প্রতিবিম্ব

সাখিয়ারা আক্তার তন্নী ৬ নভেম্বর ২০১৯, বুধবার, ১০:৪৫:১৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

এই যে,
এই আমাকে দেখছেন?
কেমন পলিশ চকচকে,কতোটা নিখুঁত, কতোটা রুচিশীল,
কতোটা তুলতুলে নরম আর আদুরে।

অবিশ্বাস্য হলেও সত্য এই যে আমার ভিতরে আরো একটা আমি সযত্নে ঘরকন্যা করে।
কতোটা নগ্ন সে,কতোটা বিচ্ছিরি তার রুপ,
আপনি এবং আপনারা
সে রুপের বীভৎসতা সহ্য করতে পারবেন তো?

ঠিক যেন ভাঙ্গা চোরা আয়না
রুপর প্রলেপটা কবেই মুছে গেছে,
যেটুকু রয়েছে তা কেবল খণ্ডিত,দ্বিখণ্ডিত সচ্ছ কাঁচের অংশ কণা।

তবু,শুনুন
আপনারা আমাকে আরো জানুন,
আমার ঙেঙ্গে গুড়িয়ে যাওয়া ইতিহাস খুঁজুন।
বহুকাল ধুলোর আস্তরণ আমায় ঢেকে রেখেছে, সভ্যতা হতে আমি আলোক বর্ষ দূরে।
যদি পারেন আমার দেহে আঁকা ভুল গুলো ক্ষমা করুণ।

আর যদি না পারেন,তো?
তো,আমায় ছেরে দিন……………..
আপনাদের এ ব্যবচ্ছেদে আমার বড় কষ্ট হয়।

১১৭৬জন ১০৬২জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ