প্রলম্বিত গোধূলি

অনন্য অর্ণব ৯ অক্টোবর ২০২১, শনিবার, ০৭:৩৩:০৭অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

কখনো যদি ঘুম ভেঙ্গে যায় জোছনার আহ্বানে –

রাত্রির দেয়ালে লেপ্টে থাকা জোনাকির ডানা- সুশান্ত সমীরণ,

আহত হৃদয়ের পদাঙ্ক  অনুসরণ করে ছুটে যেও সেই তিমিরে

নিজেকে সুপ্রসন্ন করে তবে তুমিও খুলো বাতায়ন

সহস্র বেলা অবেলায় ।

 

বিবর্ণ স্মৃতির পাতাগুলো ফেলে রেখে ঝাপসা আলোয়

মেঘেদের সাথে গড়ো মিতালী অমোঘ –

করাঘাতে নয়- দৃষ্টির সুতীক্ষ্ণ বাণে করো জর্জরিত

দুর্ভেদ্য দুর্গ তাহার,

আশু প্রশমনে হবে প্রশান্তি তোমার।

 

কখনো খেয়ালী মনে যদি প্রাণ ছুটে যায় দ্বৈরথ তেপান্তরে

কালো মেঘের ঘনঘটা দেখা দেয় সম্পর্কের নীলাম্বর জুড়ে

মরিচিকা ভেবে ভুলে যাও বিষন্ন অতীত –

আসছে ভোরের আলোয় অবগাহন করো প্রাণখুলে‌ –

তুমিও ফিরে পাবে দুরন্ত শৈশব- যৌবনের খেয়ালী দুপুর ।

 

যখন সারাটি দিন কেটে যায় পাখির ছানার মতো –

নিষ্পাপ শিশুদের কলরব শুনে- কোন পাঠশালায় ,

তুমিও হারিয়ে যেও পুরনো সেই সোনালী অতীতে,

আবার শুরু করো বিক্ষিপ্ত জীবনটাকে গুছিয়ে নিয়ে

মুখোমুখি বসো তার – প্রলম্বিত গোধূলি বেলায় ।

 

ফটো : Afreen

৭৩৭জন ৫৬১জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ