পিতা তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা

ইসিয়াক ১২ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ০৬:৩৬:৫১অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

কার ডাকেতে টগবগিয়ে উঠলো আমার বাংলাদেশ,
কার ডাকেতে রক্ত দিয়ে মুক্ত হলো স্বদেশ।

কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত তারা।

কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো গোটা বাংলাদেশ।
কার ডাকেতে স্বপ্ন দেখলো প্রাণ প্রিয় স্বদেশ।

কার ডাকেতে সোনার রবি ছড়ালো দীপ্ত তেজের আলো,
কার ডাকেতে সকল বিভেদ ভুলে মন্দ হয় যে ভালো।

কার ডাকেতে রক্তে আগুন জ্বলেছে বারবার,
কার ডাকেতে পরাধীনতার শিকল ভেঙেছে দুর্বার।

কার ডাকেতে মুক্তি মিলল শোষণ বঞ্চনার।
কার ডাকেতে স্বাধীনতা হলো একান্ত আপনার।

সে আমাদের বঙ্গবন্ধু সে আমার জাতির নেতা,
সে আমাদের প্রাণাধিক প্রিয় আপন জাতির পিতা।

নেতা নেতা সবার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
জাতি কখনো ভুলবে না তোমায়, তোমার নিঃস্বার্থ অবদান।

নেতা তোমার শতবর্ষের জন্মদিনে অনেক শুভেচ্ছা।
জাতি আবার একত্রিত হোক এই রইলো ইচ্ছা।

১১২৬জন ৯৮২জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ