জিসান শা ইকরাম ভাইয়া খুব দুঃখ পেয়েই পোষ্টটি দিয়েছেন বুঝেছি।কিন্তু জয় বাংলাতে দুঃখ কিসের ভাইয়া?জয় বাংলা আর কিছুই নয় কোটি কোটি বাঙ্গালীর সম্মিলিত শক্তি। জয় বাংলাতে দুঃখ পাবে কুলাঙ্গারেরা আমরা নই।

****
কারো কথার ধার ধারি না।
জয় বাংলাই আমার শেষ ঠিকানা।

****
নরকুলের কুলাঙ্গার নইতো আমি,
জয় বাংলার বীজ বুনেছি জানে অন্তর্জামি।

****
আমার না’য়ে  হাল ধরেছি জয় বাংলা বলে,
আমার কন্ঠে সুর বেঁধেছি জয় বাংলার সুরে।

****
জয় বাংলায় নিষেদ যার-
জোর গলায় বলি “তুই রাজাকার।”

 

@জিসান ভাইয়া জোর গলায়  বলেছি,বলব এবং বলেই যাবো “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

১জন ১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ