
কার ডাকেতে টগবগিয়ে উঠলো আমার বাংলাদেশ,
কার ডাকেতে রক্ত দিয়ে মুক্ত হলো স্বদেশ।
কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত তারা।
কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো গোটা বাংলাদেশ।
কার ডাকেতে স্বপ্ন দেখলো প্রাণ প্রিয় স্বদেশ।
কার ডাকেতে সোনার রবি ছড়ালো দীপ্ত তেজের আলো,
কার ডাকেতে সকল বিভেদ ভুলে মন্দ হয় যে ভালো।
কার ডাকেতে রক্তে আগুন জ্বলেছে বারবার,
কার ডাকেতে পরাধীনতার শিকল ভেঙেছে দুর্বার।
কার ডাকেতে মুক্তি মিলল শোষণ বঞ্চনার।
কার ডাকেতে স্বাধীনতা হলো একান্ত আপনার।
সে আমাদের বঙ্গবন্ধু সে আমার জাতির নেতা,
সে আমাদের প্রাণাধিক প্রিয় আপন জাতির পিতা।
নেতা নেতা সবার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
জাতি কখনো ভুলবে না তোমায়, তোমার নিঃস্বার্থ অবদান।
নেতা তোমার শতবর্ষের জন্মদিনে অনেক শুভেচ্ছা।
জাতি আবার একত্রিত হোক এই রইলো ইচ্ছা।
১৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
শুভ জন্মদিন জাতির পিতাকে। খুব ভালো লেগেছে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা
ইসিয়াক
ধন্যবাদ রইলো দিদিভাই।
ছাইরাছ হেলাল
পিতাকে জন্মদিনের শুভেচ্ছা।
ইসিয়াক
ভালো থাকুন হেলাল ভাই।
শুভকামনা।
নিতাই বাবু
জাতির পিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর জন্য শুভকামনা।
ইসিয়াক
দাদা আপনার জন্যও রইলো শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
“কার ডাকেতে টগবগিয়ে উঠলো আমার বাংলাদেশ,
কার ডাকেতে রক্ত দিয়ে মুক্ত হলো স্বদেশ।“
তাই তো আজ বন্ধু আমার
করেন তিনি স্মরন
মুজিব বর্ষে ঢালী নিয়ে
করব সবাই বরণ।
অসাধারন কবিতা উপহার দেয়ার জন্য
জানাই রক্তিম অভিনন্দন।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ রইলো দাদা।
ত্রিস্তান
বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীতে অনেক অনেক শুভকামনা।
ইসিয়াক
ভালো থাকুন সবসময়।
আপনার প্রতিও রইলো অনেক অনেক শুভকামনা্
জিসান শা ইকরাম
আমাদের নতুন প্রজন্ম ইতিহাস বিমুখ,
এরা বেশি বিশ্বাস করে মুখের কথা।
আপনার পোস্টে ইতিহাসকে তুলে এনেছেন।
জাতির পিতার জন্মদিনের জন্য সুন্দর কবিতা।
মোঃ মজিবর রহমান
নতুন প্রজন্মের আমি দোষ দিয় না। দোষ পুর্ব পুরুষদের, কারণ তারাই অনুজদের শিখাতে ব্যাস্ত অবৈধ, আর কিভাবে ইনকাম করা যায়। এটা বেশিরভাগ মানুষের মাঝে।
রাফি আরাফাত
শুভ জন্মদিন।
রেহানা বীথি
জন্মদিনে শ্রদ্ধাঞ্জলী হে জাতির পিতা।
মোঃ মজিবর রহমান
অগ্রিম শুভেচ্ছা বংবন্ধুর জন্মদিনের। দারুন কবিতা জাতির নেতা, স্বাধিনতার মহানায়কের জন্মদিন উপলক্ষ্যে।
তৌহিদ
জন্মদিনে গভীর শ্রদ্ধা জানাই এই মহান নেতাকে। ধন্যবাদ এমন লেখার জন্য।
আলমগীর সরকার লিটন
অনেক অনেক শুভেচ্ছা জানাই
হালিম নজরুল
শ্রদ্ধা