যে মানুষ টা রোজ সকালে হারিয়ে যায় কাজে,
যে মানুষ টা অন্ন যোগাতে রোজ হয় মাটি
যে মানুষ টা বাঁচিয়ে রাখে সংসার পরিপাটি।
পিতা,,
পিতা অন্ন, পিতা বস্ত্র
পিতা আমার ঘর!
পিতা দিন হে, পিতা রাত
আমার সকল আবদার!
পিতা সুখ হে তো পিতা শান্তি
পিতা পিপাসার জল!
পিতা দুঃখ হে-তো পিতা ক্লান্তি
পোড়া মনে আনন্দের ঢল!
পিতা স্বর্গ, পিতা ধর্ম
পিতা হে আমার বারমাস!
পিতা হে তো পৃথিবী আমার
দিন শেষে হয় আনন্দ উপহার!
পিতা হে তো মেলা বারমাস
মেলার সকল খেলনা আমার।
পিতা হে তো পিতৃ পরিচয়
পথ চলার অঙ্গিকার!
পিতা হে তো চাওয়া পাওয়া
অপূর্ণতার আহার!
পিতা হে তো স্বচ্ছল সংসার
মায়ের মমত্বময় অধিকার!
পিতা হে তো জগৎ সৃষ্টি
সুশিক্ষার সমাজ সংসার!
পিতা হে তো কালো হীন মায়া
আঁধারে আলোর প্রদীপ
পিতা হে-তো প্রমুধ পৃথিবী
আমার সকল আবদার !
ধন্যবাদ ।
২৬টি মন্তব্য
বন্যা লিপি
সংসারে পিতার অবদান মাটির মতোই।মাথার ওপরে আস্থার বটবৃক্ষ। বিষয়বস্ত ভালো।কিন্তু, দাদাভাই টাইপিংএর সময় সতর্কতার বিশেষ প্রয়োজন।
মঙ্গল কামনা।
সঞ্জয় মালাকার
হু ঠিকবলেছেন দিদি পিতা বটবৃক্ষ মাটির মতোই নরম। সম্পদনা করে নিয়েছি দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন সব সময় শুভেচ্ছা রইলো।
এস.জেড বাবু
জীবন আর সংসারে প্রায় সবই পিতার অবদান –
তিনিই জীবনের সকল চাওয়া পাওয়ার ভান্ডারের খোলা দুয়ার।
চমৎকার লিখেছেন
শ্রদ্ধা দুনিয়ার সকল পিতার প্রতি।
সঞ্জয় মালাকার
হুম ঠিক বলেছেন ভাই জীবন আর সংসার পিতার অবদান।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা, শুভেচ্ছা ও ভালোবাসা রইলো,
এস.জেড বাবু
পিতা আমার ঘর – ‘আমার’ হবে হয়ত
পিতা স্বর্গ, পিতা ধর্ম- পিতা
মেলা বারোমার / বারমাস হবে হয়ত
মিসটেক আছে একটু সম্পাদনা করে দেবেন।
সঞ্জয় মালাকার
কৃতজ্ঞতা ও ধন্যবাদ দাদা আমি সম্পাদনা করে নিয়েছি ।
সুরাইয়া পারভিন
পিতা যাঁর কাছে আমরা অনায়াসে এক পৃথিবী আবদার করতে পারি।আর সন্তানদের আবদার পূরণ করতে রাতদিন খেটে মরছে পিতা।বাবা আমার একলা বাবা💓
দারুণ লিখেছেন
সঞ্জয় মালাকার
হুম ঠিক বলেছেন, বাবা আমার একলা বাবা তবুও সবার ঊর্ধ্বে। ধন্যবাদ দিদি ভালোথাকুন সব সময় নিরন্তর কামনা রইল।
মনির হোসেন মমি
জগতের সকল পিতারাই সন্তানের কাছে আপনার কবিতার মত। পিতাহীন সন্তান অভিবাভকহীন সংসার। খুব ভাল লাগল।
সঞ্জয় মালাকার
ধন্যযোগ্য হালাম শ্রদ্ধে দাদা, ঠিক বলেছেন
পিতাহীন সন্তান অভিবাভকহীন সংসার।
ধন্যবাদ দাদা শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
তৌহিদ
পিতাই সকল আবদার পুরনের ভান্ডার। সন্তানের কাছে পিতাই হচ্ছে তার নায়ক, ভবিষ্যতের কাণ্ডারি। জীবনের শিক্ষক। যার পিতা নেই সেই জানে কতটা কষ্ট সে বহন করে বুকে।
ভালো লিখেছেন দাদা।
সঞ্জয় মালাকার
সত্যি বলছেন দাদা পিতা সকল আবদার পুরণের ভাণ্ডার।
পিতা হে আমার জীবন শিক্ষার শিক্ষক
পিতা আমার ভবিষ্যতের কাণ্ডারি।
ধন্যবাদ শ্রদ্ধে দাদা ভালো লাগা ও ভালোবাসা রইলো।
সাবিনা ইয়াসমিন
পিতার মর্যাদা যথাযথ ভাবেই তুলে ধরেছেন। এই জন্যেই পিতার মৃত্যু হলে সন্তানকে এতিম বলা হয়।
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
একদম সত্যি বলছেন দিদি, তবে দিদি এ এতিম শব্দ টা অর্থহীন, বাবা আমার মৃত্যু হয় তবু বাবা বেঁচে থাকেন চিরদিন।
ধন্যবাদ দিদি, আন্তরিক ধন্যবাদ জানাবেন।
জিসান শা ইকরাম
পিতা হচ্ছে সবচেয়ে বড় নির্ভরতা, আশ্রয়স্থল।
কবিতা ভালো লেগেছে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান, ভালো লাগা ও ভালোবাসা রইলো।
ছাইরাছ হেলাল
পিতারা আমাদের জীবনের প্রায় সবটুকু জুড়েই থাকেন, আছেন।
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন দাদা, পিতারা আদের আনন্দের প্রতিটা মুহুর্ত।
ধন্যবাদ দাদা সকাল বেলার শুভেচ্ছা রইলো।
হালিম নজরুল
চমৎকার পিতৃবন্দনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা💕🌹🌹
কামরুল ইসলাম
যার নাই, সে বুঝে পিতা কি ?
সুন্দর লিখেছেন
সঞ্জয় মালাকার
হুম ঠিক বলেছেন দা, যার নেই সে বুঝে।ধন্যবাদ দাদা।
চাটিগাঁ থেকে বাহার
পিতা হলেন বটবৃক্ষ
পিতা খালের নৌকা,
পিতার পিঠে ঘোড়ায় চড়তে
ছেলে খোঁজে মওকা।
পিতার বিকল্প কেবলই পিতা।
আপনার লেখা খুবই সুন্দর হয়েছে।
পিতৃ বন্দনা!
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন দাদা, পিতা বটবৃক্ষ মাথার ছাঁতা।
ধন্যবাদ শ্রদ্ধে দাদা শুভেচ্ছারইল।
রুমন আশরাফ
“পিতা স্বর্গ, পিতা ধর্ম
পিতা হে আমার বারমাস!”
চমৎকার!!!
সঞ্জয় মালাকার
হুম ঠিক বলেছেন, ধন্যবাদ দাদা ভালো লাগা রইলো।