পিতা

সঞ্জয় মালাকার ৬ নভেম্বর ২০১৯, বুধবার, ০৬:৩৬:৫৮অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

যে মানুষ টা রোজ সকালে হারিয়ে যায় কাজে,
যে মানুষ টা অন্ন যোগাতে রোজ হয় মাটি
যে মানুষ টা বাঁচিয়ে রাখে সংসার পরিপাটি।

পিতা,,

পিতা অন্ন, পিতা বস্ত্র
পিতা আমার ঘর!

পিতা দিন হে, পিতা রাত
আমার সকল আবদার!

পিতা সুখ হে তো পিতা শান্তি
পিতা পিপাসার জল!

পিতা দুঃখ হে-তো পিতা ক্লান্তি
পোড়া মনে আনন্দের ঢল!

পিতা স্বর্গ, পিতা ধর্ম
পিতা হে আমার বারমাস!

পিতা হে তো পৃথিবী আমার
দিন শেষে হয় আনন্দ উপহার!

পিতা হে তো মেলা বারমাস
মেলার সকল খেলনা আমার।

পিতা হে তো পিতৃ পরিচয়
পথ চলার অঙ্গিকার!

পিতা হে তো চাওয়া পাওয়া
অপূর্ণতার আহার!

পিতা হে তো স্বচ্ছল সংসার
মায়ের মমত্বময় অধিকার!

পিতা হে তো জগৎ সৃষ্টি
সুশিক্ষার সমাজ সংসার!

পিতা হে তো কালো হীন মায়া
আঁধারে আলোর প্রদীপ

পিতা হে-তো প্রমুধ পৃথিবী
আমার সকল আবদার !

ধন্যবাদ ।

১জন ১জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ