প্রাপক অরন্য///

বন্যা লিপি ২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ১২:৪৬:২০পূর্বাহ্ন চিঠি ২৫ মন্তব্য

প্রাপক অরন্য//

কেমন আছো তুমি?
সেদিন জানতে চাইনি। বিকেলটা হঠাৎ করেই মেঘে ঢেকে দিয়েছিলো।মোটা ফ্রেমের চশমা তোমার! তুমি কি দেখছিলে কিছু?নাকি কেবলই হাতরাচ্ছিলে পকেটে রাখা সাদা রুমাল?বেগুনী রঙের শাড়িতে হুলুদ অলকানন্দা ফুল ছিলো আমার খোঁপায়।কপালে খয়েরী টিপ।তুমি বললে….. তোমাকে দেখার আগে তুমি মানুষ ছিলে অরনী” আমি বললেম….” তারপর?
অরন্যঃ তোমাকে দেখার আগে তুমি কবি ছিলে
অরনীঃ তারপর?
অরন্যঃ তোমাকে দেখার আগে হয়ত তুমি “তুমি” ছিলে!
অরনীঃ তারপর?
অরন্যঃ জানো অরনী….
অরনীঃ হু, বলো অরন্য।
অরন্যঃ কবিতা আমার প্রেম
আমি অপলক চোখে বুভূক্ষের মতো আকন্ঠ তৃষায় তোমার তোমার চোখের দিকে তাকিয়ে রইলাম!!! তুমি সময় নিচ্ছিলে!! কি দেখছিলে অমন করে?
যেন তুমি খোঁপায় জড়ানো হলুদ ফুল, বেগুনী শাড়ি, আর খয়েরী রঙা টিপে আগে কখনো কোনো নারী দেখোনি!
তুমি বড্ড বালক অরন্য।বড্ড বালক!!

১০১৯জন ৮৪৮জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ