কোন সম্পর্ক গড়তে দিলে না তুমি
আমাকে অতিক্রম করে চলে গেলে
অরণ্যবাসী পাখিদের সংসারে ।
বুকের মাঝে তখন নিজস্ব ঘরসংসার
সুগন্ধময় স্মৃতি , সোনালি প্রহর
বহুরঙ্গা প্রজাপতি, সন্ধ্যাটা ছিল বৃষ্টি মুখর ।
তুমি অতিক্রম করে চলে গেলে
বুঝলাম তুমি পাখি ভালবাস,
আমি পাখি হলাম, ফুলে আচড় দিলাম
নদীর ঘোলা জলে পা ডোবালাম;
পায়ে বাঁধা শিকল খুলে ফেললাম ।
ভেঙ্গে চুরমার ধৈর্যের প্রাচীর
অনাত্মীয় সুজন তুমি বিবশ পংতি তোমার।
হারানো পথে মর্মর হলুদ পাতা ঝড়ার দিন
তুমি এখন স্থবির এবং বড্ড প্রাচীন।
বৃষ্টি এল , নদী হয়ে ধুয়ে দিয়ে গেল
স্তূপীকৃত জঞ্জাল, মিথ্যে ভালবাসার টান
আমাকে পথ ডাকে , ডাকে মায়াবী ঘ্রাণ
একটি বিশেষ মুখ, আয়নায় দেখি প্রতিদিন ।
১৫/০৯/১৫
১৬টি মন্তব্য
সীমান্ত উন্মাদ
বুকের মাঝে তখন নিজস্ব ঘরসংসার
সুগন্ধময় স্মৃতি , সোনালি প্রহর
বহুরঙ্গা প্রজাপতি, সন্ধ্যাটা ছিল বৃষ্টি মুখর ।
এই লাইনগুলো বেশি বেশি ভাল লেগেছে আপু।
পুরো কবিতায় অনেক অনেক ভাললাগা রেখে গেলাম। শুভকামনা জানিবেন নিরন্তর।
পারভীন সুলতানা
অজস্র বকুল , তুলে নিলাম কোঁচড় ভরে। ধন্যবাদ।
অরুনি মায়া
কবিতা অনেক ভাল লেগেছে।
আপু আরও আরও কবিতা চাই আপনার কাছ থেকে 🙂
পারভীন সুলতানা
চেশটা করছি , আমি এক প্রাচীন লেখিকা।
মরুভূমির জলদস্যু
-{@ বুকের মাঝে তখন নিজস্ব ঘরসংসার
সুগন্ধময় স্মৃতি , সোনালি প্রহর
বহুরঙ্গা প্রজাপতি, সন্ধ্যাটা ছিল বৃষ্টি মুখর । -{@
অসাধারণ
পারভীন সুলতানা
বুকের মাঝে আথালি পাথালি ঘর, ঘরের মাঝে কল্পনা থরে অথর।
লীলাবতী
খুবই ভালো লেগেছে আপু।
পারভীন সুলতানা
অনেক ধন্যবাদ ।
মেহেরী তাজ
পাখি প্রেমিরা বুঝি এমনই হয়। সবায় কে কাছে টানে কিন্তু নিজে ধরা দেয় না। ভালো লেগেছে আপু। 🙂
পারভীন সুলতানা
প্রেম যে কি তাইওত বুঝতে পারলাম না আজতক ভাই । কে কাকে ধরবে, যার জীবন ধরা খেয়েছে নিয়তির কাছে সেকি আর ধরা দেয় ?
নীলাঞ্জনা নীলা
আপু প্রতিটি লাইন হৃদয় ছোঁয়া।
মুগ্ধতা রেখে গেলাম। -{@
পারভীন সুলতানা
ভাগ্যিস হৃদয় আর মস্তিষ্কের দূরত্ব অলঙ্ঘনীয় , নয়ত দুর্ঘটনা ঘটে যেত । মুগ্ধতা নিয়ে বেচে আছি
শুন্য শুন্যালয়
অদ্ভূত সুন্দর একটা কবিতা পড়লাম। নিজেকে প্রতিনিয়ত কতই না পরিবর্তন করি প্রিয় মানুষটির জন্যে। কিছু কি হয়? নিজেই পরিবর্তিত হয়ে যাই।
পুরোটাই অসম্ভব সুন্দর আপু।
পারভীন সুলতানা
কই আর পারলাম, যেমন ছিলাম তেমনি রইলাম …………………তাই বুঝি সব হারালাম ।
অরণ্য
ভাল লাগলো লেখাটি। (y)
পারভীন সুলতানা
ধন্যবাদ।