
প্রতিটি রাত্রির পরে-ও একটু রাত্রি থাকে,
এমন রাত্রিকে কিছুটা নিদ্রায় রাখি, ইচ্ছে-ভানে,
কিছুটা ইচ্ছে-বিনিদ্রতা দিয়েও আগলে রাখি,
মুখ লুকিয়ে মুখ-লুকানো কিছু শব্দ এধার-ওধার করি,
ভাবখানা এমন! এই রাত্রিতে রাত্রি-লিখে-টিখে
হয়ে যাব/উঠবো মহৎ এক দ্বিগজ কবি!!
কবিতার কারিগর!!
শুধু আকাশ-ই জানে কতটা রাত্রি পার হলে
দূর-দিগন্তে সকাল জাগবে হেসে হেসে,
নিদ্রা আর বি-নিদ্রার মাঝে ঝুলে ঝুলে
পরস্পরের চোখে চোখ রেখে/গেলে
হৃদয় খুঁজে নেবে মুক্তির দরজা, ঘুম-রাতে;
যদিও
কবিতা লেখার কথাই ভাবি, লজ্জা-শরমের মাথা খেয়ে
শেষ/শেষের পরিণামে, রাত-জাগা প্রণয়-পাঠে;
নিশুতিবসনা-দুর্মুখ-কবিতা আমাকে পাত্তায় রাখে-নি, আজ অব্দি!!
রাখবে-ও-না, জানিয়েছে চন্দন-মুখে, পরীদের ঢঙে;
ছবি নেটের।
২১টি মন্তব্য
সুরাইয়া পারভীন
পৃথিবীর সম কাব্যগ্রন্থ যাঁর নখোদর্পণে
কবিতা তাঁকে পাত্তা দেয় না এটাও শুনতে হবে!!
ছাইরাছ হেলাল
গরু হারাইলে বুঝতেন, কেমন লাগে!!
আরও কত কী শুনতে হবে কে জানে, তৈরি থাকবেন।
ভাক থাকবেন।
উর্বশী
এক আকাশ কাব্যের ফুলঝুরি যার কাছে মজুত রয়েছে তাকেই যদি পাত্তা না দেয়, তাহলে তো আপনার পথে হাঁটা জন সাধারণের জন্মই হবেনা। কবিতা পাত্তা না দিলেও আমি কিন্তু মুগ্ধতায় আছি বেশ আপনার লেখা নিয়ে।
শুধু আকাশ ই জানে কতটা রাত্রি পার হলে,
দূর– দিগন্তে সকাল জাগবে হেসে হেসে।
আরও এমন লেখা পাওয়ার অপেক্ষায়। ভাল থাকুন শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনি /আপনারা এত সুন্দর করে সারাক্ষণ বলেন/পড়েন বলেই তো লিখতে পারছি,
ভাল থাকবেন আপনি।
রেহানা বীথি
পরীদের ঢঙে আসে বলেইতো এমন কবিতাগুলো আমরা পড়ার সুযোগ পাই।
শুভকামনা নিরন্তর ভাইয়া।
ছাইরাছ হেলাল
পরীরাও কিন্তু ভাব-ডাইনি!!
আপনি সব সময় এমন করে ভাল বলেন। শুনতে ভাল লাগে।
অনেক অনেক ধন্যবাদ।
শামীম চৌধুরী
পরীদের মতন সুন্দর কবিতা।
ছাইরাছ হেলাল
বলে কী!! ভয় দেখাচ্ছেন না তো!! পাখি ভাই।
ভাল থাকবেন।
সুপায়ন বড়ুয়া
কবিতা লিখে বন্ধু আমার
লিখেন অনুভুতি।
বুঝা যতই শক্ত হয়
মহারাজের মতিগতি।
ভালই লাগলো। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
কবিতা লেখা বেশ শক্ত বলেই মানি/জানি,
তাই, ভয়ে ভয়ে লিখি একান্ত অনুভুতি।
ভাল থাকবেন ভাই।
তৌহিদ
আমার মতে কবিতায় বস্তুনিষ্ঠ বিষয়ে লেখা অল্পতেই ফুটিয়ে তোলা যায়। প্রতারিত হবার সম্ভাবনা কম।
ভালো থাকুন ভাইন
আরজু মুক্তা
ঘুম ঘুম চাঁদ / এই মায়াবী রাত / আসে যেনো বারবার/ কবির চোখে বুলাক রূপার কাঠি / আমি করি মিনতি / ও পরী! তুমি শব্দের ডালা সাজিয়ে/ কবিতা লেখার সুমধুর সময়কে রাখিও আলোকিত তারায় তারায় ভরি।
ছাইরাছ হেলাল
ইশ!! আপনি আর একটু এগিয়ে সোনার কাঠি বললে, চাঁদ ঠিকই ধরা দিত।
এমন সুন্দর করে কবিতা কবিতা মন্তব্য করলে আশার আলো দেখি-ই।
অনেক অনেক ধন্যবাদ।
আরজু মুক্তা
হা হা।
কাঠিটা পরেরবার সোনার কাঠিই ছুঁবে
ছাইরাছ হেলাল
ওপেক্ষা করি, অপেক্ষাকে অপেক্ষায় না রেখেই।
সুপর্ণা ফাল্গুনী
শাকচুন্নী ভুত প্রেত থেকে পরীতে আগমন ! দারুন লাগলো ভাইয়া। ঘুম ঘুম হোক, নিদ্রাহীন হোক কবিতা আপনাকে পাত্তা দিবেই
ছাইরাছ হেলাল
আপনি বলেন বলেই আশা রাখি, একদি সত্যি ই সত্যি ই কিছু একটা লিখে ফেলবো।
পরীরাও কিন্তু ডাইনি!!
অনেক ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
গান শুনেইতো আক্কেলগুড়ুম!
লেখা পড়বো কিভাবে!!
ছাইরাছ হেলাল
তামিল গানটি শোনার জন্য অনেক ধন্যবাদ দিলাম।
তৌহিদ
আমার মতে কবিতায় বস্তুনিষ্ঠ বিষয়ে লেখা অল্পতেই ফুটিয়ে তোলা যায়। প্রতারিত হবার সম্ভাবনা কম।
ভালো থাকুন ভাই।
ছাইরাছ হেলাল
ঠিক-ঠাক কবিতা লিখতে পারলে অনেক কিছুই বলা যায়।
তবে আমার মনে কবিতা একটি কঠিন বিষয়।
ধন্যবাদ।