মাথায় ঘুরপাঁক খাচ্ছে!! তুমিটা ” তুমি থেকে বদলে যায় কেন?
বাকি কমেন্ট পরে করছি 🙂
বন্যা লিপি
চেয়েছিলাম সম্পূর্ণ লিখবো আরো বড় করে। এটুকু ট্রেইলর দিলাম। এরপর ছোট গল্পাকারে আসবে এর পরিপূর্ণ রুপ। দেখাযাক কি হয়?
পূর্ণ মন্তব্যের অপেক্ষায় আছি 😊
সাবিনা ইয়াসমিন
বেশ তাহলে পরিপূর্ন করেই লেখাটি দাও। এতোটুকু পড়ে কি বলবো সিদ্ধান্ত নিতে পারছিনা। ইদানীং অনেক ভুল হচ্ছে আমার 🙁
মনির হোসেন মমি
কতটা রোমান্টিক হয় জীবন লেখায় বলে দিল।কখনো কখনো ভালবাসা অসম্ভব ভাবে জেগে উঠে। ভাল লাগল। সোনালী রইল শুভেচ্ছা আপু।
বন্যা লিপি
জন্মদিনের সোনালী শুভেচ্ছা ভাই আপনাকেও।
ছাইরাছ হেলাল
‘বালক’ বলেই এমন করে ভাবতে/বলতে পেরেছে!
সোনেলার জন্মদিনে আপনাকে শুভেচ্ছা।
বন্যা লিপি
সোনালী শুভেচ্ছা আপনাকেও। সবসময় ভালো থাকবেন।
তৌহিদ
অরন্য কি এসেছিলো? চারিদিকে ধোঁকাবাজি! কে জানে!!
সোনেলার জন্মদিনের শুভেচ্ছা রইলো আপু।
বন্যা লিপি
দেখা যাক পরবর্তি ভার্সনে। সোনালী শুভেচ্ছা আপনাকেও।
নিতাই বাবু
আপনার লেখা চিঠি পড়ে ভালো লাগলো। শুভেচ্ছা জানবেন দিদি।
বন্যা লিপি
সোনেলার জন্মদিনের শুভেচ্ছা দাদা বাবু।
শবনম মোস্তারী
অরন্য,অরনী..নাম দুটো অনেক পছন্দ।
চিঠি ভালো লাগলো।
শুভেচ্ছা।🌹
বন্যা লিপি
একদম! অরন্য-অরনী আমারো নাম দুটো খুব পছন্দ।তাই ব্যাবহার করা। শুভেচ্ছা আপনাকে।
রেজওয়ান
জীবলগুলো যদি গল্পের মত সাজানো যেতো কতই না মধুর হতো!
উপরের মন্তব্যে জানলাম ২য় পর্ব আসছে, অপেক্ষায় রইলাম✌
বন্যা লিপি
জীবনের বাস্তবতা সে বড় রগরগে। গল্প কাব্যে বাস্তবতার ঠাঁই বড্ড বিপজ্জনক! পড়েছেন/মন্তব্যে কৃতজ্ঞতা জানাই।
আসবো দ্বিতীয় ভার্সন অনু গল্পাকারে নিয়ে।
রেজওয়ান
অপেক্ষায় রইলাম অনুগল্পের😇
জিসান শা ইকরাম
বালকরা এমন বোকাই হয়,
ছোট চিঠিতে অনেক বড় কিছুর ইংগিত আছে মনে হচ্ছে?
সোনেলায় চিঠি বিভাগটা আরো আগে দেয়নি কেন সোনেলা ব্লগ কতৃপক্ষ?
তাহলে আমরা কত বেশী চিঠি পড়তে পারতাম।
ব্লগের পরিচালকরা খুবই খ্রাফ।
চিঠি ভালো লেগেছে।
আমিও চিঠি লিখবো ভাবছি,
শুভ কামনা।
বন্যা লিপি
সোনেলার পরিচালক বৃন্দ ঠিক খারাপ না, বুঝতে একটু দেরি করে…. এই আরকি!
ছোট গল্পকারে আসবে এ চিঠির দ্বিতীয় ভার্সন।শুভ কামনা।
রেহানা বীথি
আকর্ষণীয় চিঠি। পরের অংশ পড়ার অপেক্ষায় রইলাম।
বন্যা লিপি
প্রস্ততি নিচ্ছি পরের অংশ নিয়ে আসার।ভালোবাসা রইলো❤
আরজু মুক্তা
বালকের প্রকাশ ভঙ্গিটা সত্যি। ভালোবাসাটাও উন্নতমানের। পরের পর্বের অপেক্ষায়।
বন্যা লিপি
হুম….. আসলেই অরন্যের প্রকাশ ভঙ্গিটাই লিখতে উৎসাহ যোগালো আমাকে বিশেষ করে। পরেে পর্বে বিস্তারিত লেখা যাবে।