প্রশ্নোত্তর পর্বঃ ১
# ঘুম অথবা দিনের আলো কোনটা চাও তুমি?
=> আমি ঘুম চাই
# রাত্রি অথবা ব্যস্ত সময় কোনটা চাও তুমি?
=> আমি রাত্রি চাই
প্রশ্নোত্তর পর্বঃ ২
# তুমি ঘুম চাও কেন?
=> নতুন করে স্বপ্ন দেখার জন্য
# তুমি রাত্রি চাও কেন?
=> অনাগত সুর্যের প্রত্যাশায় নির্ঘুম প্রতীক্ষার জন্য
৭টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম,এই তো জীবন। -{@ (y)
মানিক পাগলা
হুম 🙂
কৃন্তনিকা
আমরা সবাই এমনটাই চাই। 🙂
মানিক পাগলা
আমিও সবার মতোই চাই
শুন্য শুন্যালয়
ঘুম আসলে চোখ কিছুতেই খুলে রাখতে পারিনা, কি কইরবাম?
মানিক পাগলা
আপনার জন্য সবচেয়ে ভাল পরামর্শ হলো, আপনার যখন ঘুম ধরবে তখন আপনি চোখ বন্ধ করে ফেলবেন। :p
মুইদুজ্জামান
(y)