রাতের গভীরতা ভোরের আলোতে এসে
শূন্যে মিলাবে,
শুরু হবে নতুন তীক্ষ্ণতা।
রোদের তীব্রতায় জ্বলে যাবে নস্ট মুখ,
রচিত হবে আরেক সন্ধ্যার গোপন গল্প,
যার পরিসমাপ্তি আর একটা নির্ঘুম রাত্রি।

৫৩৬জন ৫৩৬জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ