জিসান শা ইকরাম ভাইয়া খুব দুঃখ পেয়েই পোষ্টটি দিয়েছেন বুঝেছি।কিন্তু জয় বাংলাতে দুঃখ কিসের ভাইয়া?জয় বাংলা আর কিছুই নয় কোটি কোটি বাঙ্গালীর সম্মিলিত শক্তি। জয় বাংলাতে দুঃখ পাবে কুলাঙ্গারেরা আমরা নই।
****
কারো কথার ধার ধারি না।
জয় বাংলাই আমার শেষ ঠিকানা।
****
নরকুলের কুলাঙ্গার নইতো আমি,
জয় বাংলার বীজ বুনেছি জানে অন্তর্জামি।
****
আমার না’য়ে হাল ধরেছি জয় বাংলা বলে,
আমার কন্ঠে সুর বেঁধেছি জয় বাংলার সুরে।
****
জয় বাংলায় নিষেদ যার-
জোর গলায় বলি “তুই রাজাকার।”
@জিসান ভাইয়া জোর গলায় বলেছি,বলব এবং বলেই যাবো “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”
১৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অযাচিতদের হুংকারে আমজনতার ত্রাহি মধুসূদন ।
তবুও অপেক্ষা ভোরের শিশিরের ।
নীলকন্ঠ জয়
অপেক্ষায় সেই ভোরের।
জিসান শা ইকরাম
হ্যা , অনেক কষ্ট ক্ষোভ জ্বালা থেকে লিখেছি এটা —
হতাশায় নিমজ্জিত বলা চলে —
রাজাকারদের বিচার চেয়ে আমরা মনে হয় মহাপাপ করেছি ।
জয়বাংলা 🙂
নীলকন্ঠ জয়
দূর হয়ে যাক সকল কষ্ট এবং ক্ষোভ। রাজাকারদের ফাঁসি হবেই।
জয় বাংলা।
নীহারিকা
বুঝতে পারি কতটা কষ্ট জমে থাকলে মানুষ এভাবে বলে।
নীলকন্ঠ জয়
ঠিক ধরেছেন আপনি নীহারিকা।
লীলাবতী
ক্ষোভ , হতাশা থেকেই জিসান ভাইয়া এটি লিখেছেন ।
নীলকন্ঠ জয়
হ্যা সেটা বুঝতে পেরেছি। কিন্তু পশুদের জন্য নিজে কেন কষ্ট পাবো?
খসড়া
জীবনে রং এ মনকে টানে না
ফুলের ওই গন্ধ কেমন যানি না
যানি তরী বাইতে হবে
খেয়া পাড়ি দিতে হবে
আমি যে সাগর মাঝি রে
তীরহারা এই ঠেউ এর সাগর
পাড়ি দেব রে —– ——-
আমরা অশ্রুকে আগুন করেছি। এই দেশে রাজাকাররা শাস্তি পাবেই, পেতেই হবে।
নীলকন্ঠ জয়
আমরা অশ্রুকে আগুন করেছি। এই দেশে রাজাকাররা শাস্তি পাবেই, পেতেই হবে।
জয় বাংলা।
প্রিন্স মাহমুদ
একটা কথাই বলতে চাই ” জয় বাংলা ” ।
নীলকন্ঠ জয়
জয় বাংলা।
শুন্য শুন্যালয়
জোর গলায় বলেছি,বলব এবং বলেই যাবো “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”
নীলকন্ঠ জয়
জোর গলায় বলেছি,বলব এবং বলেই যাবো “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।” -{@