
সোনেলার সুপ্রিয় ব্লগারগন-
শুভেচ্ছা জানবেন। আশা করি সবাই ভালো আছেন। আজ সোনেলা ব্লগের ব্লগারদের লেখা নিয়ে পৌষ সংক্রান্তি লেখা উৎসব প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এ আনন্দ আপনাদের আমাদের সবার। আপনাদের সহযোগীতা ছাড়া আমরা এত সুন্দর করে পৌষ সংক্রান্তি লেখা উৎসব প্রতিযোগিতা সফল করতে পারতামনা। এরজন্য সোনেলা ব্লগ কর্তৃপক্ষ সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছে।
পৌষ সংক্রান্তি লেখা উৎসবে অংশগ্রহণকারী সকল লেখক এবং পাঠক সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আশাকরি আপনারা সাহিত্যচর্চা অব্যাহত রাখবেন। আপনাদের দেখেইতো অন্যরা উৎসাহিত হবেন। নিজে সাহিত্যচর্চা করুন, সোনেলা ব্লগ এবং আমাদের ফেসবুক গ্রুপে অন্যদের পোস্টে নিজেদের গঠনমুলক মন্তব্য অব্যাহত রেখে তাদেরকেও উৎসাহ প্রদান করুন। এটা আপনার আমার আমাদের সকলের নৈতিক দ্বায়িত্বের মধ্যে পড়ে বৈকি!
এবারের পৌষ সংক্রান্তি লেখা উৎসবে একমাস সময় থাকার পরেও অনেকেই লেখা দেননি। কেন তা জানিনা, তবে আমরা এতে আশাহত হয়েছি।
তারপরও এত সুন্দর সুন্দর কিছু লেখা এসেছিলো যে বিচারকদের নম্বর প্রদান করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিলো। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত সকল বিচারক মহোদয়দের প্রতি, যারা বিচারকার্য পরিচালনায় অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের প্রিয় ব্লগার জিসান ভাইকে। নিজের শত ব্যস্ততার মাঝেও পৌষ সংক্রান্তি লেখা উৎসব প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে নিরলস সহযোগীতা করার জন্য।
একনজরে দেখে নিন-
পৌষ সংক্রান্তি লেখা উৎসবে প্রাপ্ত লেখাসমূহ পড়তে এখানে ক্লিক করুন
পৌষ সংক্রান্তি লেখা উৎসব প্রতিযোগিতার ফলাফলঃ
প্রথমঃ বাঙ্গালির মন থেকে যেন পৌষ সংক্রান্তি উৎসবটি হারিয়ে না যায় – নিতাই বাবু।
দ্বিতীয়ঃ পৌষের যে ছবিটি আজও হৃদয়ে অক্ষত- রেহানা বীথি।
তৃতীয়ঃ আজ পৌষীর বিয়ে- শবনম মোস্তারী।
প্রথমঃ শীত কাব্য- সুপর্ণা ফাল্গুনী।
দ্বিতীয়ঃ পোয়াতি পৌষ- অনন্য অর্ণব।
তৃতীয়ঃ বাতি আছে পথে পথে – এস. জেড বাবু।
বিজয়ীদের সবাইকে সোনেলা ব্লগ কর্তৃপক্ষ এবং সম্মানিত বিচারকমন্ডলীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা রইলো।
সোনেলা ব্লগ ভবিষ্যতে এরকম ভিন্নধর্মী প্রতিযোগিতা নিয়ে আপনাদের মাঝে আবারও আসবে। আশাকরি সবাই পাশে থেকে উৎসাহ দেবেন সবসময়।
ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।
৭১টি মন্তব্য
সুরাইয়া পারভীন
সবার জন্য রইলো অসংখ্য অভিনন্দন।👏👏👏
তৌহিদ
আপনাকেও অনেক ধন্যবাদ আপু। উৎসবে লেখা দিয়ে সোনেলাকে মহিমান্বিত করেছেন। ভালো থাকবেন সবসময়।
ইঞ্জা
অভিনন্দন সকল বিজয়ীদের, আরও বেশি বেশি লিখুন এই কামনা রইলো।
তৌহিদ
যারা লেখা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ দাদা। শুভকামনা আপনার জন্যেও।
ভালো থাকবেন ভাই।
ইঞ্জা
ভালোবাসা অনিঃশেষ
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ইঞ্জা ভাই। ভালো থাকুন শুভ কামনা রইলো আপনার জন্য
ইঞ্জা
শুভকামনা আপু
রেহানা বীথি
বাহ্, আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন সবাইকে। বিজয়ীদের সাথে নিজের নামটি দেখে ভালো লাগছে ভীষণ।
প্রিয় ব্লগ সোনেলার এই প্রশংসনীয় উদ্যোগটির জন্য আন্তরিক ধন্যবাদ ব্লগ কতৃপক্ষকে। শুভকামনা।
তৌহিদ
আপনাকে অভিনন্দন আপু। আপনাদের সহযোগীতা ছাড়া এত সুন্দর করে এই আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতোনা।
ভালো থাকবেন আপু। পাশে থাকবেন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
শুভেচ্ছা ও অভিনন্দন আপু
মনির হোসেন মমি
সবাইকে অভিনন্দন জানাই। আসলে যে কোন প্রতিযোগীতায় প্রতিযোগীদের অংশ গ্রহনের চেয়ে প্রতিযোগীতা চালিয়ে যাওয়া এবং জাজ করা অনেক কষ্টসাধ্য। তৌহিদ ভাইকে স্পেশাল ধন্যবাদ দেব এমন একটি সুন্দর সাহিত্য চর্চা উপহার দেয়ায়।সবাইবে ধন্যবাদ।
তৌহিদ
ধন্যবাদ ভাই। আসলেই ঠিক বলেছে। প্রতিযোগীতার সফল সম্পাদন খুবই কষ্টসাধ্য একটি বিষয়। আমাদের লেখকগন লেখা দিয়ে যেভাবে সহযোগীতা করেছেন এবং আপনারা সবাই যেভাবে সহযোগীতা করেছেন যার ফলেই এটি সফল হয়েছে।
ভালো থাকবেন ভাই।
নিতাই বাবু
সোনেলা ব্লগে যাঁরা পৌষ সংক্রান্তি উৎসবে মনের আনন্দে অংশগ্রহণ করেছে, তাঁদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সাথে সোনেলা ব্লগ টিমকে ধন্যবাদ সহ ব্লগের সকল সদস্যবৃন্দকে ভালোবাসার লাল গোলাপের শুভেচ্ছা। জয় হোক সোনেলার। জয় হোক সকলের।
তৌহিদ
আপনাকেও অভিনন্দন দাদা। সোনেলার জয় হোক। ভালো থাকবেন দাদা।
সুপর্ণা ফাল্গুনী
শুভেচ্ছা ও অভিনন্দন দাদা আপনাকে
সুপায়ন বড়ুয়া
বিজয়ী লেখক, কবি সবাইকে আন্তরিক অভিনন্দন !
আপনাদের অগ্রযাত্রা থাকুক নিরন্তর।
যারা আয়োজক, বিচারক, অংশগ্রহনকারী
সবাইর প্রতি কৃতজ্ঞতা ও শুভ কামনা।
তৌহিদ
আপনার জন্যেও অনেক শুভকামনা দাদা। লেখা দিয়ে আমাদের কৃতজ্ঞ করেছেন। ধন্যবাদ জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। শীত বারবার সোনেলাতে এভাবে ফিরে আসুক। সোনেলা ব্লগ টিম সহ ব্লগের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার প্রথম হওয়াটা একেবারেই কল্পনাতীত । আমি প্রচন্ডভাবে হতবাক। এত এত ভালো লেখার মাঝে আমার লেখাটা প্রথম হওয়াতে সোনেলা টিম সদস্যদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আর গঠনমূলক সমালোচনা করবেন আমার লেখার এটাই কাম্য।
তৌহিদ
আমাদের সম্মানিত বিচারক প্যানেল আপনার লেখায় নিশ্চই সেরকম কিছু দেখেছেন বলেই সেটি প্রথম স্থানে এসেছে। সকল কৃতিত্ব আপনার।
অনেক অভিনন্দন আপু। আপনার সফলতা কামনা করি সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
তৌহিদ
ধন্যবাদ বোন। আমার হয়ে ফেসবুক গ্রুপে এবং এই পোস্টের মন্তব্যেগুলির জবাব দেবার জন্য। আসলে খুব ব্যস্ত সময় যাচ্ছে।
অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন রইলো আরো একবার।
সুপর্ণা ফাল্গুনী
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো
ফয়জুল মহী
ভালোবাসা ও দোয়া রইলো সবার জন্য। অভিনন্দন । জয়তু সোনেলা।
তৌহিদ
ধন্যবাদ ভাই। আপনার জন্যেও শুভকামনা রইলো।
সোনেলার জয় হোক।
সঞ্জয় মালাকার
বিজয়ী লেখক, কবি সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা !
আপনাদের অগ্রযাত্রা থাকুক নিরন্তর।
সোনেলা ব্লগ টিম সহ ব্লগের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
নিতাই দাদা আপনার জন্য অনেক অনেক শুভ কামনা, ভালো থাকুন সব সময়।
তৌহিদ
আপনার জন্যেও শুভকামনা রইলো দাদা। আপনি সুন্দর সুন্দর লেখা দিয়ে সোনেলাকে কৃতজ্ঞ করেছেন। অভিনন্দন বিজয়ীদের সবাইকে।
তৌহিদ
পোস্ট স্টিকি করার জন্য ব্লগ মডারেটরকে অনেক ধন্যবাদ।
কামাল উদ্দিন
শুভ কামনা সবার জন্য।
তৌহিদ
আপনার জন্যেও শুভকামনা ভাই।
শবনম মোস্তারী
সবাইকে অভিনন্দন। 🌷🌷
বিজয়ীদের তালিকায় নিজের নাম দেখে ভালো লাগছে..
সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
সত্যি বলছি!
কুন স্বজনপ্রীতি হয় নাই।
অনেক দিন পাঠক খরা চালু আছে!
তৌহিদ
সোনেলা স্বজনপ্রীতিতে বিশ্বাসী নয়। তা না হলে এত এত প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হতোনা।
সুপর্ণা ফাল্গুনী
আপু অভিনন্দন ও শুভেচ্ছা রইল
তৌহিদ
আপনাকেও অনেক অভিনন্দন। লেখা দিয়ে সোনেলাকে কৃতজ্ঞ করেছেন। ধন্যবাদ জানবেন।
ছাইরাছ হেলাল
বিজয়ীদের অজস্র অভিনন্দন, কাঁদো কাঁদো স্বরে!
এবং গ্লিসারিন চোখে!
শ্রম-সাধ্যতা সহজ কোন কাজ নয়, আপনাকে অভিনন্দন।
সুপর্ণা ফাল্গুনী
কাঁদো কাঁদো স্বরে আর গ্লিসারিন চোখে!!!!!
ছাইরাছ হেলাল
এই তালিকায় আমার কুন নাম নেই!
তাই অতি বেদানা!
সুপর্ণা ফাল্গুনী
আপনার নাম আসলে তো আর কারো নামই থাকতো না।☹️☹️☹️☹️
ছাইরাছ হেলাল
সুক্ষ্ম-স্থুল কারচুপি করে কত কথা বলেরে!
সুপর্ণা ফাল্গুনী
যাহা সত্য তাহাই বলিলাম হেলাল ভাই। তা না হলে আমার মতো লেখিয়েরা প্রথম হয়!!! আমিতো এখনো ঘোরে আছি
তৌহিদ
কাঁদুন কাঁদুন। কাঁদলে শাপমোচন হয় 😃😃
ছাইরাছ হেলাল
ব্রুটাস! আপনিও!
ত্রিস্তান
সোনেলা পরিবারের সকল সদস্য সম্মানিত লেখক কবি মাননীয় মর্ডারেটর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্পেশালি একজনের কথা না বললেই নয়। যার অকৃত্রিম অনুপ্রেরণায় আমার দু-কলম লেখার শক্তি পাই, যার উৎসাহে আমি সোনেলা পরিবারের সাথে একাত্ম, সে হলো বন্ধু সুরাইয়া পারভীন। আমি আমার এবারের সফলতার সমস্ত কৃতিত্ব সুরাইয়া পারভীন কে উৎসর্গ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ❤️
সুপর্ণা ফাল্গুনী
অভিনন্দন ও শুভেচ্ছা রইল
তৌহিদ
আপনাকেও অনেক অভিনন্দন। সুরাইয়া আপু সোনেলার পাঠকপ্রিয় ব্লগার হিসেবে নিজেকে প্রমান করছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।
সুরাইয়া পারভীন
এর চেয়ে বেশি তৃপ্তিদায়ক প্রাপ্তি আর কিছু হয় বলে আমি মনে করি না। একজন লেখক হিসেবে পাঠকপ্রিয়তা আর একজন বন্ধু হিসেবে বন্ধুর সফলতার অংশীদার।
প্রতিযোগিতা করার মতো যোগ্য লেখক হতে পারিনি। জয় পরাজয় নিয়ে তাই মোটেও চিন্তিত নই আমি। কিন্তু এখন মনে হচ্ছে না জিতেও জয়লাভ আমারই হয়েছে।
কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই আমার।
প্রদীপ চক্রবর্তী
প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা রইলো দাদা। ভালো থাকবেন।
ইসিয়াক
সবার জন্য রইলো শতকোটি শুভেচ্ছা ও অভিনন্দন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া
তৌহিদ
আপনার জন্যেও অনেক শুভেচ্ছা রইলো দাদা।
এস.জেড বাবু
প্রথমত কৃতজ্ঞতা রইলো সোনেলার প্রিয় পাঠকদের প্রতি। যাদের পদচারনায় সোনেলা আকাশ ছোঁয়া জনপ্রিয়তায়।
দ্বিতীয়ত কৃতজ্ঞতা জানাই সোনেলা টিম তথা বিজ্ঞ বিচারক মন্ডলীদের প্রতি।
এবং সর্বশেষে কৃতজ্ঞতা রইলো যারা এই চমৎকার প্লাটফরমে আমার ভুলে ভরা লিখা/ অলিখায় চমৎকার সব মন্তব্যে সবসময় অনুপ্রেরনা দিয়েছেন তাদের প্রতি।
আমার নাম দেখে আমি অবাক / বিমোহিত / কৃতার্থ।
সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
তৌহিদ
আপনাকেও অনেক অভিনন্দন ভাই। সোনেলা টিমের অন্তর্ভুক্ত আপনিও কিন্তু। কাজেই সফলতার দাবীদার আপনি নিজেও।
ভালো থাকবেন বাবু ভাই।
এস.জেড বাবু
কৃতার্থ হলাম।
সোনেলার মতো ব্লগ টিমের সফলতার অংশীদার শুনতেই তৃপ্তি পেলাম।
ভালো লাগলো অনুপ্রেরনা।
শুভকামনা সোনেলার আসছে আগামীর প্রতি।
জিসান শা ইকরাম
সোনেলার প্রতিযোগিতাই একটি উৎসব।
যারা এই উৎসবে অংশ নিয়েছেন সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ।
বিজয়ীদের জানাই অভিনন্দন।
এত বড় একটি ইভেন্ট সাফল্যের সাথে সমাপ্ত করার জন্য আপনাকে ধন্যবাদ তৌহিদ ভাই।
সুপর্ণা ফাল্গুনী
দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ। আপনাদের আশীর্বাদ আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। শুভ কামনা রইলো আপনার জন্য
তৌহিদ
অনেকে আসলে পৌষ সংক্রান্তি লেখা উৎসব বুঝতে পারেননি। আসলে এই ব্যর্থতা আমার নিজের। বিষয়টি আরও সহজ করে বলা যেত যা আপনি পরবর্তীতে খোলাসা করেছেন বলেই আরো অনেকেই অংশগ্রহণ করেছেন ভাই।
ধন্যবাদ আপনার প্রাপ্য।
সাবিনা ইয়াসমিন
বিজয়ীদের অভিনন্দন এবং অংশগ্রহণকারী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকেই খুব ভালো লিখেছেন। চমৎকার একটি আনন্দ প্রতিযোগিতা পরিচালনা করার জন্যে ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ। 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকুন।
তৌহিদ
আপনাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপু।
বন্যা লিপি
উৎসবে অংশগ্রহন কারী সকলের প্রতি শুভেচ্ছা।বিজয়ীদের প্রতি অভিনন্দন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো থাকুন শুভ কামনা রইলো
তৌহিদ
আপনাকেও অনেক ধন্যবাদ আপু। শুভকামনা সবসময়।
মোঃ মজিবর রহমান
সকল ব্লগারকে ধন্যবাদ অংশগ্রহন করে একটি লেখার পার্বন সুন্দর ভাবে শেষ করার জন্য। আশা রাখি সকল উৎসবে সবাই উপস্থিত থেকে সকলের মনের ভাব প্রকাশ করে সবাই সবার হবেন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে ও ভাইয়া। শুভ কামনা রইলো
মোঃ মজিবর রহমান
শুভ রাত ভাল থাকুন
তৌহিদ
ধন্যবাদ ভাই। আপনাদের মন্তব্যে আমরা অনুপ্রাণিত হই। ভালো থাকবেন সবসময়।
মোঃ মজিবর রহমান
আমি ভাল আচি আপনারাও ভাল থাকুন।
ব্লগ সঞ্চালক
প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী সমস্ত ব্লগার এবং বিজয়ীদের অভিনন্দন এবং শুভেচ্ছা।
তৌহিদ
সোনেলা ব্লগ সঞ্চালক হিসেবে আপনারও ধন্যবাদ প্রাপ্য। আমাদের এরকম সুযোগ যেন বারবার আসে এটাই কাম্য।
শুভকামনা রইলো।